নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আফনানের নিকেশ জগৎ.....।

আফনান আব্দুল্লাহ্

প্রত্যেকটা মানুষের জীবনের গল্প তার আঙ্গুলের ছাপের মতই ভিন্ন। দূর থেকে এক মনে হলেও যতই তার গভীরে যাবে কেউ ততই বৈচিত্রময় বিভিন্নতা পাবে। নিজের জীবনের গল্পে চরে বেড়ানো মানুষগুলো সবাই’ই যার যার জগতে বন্ধী। সহস্র বছর বাঁচতে পারলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আমি শুনতাম।নিজের দেখা জগৎ দেখা আদেখা মানুষদের জগতের সাথে গেঁথে নিতেই লিখি এবং আন্যের লিখা পড়ি। কেউ যদি মিথ্যুক বা ভন্ড না হয় তাহলে তার যে কোন ভিন্ন মতের কারন তার চার পাশের ভিন্ন জগৎ, ভিন্ন পরিবেশ, ভিন্ন শিক্ষা। তাই মানুষকে বুজতে হলে তার জগৎটাকে জানতে হবে, তার গল্পগুলো শুনতে হবে।আফনান আব্দুল্লাহ্

আফনান আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

বিনোদন জগত-১. ১.জনৈক সাহসী অভিনেত্রী

২৪ শে মে, ২০১৪ রাত ১১:৫৪

বিনোদন জগত-১



১.

জনৈক সাহসী অভিনেত্রী



‘অভিনয়ের খাতিরে, জানেন, চরিত্রটাকে পুরপুরি ফুটিয়ে তুলতে ক্যামেরার সামনে যা যা করা লাগে আমি সব’ই করতে রাজি আছি।’



‘দুর্দান্ত ম্যাম! তার মানে ছবিটার মধ্যে অভিমানে বিষ খেয়ে ফেলার অংশটাতে আপনি সত্যি সত্যি বিষ খেয়ে ফেলেছিলেন!!! আর মারামারির সময় হাতে যে ছুরির পোঁচ লাগে সেটাও সত্যি!!! আহারে একটা চরিত্র ফুটাই তুলতে কত পরিশ্রমই না অপনাদের করতে হয়।



‘আরে না না, পাগল নাকি, ছবির জন্যে গায়ের মধ্যে স্পট ফেলবো নাকি ছুরির পোঁচ খেয়ে। বলছিলাম বাথটাবে হিরোর সাথে ‘ঐ’ অভিনয়টার কথা।’



ওহ্ হো, তাতে তো অবশ্য গায়ে দাগ লাগার কথা না। আপনি সেইপ্। চরিত্র ফুটাই তুলতে শুধু মজাটাই পাইলেন, কোন কষ্ট টষ্ট করা লাগলোনা। বলেন! ’



‘কষ্ট করিনা মানে?! জানেন’ইতো আমি একজন সাহসী অভিনেত্রী’ ‘প্রায় সব ছবিতেই আমার সাহসী অভিনয়ের জন্যে প্রশংসীত হই।’



‘তাই! এ্যাকশান নির্ভর ছবি গুলোতে কি আপনি নিজেই হিরোর সাথে সাথে পাহাড় থেকে লাপ ঝাপ দেন। কিঙবা ঐ যে বাইক রেসিঙ….!



‘আরে না না ও গুলাতো স্ট্যান্ডম্যানরা করে।’



‘ওহ্ হো, তাহলে আপনার সাহসী অভিনয়টুকু মুভিটার ঠিক কোন অংশে ছিলো ম্যাম একটু যদি বুজিয়ে বলতেন আমারও আপনার সাহস নিয়ে লিখতে সুবিধা হতো।’



আপনি নতুন রিপোর্টার?



জ্বী!



শুনেন নায়িকার সাহস দেখাতে দশতলা থেকে ঝাপ দেয়া লাগেনা। বরফের মধ্যে নাচ গানটা দেখেন নাই? সেখানে হিরো কি পরে ছিলো? -স্যুট কোট। -আর আমি হিরোয়িন কি পরি ছিলাম?”



জ্বি, যা না পরলে ছবি রেটেড হয়ে যেতে পারে তাই পরে ছিলেন।



হু, সাহসী অভিনয়টা এখানেই। কি বুজলেন?



জ্বী, হিরোর সাহস ‘ফাঁপড়ে’, আর হিরোইনের সাহস ‘কাপড়ে’।



# Afnan

[email protected]



(পত্রিকায় টালিউডি সাহসী অভিনেত্রীগুলার সাহসী বর্ণনা আর নমুনা দেখি এই সব হাবি জাবি কিছু ডায়লগ মাথায় ঘুরতেছিলো, তাই মাথা থেকে এখানে বাইর করি দিলাম।)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.