![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[
==
আমাদের ছোট গ্রাম ছোট ঘর বাড়ী
আঁকাবাঁকা ছোট পথ গাছ সারি সারি।
এক পাশে খোলা মাঠ আর পাশে বিল
কলমি শাপলা ফোটে উড়ে বক চিল।
মাজে এক আছে খাল মাছ ঝাকে ঝাকে
গাঁয়ের লোকেরা ধরে বরষার ফাকে।
অগ্রান বৈশাখে মাঠ নাচে সোনা ধানে
ঘরে ঘরে উৎসব নব প্রান আনে।
শীতে শব্জি শাকে ভরে ক্ষেত ভূমি
আমাদের কৃষকেরা বড় পরিশ্রমী।
এগাঁয়ের লোকেরা সব সহজ সরল
কভুতারা করেনাক কারো ঘোলাজল।
আমাদের ছোট গাঁয়ে আছে শত বাড়ী
আছে হাট পাকা ঘাট মসজিদ চারি।
কৃষকে শ্রমিক আর নানা পেশাজিবী
মিলেমিশে করি বাস একসাথে সবি।
২১ শে মে, ২০২১ বিকাল ৩:৪৬
এ কাদের বলেছেন: আপনার ম ন্তব্যের জন্য ধন্যবাদ। চেষ্টা করেছি বানান ঠিক করতে। দয়া করে আর কিকি ঠিক ক রতে হবে জানালে আমি এডিট করে নেব। ভাল থাকবেন।
২| ২১ শে মে, ২০২১ বিকাল ৩:১০
নেওয়াজ আলি বলেছেন: খুব ভালো লাগলো।
২১ শে মে, ২০২১ বিকাল ৩:৪৮
এ কাদের বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভ কামনা।
৩| ২১ শে মে, ২০২১ বিকাল ৪:৩৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
২১ শে মে, ২০২১ বিকাল ৪:৫০
এ কাদের বলেছেন: অশেষ ধন্যবাদ।
৪| ২১ শে মে, ২০২১ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: এক এক সপ্তাহে সামুতে যত কবিতা এসেছে এটাই বেস্ট।
২১ শে মে, ২০২১ রাত ১১:৫৫
এ কাদের বলেছেন: দারুন মন্তব্য, আমি অভিভূত অনুপ্রাণিত। ভাল থাকবেন।
৫| ২২ শে মে, ২০২১ রাত ১:৫৫
সাহাদাত উদরাজী বলেছেন: কবিতা ভাল লেগেছে!
২২ শে মে, ২০২১ রাত ২:০১
এ কাদের বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।
৬| ২২ শে মে, ২০২১ রাত ২:২১
জগতারন বলেছেন:
সহজ সরল এবং অসাধারন সুন্দর কবিতা!
এই কবিতাটি পড়ে মূহর্তের মধ্যে আমার মন ভালো হলো।
বিদেশে বিভিন্ন ঝামেলার মধ্য দিয়ে দিন যাচ্ছিল কয়েক দিন ধরে।
কবি এ কাদের-এর প্রতি অভিন্দন জানাই।
২২ শে মে, ২০২১ ভোর ৪:৩৯
এ কাদের বলেছেন: ধন্যবাদ ভাই। আমিও প্রবাসী। আর এটা আমারই নিজ গ্রামের ১০০% বাস্তব চিত্র কল্প। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০২১ দুপুর ২:৫৪
বিজন রয় বলেছেন: এ ধরনের কবিতা অনেক ভাল লাগে, বিশেষ করে আমরা যারা গ্রামের মানুষ গ্রাম ছেড়ে শহরে থাকি।
কিন্তু আপনার এই কবিতায় অনেক বানান ভুল আছে।
ঠিক করে দিন দয়া করে।
তাহলে কবিতাটি অনেক সুন্দর হবে।
শুভকামনা।