নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ কাদের

এ কাদের › বিস্তারিত পোস্টঃ

বাংলা বাশের শূল

২০ শে আগস্ট, ২০২৪ রাত ১১:১২

রচনাঃ নভেম্বর ২২,২০১৩

হাসু চন্দ্র রাজায় বলেন
বাশু প্রজায় ডেকে
মানতে হবে হাসু বিধান
আজই এখন থেকে

আমি যাহা ইচ্ছা করি
তাহাই হবে আইন
বিরোধিতা করলে কেহ
মৃত্যুদন্ড ফাইন।

তিনশ চোরের আমি মাঝি
করবে বিচার কোনবা কাজী?
স ত্য ন্যায়ের বললে কথা
করব গুম কাটব মাথা।

শেয়ারবাজার ব্যাঙ্ক যত
লুঠব আমি আছে তত
বন্ধুগনে দিব তোফা
সিন্দুক আর স্বদেশ,
যারা আমার আসল ত্রাতা
ভরসা ভিনদেশ।

স্বদেশেরই বন্ধু যারা
ভিনদেশের শত্রু তারা
তাদের খূনে রাংগাব হাত
পিলখানা বা রাজপথ।

প্রজাগনে নাই বিশ্বাস
ভিনদেশে পাই আশ্বাস
ষোল কোটি একজুট
তাই ভোট করেছি লুঠ।

আজীবনের হব রাজা
ভাংবো কোমর প্রজার মাজা
ভিন দেশতে আছে রফা
দেশকে তাদের দিব তোফা।

হাসুর কথায় হাসে বাশু
করলে রাজা ভুল
তোমার জন্যি তৈরি আছে
বাংলা বাশের শূল।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২৪ রাত ১১:২২

এম ডি মুসা বলেছেন: কে ভালো কে খারাপ বুঝতে পারছি ভাই
দুই পিঠে দেয়াল চিত্র ভেতরে মেলে ঠাঁই।
কে যে ভালো এমন একটি দলকে নতুন খুঁজি
এদের হাতে বাংলা হবে শান্তিপূর্ণ বুঝি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.