![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি দেখছি আমি
এক দুই তিন
বিশটি বছর ধরে।
জীবনের খাতাটা
দেখলাম আবার খুলে।
কি অদ্ভুত জীবন আমার
আগামীর পথ দেখি
শুধুই নিকষা অন্ধকার।
ঐ যে ফাইলে বন্ধি
সার্টিফিকেট আমার
শিক্ষা প্রমানের কাগুজে দলিল
গোটা গোটা অক্ষরে লিখা
দেখি বার বার।
কি দিয়েছে ওগুলো
ভাবিনি তো একবার।
কোন এক জানা ভুলে
ক্ষত বিক্ষত হচ্ছি
জীবণ মূলে।
আর সুযোগ হবে কি
ফিরে তাকাবার।
কখনও মনে হয়
শিঁকড় দুটি উপড়ে
শেষ হবো স্বমূলে,
অন্ধকার দেখি
কোন এক জানা ভূলে।
হতাশার মঝেও
আশার আলোয়
নিজেকে দেখতে চাই
জগতে স্রোষ্টা ছাড়া
আমার কেউ নাই।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৭
আ.ন.ম. আফজাল হোসেন বলেছেন: ইমরান ভাই হতাশ হতে আল্লাহ তায়ালা নিষেধ করেছেন। তাই আমি কোন দিন হতাম হইনা। চরম পরিস্থিতিতে আল্লাহ তায়ালার দরগায় প্রার্থনা করি আর তার উপর ভরসা করি।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
ইমরান আল হাদী বলেছেন: এত হতাশ হবেন না সৃষ্টিকর্তা আপনাকে এমন কিছু দিয়েছে যা হয়তো আপনি অনুধাবন করতে পারছেন না, এক দিন আপনার কাছে সফলতা আসবেই।এই আপনি সুন্দর ভাবে লিখলেন এটাও একটি বড় সাফল্য, এভাবেই এক সময় সফলতা আসবেই।