নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রত্যেকটা মানুষের জীবনের গল্প তার আঙ্গুলের ছাপের মতই ভিন্ন। দূর থেকে এক মনে হলেও যতই তার গভীরে যাবে কেউ ততই বৈচিত্রময় বিভিন্নতা পাবে। নিজের জীবনের গল্পে চরে বেড়ানো মানুষগুলো সবাই’ই যার যার জগতে বন্ধী। সহস্র বছর বাঁচতে পারলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আমি শুনতাম।নিজের দেখা জগৎ দেখা আদেখা মানুষদের জগতের সাথে গেঁথে নিতেই লিখি এবং আন্যের লিখা পড়ি। কেউ যদি মিথ্যুক বা ভন্ড না হয় তাহলে তার যে কোন ভিন্ন মতের কারন তার চার পাশের ভিন্ন জগৎ, ভিন্ন পরিবেশ, ভিন্ন শিক্ষা। তাই মানুষকে বুজতে হলে তার জগৎটাকে জানতে হবে, তার গল্পগুলো শুনতে হবে।আফনান আব্দুল্লাহ্
শসা দেশিটা ৪০ টাকা কেজি অার বিদেশিটা ২০ টাকা। তরকারিওয়ালা মামায় বললো - 'মামা বুইজেন কিন্তু, শসা কিনবেন পাছা দেইখা।' ঠান্ডা মেরে গেলাম। ইফতারিতে শসা খাওয়ার জন্যে এই হোঁতকা লোকটার পাছা দেখতে হবে এখন এই দুপুর বেলায়! অামার মুখ দেখে বিস্তারিত বলার তাগাদা বোধ করলো সে। বললো-`মামা, শসার পাছা দেখবেন, শসার। বিদেশিটার পাছা হলুদ হয়, বুজলেন না!' দুদিন পরে অারেক সবজিওয়ালা জ্ঞান দিলো -"হলুদ হলো দেশি শসার নিচের রঙ, মামা বুইজেন।" শসারও যে উপর আর নিচ আছে সেটা বুজলাম।
.
মাছ বাজারে মাছওয়ালা হুবুহু একই চেহারার দুটা মাছের একটার দাম চাইলো ১৮০ টাকা কেজি, অারেকটা ৪৫০। এমন ক্যান? বলে এইটা চাষের ঐটা নদীর।
.
তরমুজওয়ালা বললো সবুজটা ৪০ অার কালোটা ৬০ টাকা কেজি। এখানেতো দুইটাই চাষের। তো? বলে স্বাদ আলাদা।
.
ডিমওয়ালা তার লাল ডিম ৮০ টাকা অার সাদাটা ৭৫ টাকা ডজন হাঁকালো! - কি পার্থক্য? বললো - একটা পোল্ট্রি অারেকটা ফার্মের। ফার্ম অার পোল্ট্রিতে কি তফাৎ তা অার জানলাম না!
.
লেয়ার মুরগীরও নাকি সাদাটার স্বাদ বেশি লালটা থেকে। তাই দামও বেশি। অথচ ছিলার পর কমোডে ফ্ল্যাশ করা পর্যন্ত অামি দুইটারে অার অালাদা করতে পারলাম না।
.
এই অাইডিয়া গুলা কি কর্পোরেট থেকে কাঁচা বাজারে অাসে নাকি কাঁচা বাজার থেকে কর্পোরেট জগতে যায়!
.
ক্লোজঅাপ কাছে অানে। আর কামড়া কামড়ির পরে কাজে দিবে পেপসোডেন্ট, মুখের জীবাণু দূর করতে। ফেয়ার এন্ড লাভলী মেয়েদের চামড়া সাদা করবে। অার ফেয়ার এন্ড হ্যান্ডসাম ছেলেদের মাসেল বিল্ড করে দিবে, এ্যাড দেখতে যা মনে হয় আরকি! ডিফারেন্টসিয়েশানের সুর আর তালতো সব বাজারিদেরই দেখি একই।
০৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৩
আফনান আব্দুল্লাহ্ বলেছেন: হুম। বাজারতো করতেই হয়। মাছ বাজারে যাওয়াটা চ্যালেঞ্জিঙ হয়ে যায় আরকি।
২| ২২ শে মে, ২০২০ রাত ২:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একই চাল দুই বস্তায় রেখে দোকানী বললো এটা ৫৫ টাকা কেজি
আর এটা ৬০ টাকা।
আমি বললাম এটা ৫৫ টাকায় হবেনা? দোকানী একটু ওজর আপত্তি
করে বললেন আপনি অনেক দিন আমার কাছ থেকে চাল ডাল কিনেন
আপনাকে দিলাম ৫ টাকা কমে।
পরিশেষেঃ দোকানীও খুশি, আমিও
দেকানী আমাকে ৫ টাকার সম্মান করেছে সে জন্য আমি খুশি
দোকানী আমাকে টুপি পরিয়েছে সে জন্য সেও খুশি!!
০৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৪
আফনান আব্দুল্লাহ্ বলেছেন: এসব ক্ষেত্রে যেটার দাম কম সেটা কেনাটাই সেইফ।
৩| ২২ শে মে, ২০২০ দুপুর ২:৫৯
নয়ন বিন বাহার বলেছেন: মাঝে মাঝে মেজাজ খুব খারাপ হয়। আর আমি প্রায়ই ঠকি।
০৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৫
আফনান আব্দুল্লাহ্ বলেছেন: না চিনলে, তারা যেটার দাম কম বলে, সেটা নেয়াই বুদ্ধিমানের কাজ। ঠকবেন না তাহলে।
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০২০ রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: বাজার সদাই ভালোই করেন মনে হচ্ছে। আপনার ধারনা আ্ছে।