নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল বলে অনেকেই , আনকোরা , সাধারণ , মাঝে মধ্যে অসাধারণ। লেখার অভ্যাস নেই কিন্তু মাঝে মধ্যেই তা মাথাচাড়া দিয়ে উঠে।

অগ্নিঝরা আগন্তুক

কেন?

অগ্নিঝরা আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

তামিম অতপর পাবলিক !!

২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৭



-------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------

আমরা বাঙালি আমজনতা আবেগ দিয়ে সবকিছু বিচার করতে পছন্দ করি। গত ২ match এ তামিমের করা সেঞ্চুরি নিয়ে পাবলিক রিঅ্যাকশন তারই জানান দেয়। তামিমের off ফর্ম এ তার পাশে কাউকে পাওয়া যায়নি শুধুমাত্র কটাক্ষ যার সঙ্গী ছিল কিছুদিন আগেও। এমনকি , ২ minute নুডলস রান্নার সাথেও তার পারফরমেন্স কে তুলনা করা হয়েছিল। যখনি সে ভালো খেলতে শুরু ক্করলো , তা নুডলস থেকে বিরিয়ানি তে পরিনত হলো। Tamim you are the best , tamim you are my idol...bla bla bla.. ওদিকে , BCB উদ্যোগ নিয়েছে , বাংলাদেশ টীম কে পুরস্কৃত করার ভালো খেলার উত্সাহ হিসাবে। প্রশংসনীয় উদ্যোগ , তবে , এটাও মনে রাখতে হবে , পাকিস্তান এর এই টীম একটা দ্বিতীয় সারির তরুণ দল। তাই , বেপার টা আমার কাছে বাড়াবাড়ি-ই মনে হলো। এ সবই আবেগের বহিপ্রকাশ।

যাক , এখন কথা হচ্ছে , তামিমের দুস্সময় হোক , হোক তা সুসময় , আমাদের টীম এর অন্যতম ব্যাটিং স্তম্ভ হিসেবে , তাকে সবসময় সাপোর্ট করে যাওয়া উচিত। তার দুস্সময়ে তাকে ভালো খেলার উত্সাহিত করা এবং ভালো সময়ে তার এখন কি ভুল গুলো হচ্ছে তা ধরিয়ে দেয়ায় হবে , একজন তামিম fan অর supporter এর কাজ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.