![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফসার নিজাম
প্রার্থনা করো
নতজানু হও
যেভাবে ঈসার আত্মা সহস্র ডানা মেলে
আকাশে উড়ার আগে নিমজ্জিত হয়েছিলো প্রার্থনায়
অথবা প্রার্থনা করো মনসুর হাল্লাজের মতো
চামড়া ছিলে নেয়ার পূর্বে আল্লাহ হক জিকিরে
যেভাবে মিশে গেলো পরমাত্মায়
আনালহক বলে-
প্রার্থনা করো সমুদ্রে ডুবে যাওয়ার পূর্বমুহূর্ত পর্যন্ত
প্রার্থনা করো নিঃশ্বাসের শেষ অধিকার পর্যন্ত
প্রার্থনা করো মহান প্রভুর কাছে
ইবলিশের কূটচাল থেকে নিষ্কৃতির প্রত্যাশায়।
©somewhere in net ltd.