![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বিজনে বসে আমরা একদিন দেখে ফেলবো
তোমার মনের ক্ষত। শেষ চৈত্রের লিলুয়া বাতাসে
উড়বে তোমার চুল। বৃষ্টি ধোয়া মেহগনি
পাতা থেকে নেমে একটা মৃদু সুবাস
নেবে তোমার পিছু। কিন্তু তুমি পারবে না লুকাতে তোমায়;
আমরা— আমি আর মৃদু সুগন্ধ— শার্লক হোমস
দেখে ফেলবো তোমার মনের ক্ষত।
আমরা— আমি আর লিলুয়া বাতাস— ছুয়েঁ দেবো
তোমার গ্রীবার তিল। তোমাকে ব্যাতি-ব্যাস্ত রাখবো
নানা উছিলায়— তুমি পাবে না অবসর ভেবে দেখতে
প্রস্থানের কোনো উপায়।
০১ এপ্রির ২০১৮
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৯
আফরোজা সোমা বলেছেন: হাহ হা
জীবন 'এপ্রিল' ময়
২| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৩
মনিরুল ইসলাম বাবু বলেছেন: মিস্টি একটা কবিতা ।
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৯
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২১
দিবা রুমি বলেছেন:
স্বাগতম হে এপ্রিল।
কবিতা ভালই হয়েছে।