নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল বলে অনেকেই , আনকোরা , সাধারণ , মাঝে মধ্যে অসাধারণ। লেখার অভ্যাস নেই কিন্তু মাঝে মধ্যেই তা মাথাচাড়া দিয়ে উঠে।

অগ্নিঝরা আগন্তুক

কেন?

অগ্নিঝরা আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

সোহাগ চাঁদ বদনি...মার্কা এডগুলো টিভিতে চালানোর অনুমতি পায় কিভাবে!!

০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৮

সোহাগ চাঁদ বদনি।.....টিভি খুললেই এই ধরণের কিছু এড চোখে পড়ে, যেগুলো খুবই দৃষ্টিকটু। বাচ্চাদের টিভির সামনে নিয়ে বসা যায় না. তাছাড়া, দেশে বাচ্চাদের একটি চ্যানেল রয়েছে, সেখানেও এই এডটি অহরহই চালানো হচ্ছে।
সমস্যা হচ্ছে, টিভি এডগুলো যেভাবে উপস্থাপন করা হচ্ছে, এই এডগুলো অন্তত আমাদের সংস্কৃতির সাথে মানানসই নয়. আরো কিছু টিভি এডের ভেতর, যেমন: ক্লোজআপ, ডাভ সাবান শেম্পু, ফেয়ার এন্ড লাভলী ইত্যাদি।
তাছাড়া, কিছু এড তো দেখা যায়, তাদের মতো করেই বাংলাদেশী ভার্সন তৈরী করা হচ্ছে!! যা রীতিমত ভয়াবহ!
এডগুলোতে মডেলদের যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা পাশের দেশের সংস্কৃতি এবং আমাদের দেশের উপর সাংস্কৃতিক আগ্রাসন। তাই, বলবো, নব গঠিত সরকার এই সাংস্কৃতিক আগ্রাসনের উপর গুরুত্ব দিবে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




সঠিক ভাবনা।

২| ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: একটা সুন্দর গানের অবস্থা কি করেছে। সোহাগ চাঁদ বদনি গানটা সুন্দর একটা পল্লীর গান কিন্তু এই গান যে স্টাইলে বিজ্ঞাপনে দেখানো হয় শুনলে এবং দেখলে মেজাজটা খারাপ হয়ে যায়।

৩| ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৫

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: ধন্যবাদ

৪| ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৮

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: এভাবে পল্লীগান গুলোকে উপস্থাপন করা হলে এই গান গুলো এক সময় বিলুপ্তির খাতায় পড়ে থাকবে.

৫| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩২

নাহল তরকারি বলেছেন: এই বিজ্ঞাপন চলাকারীন সময়ে আব্বু আম্মুর সাথে বসে থাকতে, আমারও শরম লাগে।

২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:২৯

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: আমাদেরও খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়.

৬| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৬

ইমরান৯২ বলেছেন: ভাইরে ভাই, অ্যাড দিলেও সমস্যা আবার না দিলেও সমস্যা ।
তখন আরেকদল এসে বলবে এসব বিষয়ে আমাদের দেশে কোন সচেতনতা নাই ।

২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:২৭

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: আসলে সমস্যাটি হচ্ছে, পাশের দেশের টিভি এডগুলো যা আমাদের সংস্কৃতির সাথে মানানসই নয়, তাই দেখানো হচ্ছে। টিভি খুললেই দেখা যায় অধিকাংশ পাশের দেশের নোংরা টিভি এড অথবা এর আদলে তৈরি এডভার্টাইজিং, যা দেশের সংস্কৃতির জন্য ভয়াবহ। অলরেডি অপসংস্কৃতির ছোয়া লেগেছে দেশের সংস্কৃতিতে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.