নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ কাদের

এ কাদের › বিস্তারিত পোস্টঃ

হুতুম প্যাঁচা

০৭ ই মে, ২০২১ ভোর ৪:৩৩

=
উতুম প্যাঁচা
হুতুম প্যাঁচা
ঠোটটা চিপা
মূখটা ভোচা,
ওরে উতুম
হুতুম প্যাঁচা
করিস কিরে
জোপের মাচা
ও উতুম তুই
এদিক তাকা
ডান চোখটা
একটু দেখা।
ও উতুম তুই
ওদিক তাকা
বাও চোখটা
আবার দেখা।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২১ ভোর ৫:০১

চাঁদগাজী বলেছেন:



হুতুম পেঁচা, ট্রাক্টর আর গাধা, এই ৩টি নিয়ে সুন্দর সুন্দর কবিতা/ছড়া লিখবেন; ছড়া ভালো হয়েছে।

০৭ ই মে, ২০২১ সকাল ৭:৩৯

এ কাদের বলেছেন: গাধা নহে ট্রাক্টার
চাঁদগাজী ড্রাইভার
পেঁচা বলে পেঁচানি
চল যাই গজনি।
ভাড়া কত? পাচ সিকা!
ড্রাইভার অতি পাকা।

২| ০৭ ই মে, ২০২১ ভোর ৬:৪৯

জটিল ভাই বলেছেন:

অসাধারণ!
অসাধারণ!
পেঁচা নিয়া
লিখা দারুণ!
পেঁচামূখীদের আচরণ,
দেখলে এখন লাগে করুণ :P
পেঁচারাও সামাজিক জীব,
সবাই তাদের এক্টু ঠাঁই দিক :D

০৭ ই মে, ২০২১ সকাল ৭:১৫

এ কাদের বলেছেন: ধন্যবাদ ভাই।
জটিল ভাইয়ের , সরল কথা
প্যাচার ত্বরে মনের ব্যথা ।

৩| ০৭ ই মে, ২০২১ সকাল ৮:৩৫

কালো যাদুকর বলেছেন: প্যাঁচা কিন্তু খুবই জ্ঞানী পাখী। একে নিয়ে হাসাহাসি করবেন না ৷

প্যাঁচ গ্যাঁচ নিশুতি রাত,
ভুতুম পেঁচার সে কি ডাক |
খোকন সোনা ভয়েই কাত,
মামদো ভূতের বেজায় নাচ |
দীঘির জলে আড় মাছের প্রবল গোতন,
তা শুনে ইদুর ভায়ের ভয়েই পালায়ন ৷
এইতো হল পেঁচার ইচ্ছে পূরন -
রাত দুপুরে ভুতুম পেঁচার ইঁদুর ভোজে অন্ন সাধন।


পেঁচার ছড়া ভাল লেগেছে ৷

০৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:২৪

এ কাদের বলেছেন: ধ ন্যবাদ
পেঁচা আর প্যাঁচানী
জানি জ্ঞানী গুনী প্রানী

৪| ০৭ ই মে, ২০২১ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: বাহ!

০৭ ই মে, ২০২১ বিকাল ৫:৫৬

এ কাদের বলেছেন: ধন্যবাদ, মারহাবা।

৫| ০৮ ই মে, ২০২১ রাত ১:২২

রাজীব নুর বলেছেন: প্যাঁচা কিন্তু ব্লগার চাঁদগাজীর খুব প্রিয় প্রানী।

০৮ ই মে, ২০২১ রাত ৩:৪৯

এ কাদের বলেছেন: প্যাঁচি বলে ওরে প্যাঁচা
চাঁদগাজী কার চাচা?

ধনয়বাদ।

৬| ০৮ ই মে, ২০২১ রাত ১:৫৩

কামাল১৮ বলেছেন: আমার ব্যাকইয়ার্ডে তিনটা বড় বড় পেঁচা আছে।সারা দিন সূর্যের আলোয় চার্জ হয়ে থাকে।রাতে কোন কিছু আসলেই তিনটার চোখ টর্চের আলোর মতো জ্বলে উঠে।
ঢাকায় থাকতেও ছিলো,দরজার বইরে দুট পেঁচা দুট মুরগী।আমাদের বিল্ডিংয়ে এক জামাতি ছিল ,একদিন রাতে খুলে নিয়ে যায়।পুরো সিড়িছিল সি সি ক্যামরার অধীন।দারোয়ান বললো এটা নিয়ে কথা না বলাই ভালো।সে দিনই আমি বোঝলাম এটা নিয়ে মোল্লাদের এলার্জি আছে।

০৮ ই মে, ২০২১ ভোর ৪:১৩

এ কাদের বলেছেন: রাজনীতি যার তার
প্যাঁচা প্রিয় সবার।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.