নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল বলে অনেকেই , আনকোরা , সাধারণ , মাঝে মধ্যে অসাধারণ। লেখার অভ্যাস নেই কিন্তু মাঝে মধ্যেই তা মাথাচাড়া দিয়ে উঠে।

অগ্নিঝরা আগন্তুক

কেন?

অগ্নিঝরা আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

এবার একটু খেন্ত দেও ভাই , বহুত হইছে !

২৪ শে জুন, ২০১৫ ভোর ৪:০৬

...................................................................................................................................
...................................................................................................................................
...................................................................................................................................

এবার একটু খেন্ত দেও ভাই। বহুত হইছে , খুব বেশি লম্ফজম্ফো কইরা পরে দিয়া বাংলাওয়াশ এর স্বপ্ন দুস্সপ্নই রয়ে যেতে পারে। তাদের ইন্সপায়ার কর ভালো খেলতে , বাংলাদেশ মাত্র রাইজিং টাইগার হিসেবে আত্মপ্রকাশ শুরু করেছে। ইন্ডিয়া ক্রিকেট বিশ্বে অন্যতম পরাশক্তি , তারা ঘুরেও দাড়াতে জানে , ইন্ডিয়ার মত লেভেলের ক্রিকেট খেলার পর্যায়ে এখনো বাংলাদেশ পৌছায়নি। আমাদের এখনো অনেক সময় প্রয়োজন , সবে তো মাত্র শুরু আরো সময় প্রয়োজন ; অনেক ডিপার্টমেন্ট এ এখনো উন্নতি প্রয়োজন। তামিম, সাকিব নিস্সন্ধে ভালো প্লেয়ার। বাট , তামিমের সমস্যা তার ধৈর্য নেই , অযথা শট খেলে , পুরো টীম কে সেই প্রথমে বিপদে ফেলে , সাকিব যদিও ভালো পারফর্ম করে , তবু তার ব্যাটিং এ এখনো footwork অনেক কম , যেটা লক্ষনীয়।

শুধুমাত্র একজন মুস্তাফিজ দিয়েই আমরা ভারত কে বাংলাওয়াশের স্বপ্ন দেখতে পারি না। ভালো খেলতে হলে , পুরো টিম পারফরমেন্স প্রয়োজন। আজ যদি মুস্তাফিজ তার বোলিং এ ক্লিক করতে না পারে আর সাথে অন্য বোলার রাও যদি যোগ দেয় তবে আবার আলোচনা সমালোচনা শুরু হবে , আমরা বাঙালিরা এমনই। সবকিছু আবেগ দিয়ে যদি চলত , তবে ইন্ডিয়া-অস্ট্রলিয়ার মত দল গুলো ক্রিকেট বিশ্বে এই অবস্থানে আসত না। সুতরাং সবকিছু পাশকাটিয়ে বাংলাদেশ পুরো টীম কে ভালো খেলার উত্সাহ দেয়াটাই মূল লক্ষ্য হওয়া উচিত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৫ ভোর ৫:২৫

আমি মিন্টু বলেছেন: হুর মিয়া বুঝতে পারছি আপনার মাথায় কিছু একটা গন্ধগোল আছে ।

২৪ শে জুন, ২০১৫ সকাল ১১:০৭

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: গন্ডগোল ছাড়া ভাই মানুষ হয় না ! গন্ডগোল আপনারও আছে আমারও আছে। যদি আপনার মন্তব্যের দৃষ্টিভঙ্গি এমন হয় যে , আমি বাংলাদেশের বিপক্ষে কথা বলছি , তবে আপনি ভুল করছেন। যা বললাম , তাই বাস্তবতা। খুব বেশি আবেগের কারণে বাঙালিদের আজও ওরা কটাক্ষ করে বলে , বাংলা বিলাই। আবেগ কে পাশ কাটিয়ে প্রফেসনাল্লি সবকিছু চিন্তা করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.