![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ফাল্গুন বৃথা কাটিও না কেঁদে
যে তোমাকে দিয়েছে দাগা
যে গিয়েছে ছেড়ে
তার স্মৃতি
গায়ের ঘ্রাণ
ফাগুন রাতে
স্বর্গ নামার আখ্যান
তুমি আর ভেবো না তো।
আমের বোলের ঘ্রাণের কাছে যাও
জানে সে উত্তর
প্রেম বলে যারে
তুমি করছো ভ্রম
সে আসলে স্মৃতি
মগজের কোষে
ছড়ায় ঘ্রাণ পলে পলে
তুমি ভাবো, বুঝি বেঁচে আছে প্রেম
বুঝি দূর অতীতের শীতরাত
তোমার ঠোঁটে আবার
উষ্ণতা দেবে ঢেলে
যেমন গেয়েছে কবীর সুমন:
‘আদরে আদরে স্বর্গ যখন নামে’।
স্বর্গের সিঁড়ি দেখো বেঁকে
নেমে গেছে বহুদূর
আঙুরক্ষেতের দিকে
ক্ষেতের পাশেই প্রাচীণ গ্রাম
আদম-হাওয়া-শয়তান যেখানে থাকে
এই পুরাতন কাহিনী
জানে আমের বোলের ঘ্রাণ
তাই, ফাল্গুন কেঁদে কাটানোর আগে
যেও আমের বোলের কাছে
স্বর্গের রূপকথা সে তোমার বুকে পুরে দেবে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৬
আফরোজা সোমা বলেছেন: কেন?
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৪
কবীর হুমায়ূন বলেছেন: শব্দের চাষ এবং ভাবের বিন্যাস সুন্দর। শুভ কামনা কবি।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১২
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৯
নেওয়াজ আলি বলেছেন:
চমৎকার প্রকাশ
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৭
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আপনি প্রকৃতির খুব কাছাকাছি মানুষ।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৭
চাঁদগাজী বলেছেন:
আপনি কি শিক্ষকতা করেন, নাকি অন্য পেশায় আছেন?