![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিচ্ছি কাল থেইক্কা দুই জগতের কথা শুইন্না জাইন্না বড় হইছি । ইহজগত আর পরজগত । কিন্তু এখন জানি জগত ৩ টা । ইহজগত আর পরজগত এর মইধ্যে আছে আরেক খান জগত – ভার্চুয়াল জগত । এই জগতে সবিই আছে রাজনীতি , সমাজনীতি , ধর্মনীতি, প্রেমনীতি ইত্যাদি ইত্যাদি নীতি ...। এইখানে বহুত ব্রথেলও (চটি পেইজ) আছে এইটা কইতে ভুইলা গ্যাছি।
রাজনৈতিক মারামারি তো মাসাল্লা ইহজগতরেও ছাড়াইয়া গ্যাছেগা । সমাজনীতিও কোন অংশে পিছাইয়া নাই , এখানেও সমাজের ভয়ে লুকাইয়া প্রেম করতে হয় , সাহস কইরা স্বনামে এইটা কইতে পারা যায় না যে “ আমি তুমারে ভালুবাসি “ বা “ অমুকরে ভালুবাসি” । এই প্রেমিক প্রেমিকাদের এর লাইগাও ব্যাবস্থা হইছে ক্রাশ কনফেশনের।
তবে ভার্চুয়াল জগতের সবচেয়ে ভালো দিক ছাগু সাইজ করা । ইহজগতে আমরা ছাগু সাইজ করতে করতে কাহিল... ভার্চুয়াল জগতেও একই অবস্থা । ছাগু বিরোধী যুদ্ধ চলতেছে... চলবে, যতদিন ছাগু থাকবে...।
ইহজগতের প্রভাব যেমন ভার্চুয়াল জগতে পড়ে তেমনি ভার্চুয়াল জগতের প্রভাবও ইহজগতে পড়ে এর প্রমান থাবা বাবার মৃত্যু । হেফাজতের লম্পঝম্প ... ব্লগার গ্রেপ্তার... । ভার্চুয়াল জগতের প্রভাব তো কিছু মানুষের জীবনে দারুন ভাবে আছে, কিংবা বলা যায় এটাই তাদের আসল জগত । এখানেই তারা তাদের দ্বিতীয় জীবন যাপন করে । অনেকেই এখানে বইসাই দেশ উদ্ধার করি। কোন ঘটনা দুর্ঘটনা ঘটলে এইখানে বইসাই আহা উহু কইরা নিজের দায়িত্ব শেষ করি...
এই ভার্চুয়াল জগতে ডাক্তার, ইঞ্জিনিয়ার , নায়ক, নায়িকা, গায়ক , গবেষক, কবি লেখক, নেতা, ব্যবসায়ী , ধর্মীয় গুরু ইত্যাদি ইত্যাদি সব পেশার লোকই আছে কিন্তু কোন কাজী আছে কিনা জানি না, কেউ জানলে দয়া কইরা আমারে লিঙ্ক দিয়েন ... ।
এইগুলা সব ভূমিকা এইবার আসল কথায় আসি ... আমি মোটামুটি সন্ন্যাসী জীবন যাপন করার চেষ্টা করি , যেই টুকু প্রসাধন না করলে সমাজচুত্য হইতে হবে সে টুকু প্রসাধন করি। টিভি, ফ্যান আর একটা লেপির ভোগ বিলাস করি ... এখন কথা হইল আমি এই ভার্চুয়াল জগতের কর্মকাণ্ডে মুগ্ধ । আমি ঠিক করছি ভার্চুয়ালই একটা বিয়া কইরা ঘর সংসার করমু , তাই আগেই কাজী খুঁজতাছি ... পরে পাত্র খোঁজার সময়ও আপনাদের জানামু, না জানাইয়া কিছুই করমু না ভার্চুয়াল সামাজিকতা বইলা একটা কথা আছে না ! আরেকটা কথা, কোন ধর্মীয় গ্রন্থে কি এই ভার্চুয়াল জগত নিয়া কিছু কওয়া আছে? ইহজগত আর পরজগত নিয়া তো কওয়া আছে জানি। কেউ জানলে জানাইয়েন।
২৪ শে মে, ২০১৩ রাত ১:২৬
আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ
২| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:০২
তামিম ইবনে আমান বলেছেন: পেলাস। সাগর ভাই পেলাস দেয় নাই :
২৯ শে মে, ২০১৩ রাত ১:১৭
আফ্রি আয়েশা বলেছেন: সাগর ভাই না দিক , আপনি দিছেন তাতেই চলবো । ধন্যবাদ।
৩| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:৫৩
বাংলার হাসান বলেছেন: আমি তুমারে ভালুবাসি “ বা “ অমুকরে ভালুবাসি” । এই প্রেমিক প্রেমিকাদের এর লাইগাও ব্যাবস্থা হইছে ক্রাশ কনফেশনের।
০৩ রা জুন, ২০১৩ রাত ২:৫৫
আফ্রি আয়েশা বলেছেন: হুম সব ব্যবস্থা আছে ধন্যবাদ লেখাটি পরেছেন ।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
রাইসুল সাগর বলেছেন: লিখাটা ভালো হইছে।