![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
==
সাপুড়ে ও সাপুড়ে
কোথা বাড়ি বাপুরে,
কেউটে বা গোখরা
ভয়ে কভু ডরোরে?
সাপুড়ে ও বাপুরে
রং কিগো তবরে?
নাই মূখ নাই চোখ
সেই সাপ ধরোরে?
কাল কিবা হও সাদা
তাতে নাই কোন বাধা
হোক বাড়ি গঞ্জ গ্রাম
সাপ ধরা মূল কাম।
সাপুড়ে ও সাপুড়ে
বাজা বীণা ঢংকারে
ডোরা সাপে ধরোনা
অজগরে ছেরোনা।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০২১ ভোর ৫:২৬
জোবাইর বলেছেন: বাহ! অনেক সুন্দর হয়েছে কবিতা।