নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

মারমা জাতিস্বত্ত্বার জীবন জগত সম্পর্কে (শব্দ ও দৃশ্য) সকল পর্বের লিংকঃ এপিক পোস্ট

২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৩২

মারমা জাতি গোষ্ঠী তথা 'আদিবাসী' নিয়ে তাদের সংকট, সমস্যা নিয়ে অনেকের অনেক বেশি কৌতুহল রয়েছে। ফ্লাডিং করার অথবা হিট কামানোর কোন ইচ্ছা নেই। আমার যতদূর মনে হয় জনপ্রিয় ব্লগারদের তালিকার শেষ দিকে হলেও অগ্নি সারথি নামটা খুজে পাওয়া যাবে। মোট ৯ টি ব্লগ পর্বে এবং ৫ টি ফটো ব্লগ পর্বে, মারমা জাতিগোষ্ঠীর মাধ্যমে পুরো জুম্ম জাতীয়তাবাদ, তাদের জীবন- যাত্রা, সংকট-সমস্যা, রীতি-নীতি, আচার-ব্যবহার তুলে আনার চেষ্টা করা হয়েছে।
লিংক গুলোঃ
মারমা জাতিস্বত্ত্বার জীবন কথা- পর্ব এক
মারমা জাতিস্বত্ত্বার জীবন কথা- পর্ব দুই
মারমা জাতিস্বত্ত্বার জীবন কথা- পর্ব তিন
মারমা জাতিস্বত্ত্বার জীবন কথা- পর্ব চার
মারমা জাতিস্বত্ত্বার জীবন কথা- পর্ব পাঁচ
মারমা জাতিস্বত্ত্বার জীবন কথা- পর্ব ছয়
মারমা জাতিস্বত্ত্বার জীবন কথা- পর্ব সাত
মারমা জাতিস্বত্ত্বার জীবন কথা:দ্যা রাইজিং অফ পিসিজেএসএস (PCJSS) এন্ড ইউপিডিএফ(UPDF)
মারমা জাতিস্বত্ত্বার জীবন কথা- পর্ব শেষ
পত্রিকার লিংকঃ সবগুলো পর্ব আরো বিশদ এবং একসাথে পড়তে চাইলে(sahos24.com) পত্রিকার লিংকে ক্লিক করুন।
adivasinews.com ও প্রবন্ধটি পর্ব আকারে প্রকাশ করা শুরু করেছে, 'মারমা জাতির কথা' শিরোনামে। সম্পাদক 'মানিক সরেন' কে অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা।
পর্ব এক
পর্ব দুই
পর্ব তিন
পর্ব চার
পর্ব পাঁচ
অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি উপরোক্ত ৯/১০ টি পর্ব পড়ে ফেলে থাকেন তবে আপনার ধৈর্য্য এবং জ্ঞান আহড়নের স্পৃহা সত্যিই প্রশংসার দাবীদার। স্যালুট। মারমা জাতিস্বত্ত্বা তথা জুমিয়া সম্পর্কে বিস্তর জ্ঞান অর্জন করে ফেলেছেন এতক্ষনে। কিন্তু জ্ঞানের সঠিক অনুধাবনের জন্য দৃশ্য অধিক গুরুত্বপূর্ন একটা বিষয় তাই নয় কি? চলেন এবার এইসব পাহাড়ি মানুষের জীবন যাত্রার এবং ব্লগারের রাঙ্গামাটি ভ্রমনের কিছু ছবি দেখে আসি।
ছবি ব্লগের লিংকঃ
রাঙ্গামাটি ছবি ব্লগ (পর্ব-এক)
রাঙ্গামাটি ছবি ব্লগ (পর্ব- দুই)
রাঙ্গামাটি ছবি ব্লগ (পর্ব-তিন)
রাঙ্গামাটি ছবি ব্লগ (পর্ব- চার)
রাঙ্গামাটি ছবি ব্লগ (পর্ব- পাঁচ)

শুভ কামনা।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫২

রুয়াসা বলেছেন: ধন্যবাদ। সব গুলো লিংক এক সাথে দেবার জন্য।

২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৮

অগ্নি সারথি বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ।

২| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৭

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: দারুণ!

২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০০

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ।

৩| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৩

জুন বলেছেন: এক সাথে সব লিংক দেয়াইয় ধন্যবাদ অগ্নি সারথী ।
+ প্রিয়তে

২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৭

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ জুন। কিছু মনে করবেন না দয়া করে, আমার নাম অগ্নি সারথী নয়। এটা হবে অগ্নি সারথি।
শুভকামনা রইল।

৪| ২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩১

খাটাস বলেছেন: খুব ভাল একটা সিরিজ হাতে পেলাম মনে হচ্ছে। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। +++ সহ প্রিয়তে রেখে দিলাম।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৪

অগ্নি সারথি বলেছেন: আসলে এসব সিরিজ তো আর সবার কাছে ভাল লাগে না। আর তাই লেখার ইচ্ছা ক্রমশ ঝিমিয়ে আসে। যাই হোক অনেক ধন্যবাদ ভাই।

৫| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮

রাবার বলেছেন: দারুণ +++++++++

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০১

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ রাবার।

৬| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৭

অতনু অর্ঘ বলেছেন: খুবই ভালো একটা উদ্যোগ। আরও লিখুন ভাই...

