নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আফনানের নিকেশ জগৎ.....।

আফনান আব্দুল্লাহ্

প্রত্যেকটা মানুষের জীবনের গল্প তার আঙ্গুলের ছাপের মতই ভিন্ন। দূর থেকে এক মনে হলেও যতই তার গভীরে যাবে কেউ ততই বৈচিত্রময় বিভিন্নতা পাবে। নিজের জীবনের গল্পে চরে বেড়ানো মানুষগুলো সবাই’ই যার যার জগতে বন্ধী। সহস্র বছর বাঁচতে পারলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আমি শুনতাম।নিজের দেখা জগৎ দেখা আদেখা মানুষদের জগতের সাথে গেঁথে নিতেই লিখি এবং আন্যের লিখা পড়ি। কেউ যদি মিথ্যুক বা ভন্ড না হয় তাহলে তার যে কোন ভিন্ন মতের কারন তার চার পাশের ভিন্ন জগৎ, ভিন্ন পরিবেশ, ভিন্ন শিক্ষা। তাই মানুষকে বুজতে হলে তার জগৎটাকে জানতে হবে, তার গল্পগুলো শুনতে হবে।আফনান আব্দুল্লাহ্

আফনান আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

আসছে দিনের বীণ: আওয়ামী লীগ কোন পথে ফিরতে পারে!

১০ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩২

সব পাপ চেয়ার পারসন শেখ হাসিনা হাজরে আসওয়াদ এর মত চুষে নিয়ে পুর দলকে নতুন কোন নেতৃত্বের হাতে ছেড়ে দিতে পারেন। সাইড বেঞ্চে থাকা সোহেল তাজদের মত কেউ হাল ধরবেন। সকল চেতনাকে ফাইন টিউন করে নব প্রজন্মের দৃষ্টি আকর্ষন করতে পারেন তারা। গরীব আর অদক্ষ শ্রম নির্ভর দেশের সরকার গুলো ছোট বড় ঝামেলায় পরবেই। তাই একটা কি দুই টা নির্বাচন বিরতিতেই আবার ক্ষমতায় ফিরতে পারবে নতুন রক্তের বিশুদ্ধ দল নিয়ে। যারা বুঝাবে যে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক না। আওয়ামী লীগ অনেক পুরাতন আর পরিবারতন্ত্রের বাইরে অনেক বড় একটা দল।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের সমাবেশ। প্রথম আলো, ১০ আগস্ট ২০২৪।

আবার খুব সরল পথে ফিরতে পারে। গন হত্যা থেকে শুরু করে সকল পাপ অস্বীকার করে প্রায় হুবুহু একই নেতৃত্বই চোরা গুপ্তা হামলা করতে করতে ক্ষমতায় ফেরার চেষ্টা চালাতে পারে। এক্ষেত্রে সংখ্যালঘু হবে বড় ঘুটি যেটা তারা তড়িৎ গতিতে চেলে ফেলেছে। হাতে আছে দেশি আর ভারতিয় মিডিয়া। সাথে এক পাল অনুগত অনলাইন প্রপাগান্ডা যোদ্ধা। মানুষের চাঁদার টাকায় পেলেপুষে রাখা বিরাট রামদা চা-পাতি বাহিনীও অসম্ভব দ্রুততার সাথে ঘুরে দাঁড়িয়েছে মধ্যরাতের ডাকাতির মাধ্যমে। বলাহয়, এই মিলিশিয়াদেরই একটা বড় অংশের নিয়োগ ছিলো পুলিশে। ওরাও যদি কোন শুদ্ধিকরন ছাড়াই হুবুহু একই ভাবে ফেরত আসে তাহলে ফিল্ড রেডিই থাকবে।
আইন-শৃঙ্খলার এই ট্রানজিশানে বড় দুর্ভাগ্যে যদি ঘটে বসে কোন জঙ্গি হামলা, মুসলিমদের অজস্র উপদলের মাঝে কিলাকিলি, চান্দা খোর মিলিশিয়াদের চুরি ডাকাতি, সাথে কোন প্রাকৃতিক দূর্যোগ! তাহলেই তাদের পোয়াবারো। এমন যে কোন ক্রান্তিকালেই বিতাড়িত সরকারের খুনি আর চাটুকারের বহর রাস্তা দখল করে বসতে পারে। আর সামনের নির্বাচনে যদি তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি জিতে বসে সেটা আওয়ামী লীগকে আরো কনফিডেন্স দিবে নিজেদের প্রায় একই নেতৃত্ব ধরে রাখতে।

