![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নার্সিং চোখ
কারামতি স্কার্ফের নিদ্রাহীন নার্সিং চোখ
রোদের স্পর্শে জ্বলে উঠে বুকের দরদ।
শরণার্থী চোখ
বাইশটি বছর মুখোমুখি-
প্রতিবন্ধির শরণার্থী চোখে
তবু বৃষ্টির দীর্ঘ চুল চুমে
দোপাট্টায় ভাসে
চোখের কান্নাভরানত সিম্পোজিয়াম।
এপ্লিক চোখ
এমব্রয়ডারি সন্ধায়
থার্মোমিটার জ্বরে
রোদের পারদ গলে
লোমের গহবরে জন্মে
জুন আর্গাসের এপ্লিক চোখ।
মায়ামৃগ চোখ
নাস্পাতি রঙে বেপথুয়া রাত্রী
লাশের মায়ামৃগ চোখে
বৌচি খেলে নার্সিসাস চলচ্চিত্র।
অনন্ত চোখ
এই চোখ অনন্ত চোখ
তরুণের চোখ চায়
তরুণীর চোখ।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন লিখেছেন ------- সুন্দর হতে অসম্ভব সুন্দর
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৭
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগ রইলো।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৭
যাযাবর বেদুঈন বলেছেন: কিছুটা নতুনত্ব থাকায় কবিতা পড়ে খুব ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩
আহসানের ব্লগ বলেছেন: কঠিন শব্দের কাব্য।