![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় হয়েছে গর্জে উঠার
একাত্তরের মত আবার।
চাই একজন মুজিব
চাই সেই সাহসী জিয়া।
এ যেন নয়া একাত্তর
গনতন্ত্র বন্দী শিকলে,
আছে নয়া রাজাকার মোনেম
নয়া জল্লাদ টিক্কা খানেরা,
কাটাতারে ফেলানীর লাশ
পিলখানা-রাজপথ,
তাজাখূনে একাকার।
তৈরী প্রভূ বর্গীর দল
আকাশে শকুন
বন্ধরে সোয়াতের প্রেতাত্বা।
ওরা আমাদের
ভাতে মারতে চায়
পানিতে মারতে চায়
ক্রীত দাস বানাতে চায়।
সময় হয়েছে তাই আবার
গর্জে উঠার একাত্তরের মত
চাই একজন মুজিব
একজন সাহসী জিয়া।
২| ১৪ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩২
জগতারন বলেছেন:
চাই সেই সাহসী জিয়া।
আপত্তিকর অভিব্যাক্তি (!)
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪৫
রাজীব নুর বলেছেন: জিয়া অবশ্যই সাহসী। বিনা বিচারে দেশের সন্ত্যানদের ফাঁসি দিয়েছে।