![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-লাঠি হাতে দারোয়ান
ঘুমে ঘুমে গায় গান।
কেউ যদি ধরে কান
কিছু নহে করে ভান।
মারে যদি তারে কেউ
করে শুধূ মিউ মিউ
যদি লাগে পিছে ফেউ
লেজ নারে, নয় ঘেউ।
হয় যদি কিছু চুরি
দিয়ে নাকে সুড়সুড়ি
নির্দোষে মারে বারি
চোরকে সে দেয় ছারি।
মনিবের করে কাজ
শুনে কথা ভিনরাজ।
ভাবে হলো মহারাজ
ঘুমঘোড়ে পড়ে তাজ।
কান কাঠা দারোয়ান
নেই লাজ নেই মান।
জাগো জাগো দারোয়ান
নয় হবে খান খান।
---
০৯ ই নভেম্বর, ২০২১ রাত ৩:২৫
এ কাদের বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: সুন্দর।