![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসন্ন বর্ষায় আমার নানাবাড়ি ময়মনসিংহের নান্দাইলে
চপই মেরেঙ্গা গ্রামে একজন গফুর ও আমিনা
নামহীন এক মহেশকে নিয়ে ঘোরতর বিপদে পড়বে।
আসন্ন বর্ষায় কিশোরগঞ্জের নীলগঞ্জে এক দরিদ্র পাড়ায়
একজন কুবেরের সংসারে পড়বে ভাতের টানাটানি
মালা ও গোপীদের জীবনে আরো দুর্ঘট বাড়বে।
কিন্তু এইসব কথা কবিতা বা গদ্যে আমরা লিখবো না।
আমরা বরং করবো মোহনীয় রহস্য রচনা;
করবো খামখেয়াল।
কপিলার কথা টেনে এনে পাঠকের দিকে
প্রশ্ন ছুঁড়ে দিয়ে আমি লিখবো: এমন ঘোর বৃষ্টির দিনে
‘পাখির নীড়ের মতন চোখ তুলে’ কপিলা যদি বলেন
‘আমারে নিবা মাঝি লগে’ আপনি তবে কী করবেন
হে বিবাহিত কপোর্রেট কুবের?
অথবা আমি হয়তো লিখবো: ‘আজি ঝর ঝর
মুখর বাদল দিনে’ সুরঞ্জনা, আমাকে ছেড়ে
‘কী কথা তাহার সাথে’? ‘তার সাথে’!
অথবা উদ্ধৃতি চিহ্নের ধার না ধেরেই স্ট্যাটাসে লিখবো:
‘যে যার ভূমিতে দূরে দূরে
চিরকাল থেকে ভাবে মিলনের শ্বাসরোধী কথা’।
অথবা লিখবো: আষাঢ়ী পূর্ণিমার টানে
এবার হাওরে যাবো। ঘোরলাগা আলোর নিচে
ট্রলারের ছাদে কাটাবো পাগল রাত্রি।
চারিদিক থাকবে শুনশান। তারই মধ্যে
ঘুঘুর ডাকের মতন বেজে যাবে
নেশাতুর বাঁশি। ট্রলারে, হেঁসেলের ফ্রিজে
পড়ে থাকবে রেড ওয়াইনের বোতল,
আমি তা ছুঁয়েও দেখবো না;
তবু প্রাণ ভেসে যাবে মদীরায়।
ঘোরলাগা আলোয় আমার মনে হবে,
চাঁদের বুকে একটা হুক দেখা যাচ্ছে।
সেই হুকে আমি ঝুলে যাবো পরম সুন্দর;
তবে কিনা, ঝুলে যাবার ঠিক মুহূর্ত আগে
আমার চোখে অকস্মাৎ ভেসে উঠবে
তোমার কণ্ঠার কাছে জাগ্রত প্রিয় তিল।
তখন অকারণেই মন বলবে,
যতই তুমি বিবাহিত হও না কেন
আমার তিরোধানের পর থেকে সকল পূর্ণিমায়
আমৃত্যু তুমি ইন্দ্রানী সেনের গলায় শুনবে:
‘আমারে যে জাগতে হবে
কী জানি সে আসবে কবে
যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে।
আজ জোৎস্না রাতে সবাই গেছে বনে’।
২৮.০২.১৮
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪২
আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪
বিলিয়ার রহমান বলেছেন: কারো কারে লেখা তবে
কবিতাটি কেবল আপনারই হবে!
++
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩
আফরোজা সোমা বলেছেন:
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরো বাবা, যেই শব্দে লিখেছেন?? দশ মিনিট লাগল বুঝতে।।
আসন্ন বর্ষায় গফুরেরা বিপদে পড়বে কিনা জানিনা, তবে রোহিঙ্গারা পড়বে।।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩
আফরোজা সোমা বলেছেন: রোহিঙ্গা--দি আধুনিক গফুর।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৫
মনিরা সুলতানা বলেছেন:
আমরা তো কবেই ভুলে গেছি অন্যের জন্য ও বাঁচায় সুখ থাকে;
আসন্ন বর্ষায় তাই খুজবো'না কার ঘরে ঘি এর প্রদীপ জ্বলে লক্ষ বানভাসী'র মাটি তেলের পয়সায়।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
আফরোজা সোমা বলেছেন:
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি দুই বার একবার নয় দুই বার নয় নয়বার পড়েছি আপুনি। অসাধারণ কাব্য প্রতিবার স্পষ্ট কর্ম। সেলুট আপনাকে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
আফরোজা সোমা বলেছেন: আপনার ভালো লাগাটুকু শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: আমি যে একটা কবিতা লিখেছি পড়েছেন?
আমি কিন্তু আপনার কবিতা খুব মন দিয়ে পড়লাম।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
আফরোজা সোমা বলেছেন: দুঃখিত ভাই, পড়া হয়নি তো।
ভালো থাকবেন।
অণেক শুভ কামনা।
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ কবিতা গড়েছেন, মুগ্ধতা
ভবিষৎবাণীগুলো চিন্তার বিষয়
০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩২
আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, নয়ন। ভালো থাকবেন।
৮| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
আপনি অন্যদের লেখাও পড়েন, আপনার পাঠক বাড়বে তাতে।
০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৩
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা জানবেন।
৯| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১:১১
স্বার্থহীন বলেছেন: দুপুরের খাবার খেতে যাব। কম্পিউটার অফ করে দিব। হঠাৎ দেখি কিশোরগঞ্জ শব্দটি। দেখেই ভাবলাম খাব পরে আগে পড়েই দেখি। কারণ আমার বাড়ি সেখানে।
ভালো লাগছে আপনার এই কবিতাটি।
মনোমুদ্ধকর
০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৩
আফরোজা সোমা বলেছেন: খাবার পরে খেয়ে আগে লেখাটি পড়ার জন্য শুকরিয়া। ভালো থাকবেন।
১০| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: এইরকম খুব একটা পড়িনি। ভালো লাগছে।
০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৪
আফরোজা সোমা বলেছেন: ভালো লাগাটুকু শেয়ার করার জন্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন। অনেক শুভকামনা।
১১| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৬
স্বার্থহীন বলেছেন: কিশোরগঞ্জের ছেলে। আর আপনার কবিতার মধ্যে কিশোরগঞ্জের কথা আছে। তার জন্যই এত আগ্রহ নিয়ে পড়া।
০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৩
আফরোজা সোমা বলেছেন: কিশোরগঞ্জের জয় হোক।
১২| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৭
অর্ক বলেছেন: খুব অর্থপূর্ণ একটি কবিতা! এরকমই হয়ে আসছে। গভীর ব্যথা নিয়ে লেখা হয়েছে হয়তো! অনেক ভালো লাগলো।
০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৪
আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০১
ভ্রমরের ডানা বলেছেন:
মনোমুগ্ধকর কাব্য!