নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আফনানের নিকেশ জগৎ.....।

আফনান আব্দুল্লাহ্

প্রত্যেকটা মানুষের জীবনের গল্প তার আঙ্গুলের ছাপের মতই ভিন্ন। দূর থেকে এক মনে হলেও যতই তার গভীরে যাবে কেউ ততই বৈচিত্রময় বিভিন্নতা পাবে। নিজের জীবনের গল্পে চরে বেড়ানো মানুষগুলো সবাই’ই যার যার জগতে বন্ধী। সহস্র বছর বাঁচতে পারলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আমি শুনতাম।নিজের দেখা জগৎ দেখা আদেখা মানুষদের জগতের সাথে গেঁথে নিতেই লিখি এবং আন্যের লিখা পড়ি। কেউ যদি মিথ্যুক বা ভন্ড না হয় তাহলে তার যে কোন ভিন্ন মতের কারন তার চার পাশের ভিন্ন জগৎ, ভিন্ন পরিবেশ, ভিন্ন শিক্ষা। তাই মানুষকে বুজতে হলে তার জগৎটাকে জানতে হবে, তার গল্পগুলো শুনতে হবে।আফনান আব্দুল্লাহ্

আফনান আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

পণ্য় ঐ পারের, বিপনন এই পারে।

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৪

ঐপারের জনৈক হার্মিত সিং, আকসার প্য়াটেলদের মত অলিগোলির 'খিলাড়ী'দেরকেও এদেশের নব প্রজন্মরা চিনতেছে ম্য়াগা স্টার হিসেবে। অথচ, নিজ দেশের জাতিয় দলে ডাক পাওয়া রনি তালুকদারের নাম শুনে ভুরু কুঁচকায়, -এইডা আবার কে বলে!' সেলুকাস্।

পণ্য় ঐ পারের, বিপনন এই পারে। কোটি কোটি টাকা খরচ করে আইপিএল সম্প্রচার করছে চ্য়ানেল নাইন। একই সময়ে চলা বিসিএল যেন চলছে দূর্গম তোরাবোরা পাহাড়ে। খবর পাওয়াই দূস্কর! লাইভ দেখাতো রুপ কথা।

আর আইপিএলও কি কেউ এই দেশের চ্য়ানেল নাইনে দেখছে? না, দেখছে ঐ পারের সনিতে।

আসলে, নিজের ল্য়াঞ্জার গোবর না ধুয়ে, অযথা দাদা বাবুদের ল্য়াঞ্জা ধরে টানাটানি না করাই বোধহয় ভালো।

০৪১০২০১৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.