![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উই পোকা উই পোকা
হয়ো নাক কভূ একা।
মাটি নীচে ঢিবি তুলে
থেকো সবে দলে দলে।
আসে যদি কভু ঝড়
করো নাক ভয় ঢর।
গুই সাপ খেতে আসে
কাট তার জিভে কষে।
যদি হাতি ভাঙ্গে ঘর
তার পায়ে কাট জোর
পালাবে সে হাত জোড়
দুর আরব্য সাগর।
উই পোকা উই পোকা
মিলে মিশে থাক
করো কাম দিয়ে ঘাম
কভু ডরো নাক।।
৩০ শে মার্চ, ২০২১ দুপুর ২:৫৯
এ কাদের বলেছেন: ধন্যবাদ। একটু এডিট করে দিলাম।
২| ৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২২
রাজীব নুর বলেছেন: উই পোকা আর সার পোকা। উই পোকা মানুষকে কামড়ায় না। ছার পোকা মানুষকে কামড়ায়।
৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০২
এ কাদের বলেছেন: ধন্যবাদ।
৩| ৩০ শে মার্চ, ২০২১ রাত ৯:২৯
নেয়ামুল নাহিদ বলেছেন: এবার বেশ ভালো হয়েছে।
৩০ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৭
এ কাদের বলেছেন: ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:০৪
নেয়ামুল নাহিদ বলেছেন: শেষের অংশটুকু আরেকটু যত্নের দাবিদার।