![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রত্যেকটা মানুষের জীবনের গল্প তার আঙ্গুলের ছাপের মতই ভিন্ন। দূর থেকে এক মনে হলেও যতই তার গভীরে যাবে কেউ ততই বৈচিত্রময় বিভিন্নতা পাবে। নিজের জীবনের গল্পে চরে বেড়ানো মানুষগুলো সবাই’ই যার যার জগতে বন্ধী। সহস্র বছর বাঁচতে পারলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আমি শুনতাম।নিজের দেখা জগৎ দেখা আদেখা মানুষদের জগতের সাথে গেঁথে নিতেই লিখি এবং আন্যের লিখা পড়ি। কেউ যদি মিথ্যুক বা ভন্ড না হয় তাহলে তার যে কোন ভিন্ন মতের কারন তার চার পাশের ভিন্ন জগৎ, ভিন্ন পরিবেশ, ভিন্ন শিক্ষা। তাই মানুষকে বুজতে হলে তার জগৎটাকে জানতে হবে, তার গল্পগুলো শুনতে হবে।আফনান আব্দুল্লাহ্
প্রাইভেটের ছেলে-মেয়েরাও রাজনীতিতে সচেতন হয়েছে বিরাট আকারে, এটা বোঝা গেল স্পষ্ট। স্রেফ একটা সফল আন্দোলন করেই তারা ঘরে ঢুকতে চাচ্ছে না। দেশের সংস্কার কাজেও থাকতে চায় পুরোপুরি। রাষ্ট্রক্ষমতায় বসে যে কেউ যে তাদের শ্বাস নেওয়ার জায়গাটাও বিষাক্ত করে দিতে পারে, সেটা গত ১৬ বছরে তাদেরও টনক নাড়িয়েছে।
.
দ্বিতীয়ত, একটা আনকোরা, অনিশ্চিত ভবিষ্যতের রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য তাদের যে হানাহানি, সেটা বিস্ময়কর। এই দলটার এখনো দখলে নেই কোনো কাঁচাবাজার আর টেম্পু স্ট্যান্ড এর চান্দা বাজার, নেই কোন খাম্বার কমিশন। আছে বরং সদ্য ধাওয়া খেয়ে পালানো ফ্যাসিস্ট গোষ্ঠীর গুপ্ত হামলা, আর বাজার দখলে ব্যস্ত বাকি পুরনো দলগুলোর চোখ রাঙানির ভয়। এমন নয়া দলের নয়া পদের জন্য এমন আকাঙ্ক্ষা আশাজাগানিয়া।
.
সমস্যা হচ্ছে, তারা এই আশা-আকাঙ্ক্ষার প্রকাশ করেছে পুরোপুরি দেশীয় ঐতিহ্য মেনেই।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: এভাবে সব খারাপ লাগা ঘটনার ভালো দিক আবিস্কার করতে পারলে ভালো হতো।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৯
কামাল১৮ বলেছেন: যুবকরা রাজনীতিতে আসছে এটা ভাল খবর।খারাপের সাথে ভালোরাও আসবে। কালক্রমে ভালোরা খারাপ থেকে আলাদা হয়ে যারে।এটাই প্রকৃতির নিয়ম।ভালো আর খারাপ এক সাথে থাকতে পারে না।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৮
আফনান আব্দুল্লাহ্ বলেছেন: সময়ের পরিক্ষাতেই বের হয়ে আসবে কে কতটা উৎরাতে পারে। আর কে কতটা খারাপ হতে পারে। তবে সামনে তাদের কঠিন সময় অপেক্ষা করতেছে। শুরুর এই মনোমালিন্য কিছুই না।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০০
ধুলোপরা চিঠি বলেছেন:
এরা নতুন কিছু নয়, এগুলো পরিচিত নেকড়ে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১২
আফনান আব্দুল্লাহ্ বলেছেন: প্রাইভেট এর ছাত্ররাতো গড়পরতা রাজনীতির জগতে নতুন।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:১৮
নিমো বলেছেন: লেখক বলেছেন: প্রাইভেট এর ছাত্ররাতো গড়পরতা রাজনীতির জগতে নতুন।
নেকড়েদের টিকে থাকার জন্যতো ভেড়ার পালের প্রয়োজন।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:২১
ধুলোপরা চিঠি বলেছেন:
লেখক বলেছেন: প্রাইভেট এর ছাত্ররাতো গড়পরতা রাজনীতির জগতে নতুন।
-প্রাইভেটে পড়ালেখা হয় না, ওগুলো ডাকাতদের ক্লাব।
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:১৮
ধুলোপরা চিঠি বলেছেন:
এই নতুনরা নতুন নয়, এরা আমাদের জাতিকে গাজায় পরিণত করবে।
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:০৫
রাসেল বলেছেন: সবাই নতুনদের খারাপ দিক তুলে ধরেন। পুরোনোদের মধ্যেও ভালো কিছু দেখিনি।
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
টাকার গন্ধ বড় চমৎকার।
২৯ মিলিয়ন তো।
১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: এই বঙ্গ দেশে যারাই রাজনীতিতে নামবে তাদের কপালেই দুঃখ আছে।
১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫২
হাসান কালবৈশাখী বলেছেন:
ছাত্রদের লেখাপড়া কোথায়?
জুলাইয়ে এদের ৯ দফার অন্যতম দফা ছিল ছাত্র রাজনীতি চাই না।
সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি বন্ধ চাই।
১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অটো পাস দিলে আর প্রশ্ন ফাঁস করার কী দরকার।
১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১৩
ধুলোপরা চিঠি বলেছেন:
ফাঁসকরা প্রশ্নপত্র কেনার দরকার হবে না, বাঁচা গেলো!