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫১

অগ্নি সারথি বলেছেন: লেখাটা প্রায় শেষ করে নিয়ে এসেছি কিন্তু আর পোস্ট করার ইচ্ছা হচ্ছে না। কিছু ভাল মানের ব্লগার ছাড়া, গাধা আর ছাগলে ব্লগটা ভরে গেছে। এরা ব্লগে বসে, ব্লগ দিয়া ফেসবুক চালায়। যাই হোক, ধন্যবাদ। শুভকামনা রইল।

৭| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৫

হতাশ নািবক বলেছেন: ধন্যবাদ আপনার উদ্যোগ কে। সরাসরি প্রিয়তে।

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২০

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।

৮| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫১

যাযাবর বেদুঈন বলেছেন: সময় করে সবগুলো পর্ব পড়তে হবে। শিরোনামটা খুব ইন্টারেস্টিং লাগল। মনে হল গভীর কোন দুঃখ বোধ থেকে এমন একটি শিরোনাম দিয়েছেন। তবু ভাল থাকা হোক সব সময়।

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৫

অগ্নি সারথি বলেছেন: হতাশাটা কিসের জানেন? ব্লগে আর আপনার, আমার, আমাদের মত ব্লগারেরা নাই। ধৈর্য্যহীন ফেসবুকার দিয়া ভর্তি হয়ে গেছে। একটা লেখা লিখতে খুব কষ্ট আর সময় লাগে, অনেক পড়তে হয়। রাঙ্গামাটিতে গিয়ে আমাকে এই মারমা সম্প্রদায়ের সাথে এক মাস থাকতে হয়েছে সামান্য এই লেখাটুকুর জন্য। আমি যখন পর্ব গুলো দিচ্ছিলাম তখন একজন তিন লাইনের একটা পোস্ট দিলেন আদীবাসীদের নিয়ে তাও আবার আদীবাসীদেরকে হেয় প্রতিপন্ন করে। সেই পোস্টে তাকে বাহবা দিয়ে কমেন্টের অভাব হয় না। আর আমার এত কষ্ট করে লেখা পর্ব গুলোর প্রতি কাউয়াও ফিরে চায় না।
যাই হোক অনেক কথা বলে ফেললাম ভাই। ভাল থাকবেন। শুভ কামনা।

৯| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক ধন্যবাদ। আমাদের দেশে বাঙালী সংস্কৃতি নিয়ে যতটুকু হইচই অন্য জাতিগুলোকে নিয়ে তার সিকি ভাগও নেই । ওদেরটাও থাকা উচিত , গুরুত্ব দেয়া উচিত সমান ভাবেই। সংখ্যায় কম হলেও ওরাও তো সমঅধিকারের দাবিদার ।

কৃতজ্ঞতা এরকম একটি কাজ হাতে নেবার জন্য। অন্যান্য কোনঠাসা হয়ে পড়া জাতিগুলোকে নিয়ে লেখবারও অনুরোধ করছি।

৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০৩

অগ্নি সারথি বলেছেন: অনেক ধন্যবাদ তনিমা। ক্ষুদ্র জাতিস্বত্ত্বা গুলোর সংস্কৃতি নিয়ে আপনার ধ্যান ধারনা এবং চিন্তা ভাবনাকে স্যালুট জানাই। এর আগে বনজীবিদের নিয়ে আমার একটা সিরিজ প্রকাশিত হয়েছে এই ব্লগেই। চাইলে পরে দেখতে পারেন। এর পর আরো দুটো ক্ষুদ্র জাতিস্বত্ত্বা নিয়ে লেখার ইচ্ছা আছে। আশা রাখি সাথে থাকবেন। শুভ কামনা।

১০| ৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


আমি আপনার এই সিরিজটা ভেবেছিলাম শেষ পর্ব এলে প্রিয়তে নেব। কিন্তু এই পর্বটি দিয়ে ভাল করেছেন। এই পর্বটিই প্রিয়তে নিয়ে নিলাম। খুব করে অনুরোধ থাকবে যেন সিরিজের সবগুলো পর্ব এখানে লিংক আকারে যুক্ত করে দিবেন। তাহলে এই পর্বের মাধ্যমেই পুরো সিরিজটা আমার প্রিয়তে থাকবে।

৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৮

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ। আমিও তাই করছি। নতুন পর্ব আসলেই এখানে আপডেট করে দিচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.