![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিয়াল বলে
বাঘের বেটা
রং কেন তোর ডোরা?
যে যাই বলুক
আমি তোকে
কেয়ার করি থোরা।
আমার হাতা
লম্বা বহুত
আছে বিরাট খুঁটি।
তাতেই আমার
বল ভরসা
আহার রুজি রুটি।
ইচ্ছে হলেই
চেটে দেবো
তোর যেদুটি গাল।
পাঠাতে পারি
আশিষ পেলেই
এখনই পরকাল।
জানা নানা
ফন্দি-ফিকির
খেলা নানান রং।
সূযোগ মত
তাইতো সাজি
যখন যেমন সংঘ।
০৬ ই আগস্ট, ২০২০ সকাল ৮:৪৬
এ কাদের বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
২| ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ৯:১৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছন্দ ভালো লেগেছে।
০৬ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৫৩
এ কাদের বলেছেন: ধন্যবাদ।
৩| ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ১১:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: থোড়া [thōḍ়ā] বিণ. সামান্য, অল্প ('মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে': রবীন্দ্র)। [হি. থোড়া]। ̃ ই ক্রি-বিণ. বিণ. একটুও না, মোটেই না (তাকে আমি থোড়াই কেয়ার করি)
দারুন হয়েছে
তোরা বানানটা ঠিক করেন
০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৩৩
এ কাদের বলেছেন:
আন্তরিক ধন্যবাদ, বানানটা ঠিক করে দিলাম।
৪| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৩৪
এ কাদের বলেছেন: খুবই ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০২০ সকাল ৮:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছড়ায় চলমার সময়ের চালচিত্র !
আসলো দেশে কলিকাল
বিড়াল চাটে বাঘের গাল !!!
দু:খজনক!