![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট পাখী মাছরাঙা
চুপটি বসে পুকুর পার
সুযোগ পেলেই লাফিয়ে ধর
পিচ্চি পুঁটি মলার ঘার।
পুকুর পারে ঐ কোনেতে
আছে তোমার বাসা
হেথায় দুখান ছোট্ট ছানা
তোমার আশায় বসা।
সকাল সাঁজে ধর শিকার
যাহাই পার রোজ
মিলে মিশে তাহাই কর
আহার ভুরিভোজ।
নদী নালে গাছের ডালে
দেখতে লাগে বেশ
দুষ্টু খুকা এলে হঠাৎ
ঝপাট নিরুদ্দেশ,
মিষ্টি পাখী মাছরাঙা
মন রাঙ্গালে বাঁধভাঙ্গা।
]
©somewhere in net ltd.