নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আফনানের নিকেশ জগৎ.....।

আফনান আব্দুল্লাহ্

প্রত্যেকটা মানুষের জীবনের গল্প তার আঙ্গুলের ছাপের মতই ভিন্ন। দূর থেকে এক মনে হলেও যতই তার গভীরে যাবে কেউ ততই বৈচিত্রময় বিভিন্নতা পাবে। নিজের জীবনের গল্পে চরে বেড়ানো মানুষগুলো সবাই’ই যার যার জগতে বন্ধী। সহস্র বছর বাঁচতে পারলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আমি শুনতাম।নিজের দেখা জগৎ দেখা আদেখা মানুষদের জগতের সাথে গেঁথে নিতেই লিখি এবং আন্যের লিখা পড়ি। কেউ যদি মিথ্যুক বা ভন্ড না হয় তাহলে তার যে কোন ভিন্ন মতের কারন তার চার পাশের ভিন্ন জগৎ, ভিন্ন পরিবেশ, ভিন্ন শিক্ষা। তাই মানুষকে বুজতে হলে তার জগৎটাকে জানতে হবে, তার গল্পগুলো শুনতে হবে।আফনান আব্দুল্লাহ্

আফনান আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

ভারতিয় রঙতামাশার চ্যানেল গুলা আমাদের উপর বোধহয় মাদকের মত কাজ করতেছে!!

২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৪

আজকের ছুটির দিনে পত্রিকাগুলার প্রথম পাতা ভর্তি খবর গুলা হলো এমন



১. মুক্তিযোদ্ধা সনদ ছাড়াই চাকরি মেয়াদ বাড়লো পাঁচ অধ্যাপকের।

২. শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কুপিয়ে জখম করলো শিক্ষার্থী।

৩. টিভি উপস্থাপক মাওলানা ফারুকীকে গলা কেটে হত্যার সম্ভাব্য কারন।

৪. বাসায় ঢুকে গুলি করে তিন জনকে হত্যা।

৫. ঢাকা মেডিকেল থেকে নবজাতক শিশু চুরি এবং উদ্ধার ৬.নতুন নতুন এলকা বন্যা প্লাবিত

৭.ইবোলা ভাইরাসের বিস্তার ৮. স্কুলে গিয়ে রক্তাক্ত ছাত্র



টিভি চ্যানেল গুলাও একই জিনিষে ভর্তি।



এখন এই দেশে যদি ভারতের রঙ তামাশায় ভরা রঙীলা চ্যানেল গুলা বন্ধ হয় কোন কারনে, কোন ভাবে, মানুষতো সব বোধ হয় ভয়ে হিস্টিরিয়াগ্রস্থ হয়ে থাকবে। এই বুজি আসলো, এই বুজি মারলো!! শুধু ‘গেছিরে!’ ‘গেছিরে!’ করবে সারাক্ষণ! ভারতিয় রঙতামাশার চ্যানেল গুলা আমাদের উপর বোধহয় মাদকের মত কাজ করতেছে!! তাই টিভিতে পাশের বাসার খুনের খবরটা চেঞ্জ করে ভারতিয় ঝিলিকের বাচ্চা-কাচ্চার খবর নেয়ার মত মানসিকতা আমরা তৈরী করতে সক্ষম হয়েছি।



০৮২৯২০১৪

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫২

ডি মুন বলেছেন: হুম.... উদ্বেগজনক অবস্থা।

সংবাদ/খবর শব্দটাই এখন নেগেটিভ হয়ে হছে।

২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ২:২১

আফনান আব্দুল্লাহ্ বলেছেন: Hmmm

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.