১৯৯৬ এর এক তরফা নির্বচনের পর ব্যাপক আন্দোলনে ক্ষমতা ছাড়তে হয় বেগম জিয়াকে। ২০০১ এ তবু একই নেতৃত্বে বিপুল ভোটে আবার ক্ষমতায় বসে খালেদা জীয়ার বিএনপি। কারন মাঝের পাঁচ বছর ছিলো আওয়ামী লীগের বিপুল ডাকাতি আর সন্ত্রাসের বছর। তাই মানুষের হাতে বিকল্প ছিলো শুধুই বিএনপি। ২০০৭ এ তারা আবারও ১৯৯৬ এর পথে হাঁটতে যায়। আবারো তীব্র আন্দোলনে সরতে হয় তাদের। ঐ সময়ের বিপুল দুর্নীতি আর একুশে আগষ্টের দায় কাঁধে নিয়ে পালাতে হয় তাদের নব্য নেতা তারেক জিয়াকে। এর কোন কিছুরই দায় স্বীকার বা দলীয় কোন সংস্কার ছাড়াই প্রায় একই নেতৃত্বে সামনের নির্বাচনের ক্যাম্পেইনে আসছে ঐ একই বিএনপি। যথারীতি, তাদের এক মাত্র পুঁজি সেটাই যেটা শেখ হাসিনা আর তার অনুচরদের মুখে মুখে ছিলো- "বিকল্প কি? বিকল্প দেখান!" ষোল বছরের আওয়ামী খুন, গুম, চুরি, চান্দা, ডাকাতি, আর স্বাধীন দেশে প্রথম বারের মত এমন নৃশংস গনহত্যা করার পরে পলাতক শেখ হাসিনার বিকল্প হিসেবে বিএনপি তাদের ২০০৭ এর পলাতক তারেক জিয়াকেই সামনে এনেছে। বিএনপি এর এই ক্যাম্পেইন সফল হলে, এরই পরম্পরায় আওয়ামী লীগও তাদের চোর চোট্টা আর খুনে নেতৃত্বের বিকল্প খুঁজার গরজ না ও দেখাতে পারে। কোন অপারাধেরই দায় না নিয়েই আবার সরকার গঠনের আশা করতেই পারে। দেশ বিদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকে তাদের বিপুল সংখ্যক গোলাম আর চাটুকারের দল তখনও তুলনা মূলক চিত্র দিয়ে বলে বেড়াবে বিকল্প কি দেখান?

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৬

আদিত্য ০১ বলেছেন: এই আন্দোলনটা যে একটা বিশাল ইঞ্জিনিয়ারিং করা আর কারা এইটা প্রিপ্ল্যান্ড করেছে, সেটা আপনি গভীরভাবে এনালাইসিস করলেই বুঝবেন, নির্বুদ্ধিতার কারনে শেখ হাসিনা শিক্ষা হওয়া দরকার ছিলো, সে ভাল শাসক হওয়ার সুযোগ পেয়েছিলো কিন্তু হইনি, আওয়ামীলীগকে জনতার দল থেকে বানাইছিলো চোর আর লাঠিয়ালের দল।

তবে আওয়ামীলীগ ফিরবে অবশ্যই, সময় লাগবে, ভালো কিছু নিয়ে ফিরবে, আওয়ামীলীগের ওপর এইসব ঝড় অনেক বয়ে গেছে

১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৩১

আফনান আব্দুল্লাহ্ বলেছেন: বাচ্চা কাচ্চার উপর নৃসংশ ভাবে গুলি চালালে তাদের আর ক্ষমতায় থাকার অধিকার থাকে না। দলটা ভুল যত বুঝতে পারবে, কারো উপর দায় দিয়ে ব্যাখ্যা দিবে, পরিবর্তন আনবে নেতৃত্বে, তত তাদের আবার মানুষের মাঝে ফেরার সম্ভাবনা তৈরী হবে। সব সরকারই কোন না কোন ঘটনায় বিপদে পরবে। তাদের জন্যেও সুযোগ তৈরী হবে।

২| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মোটামুটি সবাই তো পদত্যাগ করলো ।
এখন রাষ্ট্রপতি বাকি।
এবার রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করা যেতে পারে।

অবাঞ্চিত যে কোন লোম শেভ করে ফেলাই উত্তম।
বাংলাদেশে বর্তমানে দাড়ি রাখাটা একটা ফ্যাশন।
পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে সম্ভব হলে মেয়েরাও দাড়ি রাখতো।

৩| ১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৩৯

আলামিন১০৪ বলেছেন: বিডিআরের মতো আওয়ামী লিগ নাম পরিবর্তন করে নাকে খত দিয়ে সোহল তাজ-আন্দালিবরা মাঠে নামলে ২০-৩০ টা আসন পাইলেও পাইতে পারে। হাসিনা দেশে আসলে, ফাসি-কাষ্ঠে মৃত্যু অবধারিত-

১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২৫

আফনান আব্দুল্লাহ্ বলেছেন: ভুল স্বীকার আর নাকে খত দেওয়ার ইচ্ছা আছে কিনা সেটাই দেখার বিষয়। ভুলমনা মানুষের উপর ভর করে এই দেশে কেউই তো ভুল স্বীকার করতে চায়না।

৪| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৫৬

নয়া পাঠক বলেছেন: আমরা যারা সাধারণ জনগণ যারা রাজনীতি মাইরপ্যাচ বুঝে না, হিংসা-দ্বেষ ভুলে একটু শান্তিতে থাকতে চাই তাদের জন্য কি এই দুই পরিবারের বাইরে আমরা বের হতে পারবো না। বের হওয়ার তো কোন ইচ্ছা ছিল না, কিন্তু গত ৯৬-২৪ এর অতীত ইতিহাস আমাদের বাধ্য করছে বিকল্প কিছু চিন্তা করার। মনে রাখবেন লুটেরা, পরিবারতন্ত্র এ দেশে চলবে না, সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ হওয়া উচিত। দেশ বর্তমানে সে দিকেই যাচ্ছে। যদি, সন্ত্রসী, নব্য-রাজাকার, আর তাদের দোসরদের দ্রুত শক্ত হাতে আমরা প্রতিহত করতে পারি, তবেই এটা সম্ভব।

১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২৩

আফনান আব্দুল্লাহ্ বলেছেন: পরিবার তন্ত্রের বাইরে যাওয়ার এটাই মোক্ষম সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.