নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শুধু আমিই হয়ে রবো...

কিছু বলার নেই। আমি যা আমি তা অর্থাৎ যাতা. . .

আফ্রি আয়েশা

অপেক্ষা...

আফ্রি আয়েশা › বিস্তারিত পোস্টঃ

কৃতজ্ঞতা প্রকাশ

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

আমাকে জেনেরাল করা হয়েছে এই কৃতিত্ব অবশ্যই আশরাফুল ইসলাম দূর্জয় এর । আপনাকে ধন্যবাদ দিবো না । কারো কারো কাছে ঋণী থাকতে ভালো লাগে ... কেননা “ধন্যবাদ “ বলে দিলেই আসলে কৃতজ্ঞতার সঠিক পরিমান প্রকাশিত হবে না ...

বেকার সব ০০৭ আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার জন্যে শুভকামনা ।

আমার সকল শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা । এবং মডুদের অবশ্যই ধন্যবাদ ।

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কৃতজ্ঞতার কিছু না।
আপনার এতো দীর্ঘ সময় (প্রায় দেড় বছর) ওয়াচে থাকাটা শুনতেই কেমন যন্ত্রনার। সাতদিন কখনোই দেড় বছরে যায় না। কি আর করা! সব মড়ুরা ভালো জানেন।

এতদিন বাদে জেনারেল, অন্তত অন্যদের পোস্টে মন্তব্য করার সুযোগ পেয়েছেন, এটা অবশ্যই ভালো। সেফ হবেন শীঘ্রই, আশা থাকলো।

হ্যাপি ব্লগিং!

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

আফ্রি আয়েশা বলেছেন: শুভকামনা জানবেন :)

২| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

ডট কম ০০৯ বলেছেন: জেনারেল আপা

আমাগো খাওন কই?এইখুশিতে খাইতাম চাই।

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

আফ্রি আয়েশা বলেছেন: অবশ্যই খাইবেন, কবে কোথায় খাইবেন বলেন :)

৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

মাহবু১৫৪ বলেছেন: শুভেচ্ছা আপনাকে এত দেরিতে হলেও জেনারেল হয়েছেন

আশা করি মডুরা আপনাকে শীঘ্রই সেইফ বক্সে এন্টার করাবেন :)


ভাল থাকবেন

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

আফ্রি আয়েশা বলেছেন: আশা করছি :)
শুভকামনা জানবেন ।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

ডট কম ০০৯ বলেছেন: ডিয়ার মডু আমাদের এই জেনারেল আপারে সেইফ বানায়ে দেন।

আমরা একটা ট্রিট পামু।

আমাদের এই জেনারেল আপা অনেক ভাল। সে কখনো কোন দিন এমন কি স্বপ্নেও সামুবিরোধী কোন কর্ম কান্ডে লিপ্ত ছিল না।আর কোন দিন হবেন বলেও আশা করি না।

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

আফ্রি আয়েশা বলেছেন: মিষ্টি খাওয়ার লাগি এতো কস্ট কইরা এতো কথা কইলেন , সার্টিফিকেট ও দিয়া দিলেন !!! মিষ্টি অবশ্যই হবে . . . সেফ হইলে :প

৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিনন্দন!!!

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ :)

৬| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

ভারসাম্য বলেছেন: অভিনন্দন!

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৬

আফ্রি আয়েশা বলেছেন: থেংকু থেংকু :)
আর দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য অনেক গুলা স্যরি :)

৭| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা আপনাকে এত দেরিতে হলেও জেনারেল হয়েছেন

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৪

আফ্রি আয়েশা বলেছেন: :) আপনাকেও অনেক ধন্যবাদ।
আশা করি সবসময় এই শুভেচ্ছাটুকু পাবো :)

৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুস্বাগতম।হ্যাপি ব্লগিং :)

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৫

আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৯| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

ইখতামিন বলেছেন:
আমি কিছু চাইবোনা.. :P

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৭

আফ্রি আয়েশা বলেছেন: কেন গো ?!!!
তোমার কি চাইতে মানা ? :P ;) :)

১০| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৯

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা! ব্লগিং আনন্দময় হোক!

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৮

আফ্রি আয়েশা বলেছেন: ধন্যবাদ :)
আশা করি আনন্দময়ই হবে যদি আপনারা পাশে থাকেন :)

১১| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৬

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: হ্যাপ্পি ব্লগিং B-) B-) B-)

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৯

আফ্রি আয়েশা বলেছেন: থেংকু থেংকু B-) B-) B-)

১২| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জেনারেল মোবারক :)

মডুদের দেরীতে হলেও ঘুম ভেঙ্গেছে দেখে ভালো লাগছে। আশাকরি শীঘ্রই আপনাকে সেফ করা হবে।

এইবার কবিতা পোষ্টানো শুরু করেন নতুন উদ্যমে :)

শুভকামনা রইল :)

ও হ্যাঁ, ডট কম ভাইয়ের মতো মিষ্টি খেতে চাই B-)

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৩

আফ্রি আয়েশা বলেছেন: হুম অনেক কষ্টে জাগাতে হইছে :(

তারাতারি খেয়ে ফেলেন :) আমার নামেও দুইটা খেয়ে নিয়েন ;)


১৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮

অন্ধকার ছায়াপথ বলেছেন: হ্যাপ্পি ব্লগিং ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৪

আফ্রি আয়েশা বলেছেন: ;) ;) ;) থেংকু থেংকু

১৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

অভিনন্দন।


শুভ ব্লগিং।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৯

আফ্রি আয়েশা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। সেই সাথে দুঃখিত দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য।
আপনারা পাশে থাকলে ব্লগিংতো শুভ হবেই :)

১৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬

পিনিকবাজ বলেছেন: শুভেচ্ছা
অবশেষে আসছো :)

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০১

আফ্রি আয়েশা বলেছেন: হুম। আসলামতো :)
তবে পিনিক নিমুনা কিন্তু :P B-)

১৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০০

বাংলার হাসান বলেছেন: খাওন কই?

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৮

আফ্রি আয়েশা বলেছেন: খাওন কই ???
আরেহ !!! আমারতো আসলেই ক্ষুদা লাগছে !!! তারাতারি খাওন নিয়ে আসেন ;) :)

১৭| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩২

বেকার সব ০০৭ বলেছেন: আপনাকে জেনারেল দেখে খুব খুশি হলাম। হ্যাপ্পি ব্লগিং!অভিনন্দন আপনাকে। নেন আমার তরফ থেকে মিষ্টি

খান

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৪

আফ্রি আয়েশা বলেছেন: :) আপনার কমেন্টস পেয়ে আমিও খুশি হলাম। আর রসমালাই পেয়েতো মহা খুশি :)
ইয়াম্মি ইয়াম্মি
অন্নেক ধন্যবাদ :)

১৮| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৫

বেকার সব ০০৭ বলেছেন: আর হে এখানে হাজিরা দিয়ে আসেন মানে একটা মন্তব্য করে আসুন

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৫

আফ্রি আয়েশা বলেছেন: হাজিরা দিতে গিয়েতো কিছু পেলামনা!! :(

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০০

আফ্রি আয়েশা বলেছেন: সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি করে রিপ্লাই দেওয়ার জন্যে :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.