![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট পাখী মাছরাঙা
চুপটি বসে পুকুর পার
সুযোগ পেলেই লাফিয়ে ধর
পিচ্চি পুঁটি মলার ঘার।
পুকুর পারের ওই কোনেতে
ছোট্ট তোমার বাসা
আছে দুখান ছোট্ট ছানা
তোমার আশায় বসা।
সকাল সাঁঝে ধর শিকার
যাহাই পার রোজ
মিলে মিশে সবাই তাহা
আহার ভুরিভোজ।
নদী নালে গাছের ডালে
মানায় তোমায় বেশ
দুষ্টু খোকা এলে হঠাৎ
ঝপাট নিরুদ্দেশ।
মিষ্টি পাখী মাছরাঙা
রাঙ্গালে মন বাঁধভাঙ্গা।
২| ০৩ রা জুলাই, ২০২০ সকাল ১১:২৩
এ কাদের বলেছেন: ধন্যবাদ সাড়ে চুয়াত্তর ভাই।
৩| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১২:২২
মোছাব্বিরুল হক বলেছেন: অনেক ভালোলাগল
০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১২:৩৬
এ কাদের বলেছেন: আপনার জন্য শুভ কামনা।
৪| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১২:২৫
নেওয়াজ আলি বলেছেন: সৃজনশীল অভিব্যক্তি ।
০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১২:৩৮
এ কাদের বলেছেন: ভাল থাকবেন।
৫| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১:৫৯
এ কাদের বলেছেন: ভাল থাকবেন।
৬| ০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১:০৪
এ কাদের বলেছেন: পপ
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০২০ সকাল ১০:১৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: উপভোগ করলাম কবিতাটা। এভাবেই চলুক।