![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭০-এর দশকঃ
ওরা ১১ জন (১৯৭২) — চাষী নজরুল ইসলাম পরিচালিত
রক্তাক্ত বাংলা (১৯৭২) - মমতাজ আলী পরিচালিত
বাঘা বাঙ্গালী (১৯৭২) — আনন্দ পরিচালিত
জয় বাংলা (১৯৭২) — ফকরুল আলম পরিচালিত
অরুণোদয়ের অগ্নিসাক্ষী (১৯৭২) — সুভাষ দত্ত পরিচালিত
ধীরে বহে মেঘনা (১৯৭৩) — আলমগীর কবির পরিচালিত
আমার জন্মভূমি (১৯৭৩) — আলমগীর কুমকুম পরিচালিত
সংগ্রাম (১৯৭৩) — চাষী নজরুল ইসলাম পরিচালিত
আবার তোরা মানুষ হ (১৯৭৩) — খান আতাউর রহমান
আলোর মিছিল (১৯৭৪) — নারয়ণ ঘোষ মিতা পরিচালিত
বাংলার ২৪ বছর (১৯৭৪) — মোহাম্মদ আলী পরিচালিত
কার হাসি কে হাসে (১৯৭৪) — আনন্দ পরিচালিত
মেঘের অনেক রঙ (১৯৭৬) — হারুন-উর-রশিদ পরিচালিত
১৯৮০-এর দশকঃ
বাঁধন হারা (১৯৮১) — এ. জে. মিন্টু পরিচালিত
কলমীলতা (১৯৮১) — শহীদুল হক খান পরিচালিত
চিৎকার (১৯৮১) — মতিন রহমান পরিচালিত
১৯৯০-এর দশকঃ
নদীর নাম মধুমতি (১৯৯০)- তানভীর মোকাম্মেল পরিচালিত
আগামী (১৯৮৪) মোরশেদুল ইসলাম পরিচালিত
মেঘের অনেক রঙ (১৯৯৩) — হারুন-উর-রশিদ পরিচালিত
একাত্তরের যীশু (১৯৯৩) — নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত
নদীর নাম মধুমতি (১৯৯৪) — তানভীর মোকাম্মেল পরিচালিত
আগুনের পরশমণি (১৯৯৫) — হুমায়ুন আহমেদ পরিচালিত
মুক্তির গান (১৯৯৫) — তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত
এখনো অনেক রাত (১৯৯৭) - খান আতাউর রহমান পরিচালিত
হাঙ্গর নদীর গ্রেনেড (১৯৯৭) — চাষী নজরুল ইসলাম পরিচালিত
মুক্তির কথা (১৯৯৯) — তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত
২০০০-এর দশকঃ
মাটির ময়না (২০০২) — তারেক মাসুদ পরিচালিত
জয়যাত্রা (২০০৪) — তৌকির আহমেদ পরিচালিত
শ্যামল ছায়া (২০০৪) — হুমায়ুন আহমেদ পরিচালিত
মেঘের পরে মেঘ (২০০৪) -চাষী নজরুল ইসলাম পরিচালিত
ধ্রুবতারা (২০০৬)-চাষী নজরুল ইসলাম পরিচালিত
খেলাঘর (২০০৬) — মোরশেদুল ইসলাম পরিচালিত
রাবেয়া (২০০৮) - তানভীর মোকাম্মেল পরিচালিত
২০১০-এর দশকঃ
মেহেরজান (২০১০) - রুবাইয়াত হোসেন পরিচালিত
খন্ডগল্প ১৯৭১ (২০১১)- বদরুল আলম সৌদ পরিচালিত
আমার বন্ধু রাশেদ(২০১১) - মোরশেদুল ইসলাম পরিচালিত
গেরিলা (২০১১) - নাসিরুদ্দিন ইউসুফ পরিচালিত
পিতা (২০১২) - মাসুদ আখন্দ পরিচালিত
জীবনঢুলী (২০১৩) - তানভীর মোকাম্মেল পরিচালিত
৭১এর গেরিলা (২০১৩) - মিজানুর রহমান শামীম পরিচালিত
৭১-এর সংগ্রাম (২০১৪) - মনসুর আলী পরিচালিত
মেঘমল্লার (২০১৪) - জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত
অনুক্রোশ (২০১৪) - গোলাম মোস্তফা শিমুল পরিচালিত
হৃদয়ে ৭১ (২০১৪) - সাদেক সিদ্দিকী পরিচালিত
৭১ এর মা জননী (২০১৪) - শাহ আলম কিরণ পরিচালিত
১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭
অযথা অকারণ বলেছেন: সবগুলো নেই, তবে অনেক গুলো আছে। আসলে প্রথমে প্ল্যান ছিল লিঙ্ক সহ দেয়ার, কিন্তু এখন ঠিক সময় পায় নি। তবে ইচ্ছে আছে ধীরে ধীরে সময় করে লিঙ্ক এড করে দেয়ার
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।
আমি এ পোস্টটি দেয়ার কথা ভাবছিলাম কিন্তু আপনি দিয়ে দিলেন। আমি অবশ্য ডাউনলোড লিংক সহ দেয়ার চিন্তা করসিলাম। পোস্টের কাজও অর্ধেক শেষ করে ফেলেছি।
শূভকামনা ।
১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩১
অযথা অকারণ বলেছেন: অবশ্যই, ভাই আমি আসলে গুগলে সার্চ করে যতগুলো চলচ্চিত্রের তালিকা পেয়েছি কোনটিই সম্পূর্ণ নয়, অনে চলচ্চিত্র বাদ পড়েছে। বিশেষ করে গত দু বছরের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রগুলো বেশিরভাগ তালিকায় ই নেই। আমি চেয়েছিলাম যেখানেই থাকুক সম্পূর্ণ তালিকা থাকুক
সময়ের অভাবে লিঙ্ক সহ দিতে পারি নি। আপনি লিঙ্ক সহ আরেকটি ব্লগ লিখে ফেললে সবার জন্য উপকার হয়
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: @ বঙ্গভূমির রঙ্গমেলায়
আপনি ইচ্ছে করলে মন্তব্য ঘরেও লিংক দিতে পারেন, অবশ্য অযথা অকারণ এর কোন অপত্তি না থাকলে
১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২
অযথা অকারণ বলেছেন: আমার আপত্তি নেই
তবে তিনি লিঙ্ক সহ আলাদা একটি ব্লগ লিখলে বেটার হয়
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট ++++++++++
ধন্যবাদ ও শুভকামনা রইল
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১
প্রবাসী পাঠক বলেছেন: ভালো পোস্ট।
এখানে মেহেরজান না রাখলেই ভালো হত। মেহেরজান মুভিতে মুক্তিযুদ্ধের চেয়ে মুক্তিযুদ্ধের বিকৃতি বেশি করা হয়েছে।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৬
দীপংকর চন্দ বলেছেন: পরিশ্রমী কাজ।
ভালো লাগা রইলো।
শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
পৌরাণিক এক মানুষ বলেছেন: ভাল লাগল
৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
এমএম মিন্টু বলেছেন: চমৎকার কর্ম
মহান বিজয় দিবসের শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১১
ইমতিয়াজ ১৩ বলেছেন: সবগুলোই তো ইউটিউবে আছে। লিংকটা দিয়ে দিলে পারতেন। যদিও একটু কষ্ট হত।
পোষ্টে লাইক।