![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেই ক্রশে বিদ্ধ হবো নিজেই বইছি সেই কাঠ
তবু এই বেদনা বহনে এক আনন্দ বিরাজ করে।
পাপড়ীদলের সাথে ঝরে যেতে যেতে
ক্রমশই মিহি হয়ে শূন্যে মিলায় যে গান,
মানুষ নয়, ভ্রমরের কান তাও বুঝে নিতে পারে।
এই যে, ক্রশকাঠে বিদ্ধ হয়ে বেদনায় বিকশিত ফুল,
সকলেই নয়, শুধু ভ্রমরেরা পায় তার রঙের সন্ধান।
২৬.০৯.১৪
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
কলমের কালি শেষ বলেছেন: অনুকাব্য ভাল লাগল ।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১১
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন ।
ভালো থাকবেন
৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০০
তরুক মকতো বলেছেন: ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৭
ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভ্রমর কারা?
ক্রুশকাঠ কি?