নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আফনানের নিকেশ জগৎ.....।

আফনান আব্দুল্লাহ্

প্রত্যেকটা মানুষের জীবনের গল্প তার আঙ্গুলের ছাপের মতই ভিন্ন। দূর থেকে এক মনে হলেও যতই তার গভীরে যাবে কেউ ততই বৈচিত্রময় বিভিন্নতা পাবে। নিজের জীবনের গল্পে চরে বেড়ানো মানুষগুলো সবাই’ই যার যার জগতে বন্ধী। সহস্র বছর বাঁচতে পারলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আমি শুনতাম।নিজের দেখা জগৎ দেখা আদেখা মানুষদের জগতের সাথে গেঁথে নিতেই লিখি এবং আন্যের লিখা পড়ি। কেউ যদি মিথ্যুক বা ভন্ড না হয় তাহলে তার যে কোন ভিন্ন মতের কারন তার চার পাশের ভিন্ন জগৎ, ভিন্ন পরিবেশ, ভিন্ন শিক্ষা। তাই মানুষকে বুজতে হলে তার জগৎটাকে জানতে হবে, তার গল্পগুলো শুনতে হবে।আফনান আব্দুল্লাহ্

আফনান আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

জম্বিল্যান্ড!

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩১

জম্বিল্যান্ডে সব মানুষই যদি কামড় খেয়ে জম্বি হয়ে যায় তখন কি হয়! খানা খাদ্যের অভাবে জম্বিদেরই বিলুপ্ত হয়ে যাবার কথা না তখন!
.
তো জম্বিরা বুদ্ধিমান হলে নিজেদের টিকিয়ে রাখতে কি করবে? জ্বি, তারা মানুষ চাষ করবে। কামড়ে বীজ দিয়ে দিয়ে সব মানুষকে তারা জম্বি বানাবে না। বরং ধরে ধরে রক্ত চুষে, ছোবড়া বানিয়ে ছেড়ে দিবে। যারা যারা বিষাক্ত বীজ শরীরে নিয় রক্ত চোষা জম্বি হতে পারবে তারা হবে এলিট। সাধারন মানুষ এলিট শ্রেনীতে ঢুকতে লবিঙ করবে, লাইন দিবে বিভিন্ন পাতি জম্বিদের পিছে।
.
সব্বাই রক্ত চুষতে চায়। কিন্তু সবাই জম্বি হওয়ার ছাড়পত্র পাবে না। কারন সবাই জম্বি হলে প্রাকৃতিক ভাবেই জম্বিরা বিলুপ্ত হয়ে যাবে। বুদ্ধিমান জম্বিরা বিলুপ্ত হতে চাইবে না।
.
#Afnan_Abdullah

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৫

নয়ন বড়ুয়া বলেছেন: বুদ্ধিমান জম্বিরা বিলুপ্ত হতে চাই না, চাইবেও না...

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৬

আফনান আব্দুল্লাহ্ বলেছেন: আর টিকে থাকতে তারা মানুষ আবাদ করে যাবে।

২| ১০ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৮

বিজন রয় বলেছেন: জম্বি কারা, কোথায় থাকে?

৩| ১০ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: ''ট্রেন টু বুশান'' মুভিটা নিশ্চয়ই দেখেছেন।

৪| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৪৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: জম্বি জিনিসটার ব্যাপারে কেন যেন কখনও আগ্রহ আসে না। এত এত জনপ্রিয় মুভি সিরিজ জম্বি নিয়ে, তাও কেন যেন দেখতে ইচ্ছা করে নি।

জম্বিদের বেঁচে থাকার জন্য কি মানুষের রক্ত না মানুষ প্রয়োজন?

৫| ১৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০১

সাহাদাত উদরাজী বলেছেন: হবে একদিন, অপেক্ষা করেন।

৬| ১৬ ই মার্চ, ২০২৪ রাত ১:২৯

আফনান আব্দুল্লাহ্ বলেছেন: হ্যাঁ। চমৎকার একটা মুভি।

৭| ১৬ ই মার্চ, ২০২৪ রাত ১:৩০

আফনান আব্দুল্লাহ্ বলেছেন: মানুষ প্রয়োজন মূলত। রক্ত খাওয়ার সময় নতুন মানুষটার শরীরে জম্বীর বীজ ঢুকে সেই মানুষটাও জম্বিতে রুপান্তর হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.