নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!
পরিনীতা কাব্য
পরিনীতা সেই স্বপ্নগুলো
হৃদয়পটে, একেছিলাম সঙ্গোপনে।
কষ্টের সাথে মিতালী
কষ্টে কষ্টে.....কস্টি পাথর।
যেন গ্রীস্মের দাবদাহ
খাঁ খাঁ চারিদিক।
নীল শাড়িতে কল্পনায়।
আমার পরিনীতা।
প্রতীক্ষায় শুধু
যেন, আমার ই প্রতীক্ষায়।
আমার ই পরিনীতা।
কল্পনায় জোয়ার ছিল না
বিদ্ধস্ত সে স্বপ্নগুলো
অন্ধত্ব বরিতে,
ছিল না কার্পন্য।
এক পদ্মযুগ,
প্রতিক্ষার পালা।
গগন স্পর্শে পরিনীতার স্বপ্নগুলো
যেন সঙ্কল্পবদ্ধ।
কল্পলোকের আলোয়
উদ্ভাসিত পরিনীতা।
বন্ধুত্বের দোহাই....................।
কারারুদ্ধ আমার
নীল সে স্বপ্ন।
স্বপ্নেরা মেতেছিল, পরিনীতাকে
না দেখার আলোয়।
বুনেছিল সহস্র স্বপ্নজাল
অন্ধ ভালবাসায়।
আর পরিনীতার
তীব্র কামনা শক্তি,
জ্বলে পুরে ছারখার
অন্ধের বিদীর্ন অন্ধকার।
বুনো শুয়োরের স্বপ্ন,
নিকষ কালো অন্ধকার,
ফিরে যেতে চায়
প্রিয় পরিনীতার কাছে
বারংবার,আবারো
যেন সহস্র বার.......
১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৪
অগ্নি সারথি বলেছেন: ১০ বছর আগে লিখেছিলাম সুমন ভাই। কি একটা বিশেষ কারনে 'পরিনীতা' এভাবেই লিখেছিলাম। ধন্যবাদ।
২| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর!
১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৬
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ তনিমা।
৩| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৫
অগ্নি সারথি বলেছেন:
৪| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৩১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Kobita ta onek shundor
....................। Eta ki?
২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৫
অগ্নি সারথি বলেছেন: পরিনীতা নামের একটা মেয়ের সাথে ফোনে কথা বলতাম প্রায় ৮/১০ বছর আগে। শুধু কথা বলা না একভাবে প্রেম ই করতাম তাকে না দেখেই। কিন্তু যেদিন সে আমাকে দেখল সেদিন ছাইড়া দে মা কেদে বাচি অবস্থা ,তার। তার মতে, এতদিনের সম্পর্কটা নাকি শুধুই বন্ধুত্ব ছিল। কোন প্রেম ছিল না। তারপর থেকে তার নাম্বার বন্ধ, হারিয়ে গেল সে। গল্প শেষ। আর আমিও বিবাগী হয়ে কয়েক ছত্র লিখে ফেলেছিলাম আর কি।
যাই হোক কেমন আছেন আপনি?
৫| ২১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Vaggish vaiya boleni, you are lucky
Ami kharap achi, apni?
২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৯
অগ্নি সারথি বলেছেন: । খিক।আসলেই আমি ভাগ্যবান, তার ভাইয়া না বলায়।
কেন? খারাপ থাকতে হয় না, ভাল মানুষদের ভাল থাকতে হয়। নিজের জন্য, নিজের পরিবার আর কাছের কিছু মানুষদের জন্য কষ্ট করে হলেও। আমি খারাপ নাই। ভাল থাকুন, ভাল থাকার চেষ্টা করুন।
৬| ২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০৫
নীলপরি বলেছেন: ভাল ।তার জন্যে এই কবিতাটা লিখতে পারলেন , এটাই বা কম কিসে ?
২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৭
অগ্নি সারথি বলেছেন: খিক। আফা খালি ইডা না। আরো কয়েক খান মহাকাব্য লিখেছিলাম, খুইজ্জা পাইতাসি না। আমার মনে কয় জ্বলায়া ফালাইসে আমার অর্ধাঙ্গীনি। যদি খুইজ্জা পাই তাইলে ঐগুলা পোস্ট কইরা আপনাদের জোড় কইরা খাওয়ামু, ডোন্ট ওরি।
৭| ২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২৯
জুন বলেছেন: অপুর্ব অগ্নি সারথি
+
২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০৪
অগ্নি সারথি বলেছেন: খিক। আমার লেখা পছন্দ করেন বিধায় যাই লিখি তাই আপনার কাছে অপূর্ব মনে হয়।
সত্যি কথা কি আপনাদের এই ভালবাসা আর উৎসাহে আমি সত্যিই কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ। জুন।
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৫
সুমন কর বলেছেন: প্রথম এবং শেষের দিকে ভাল লাগল।
অাচ্ছা, পরিণীতা হবে নাকি পরিনীতা?