নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!
অভিনন্দন সহ-ব্লগারগন। ১০/১২ দিনের মধ্যেই আপনেরা চাচা/ফুপি হইতাসেন, আর আমি হইতাসি পিতা। এবার তবে ভাতিজা/ভাতিজি-র নাম রেখে স্বীয় দায়িত্বটুকু পালন করুন। ছেলে সন্তান না মেয়ে সন্তান জানা হয় নাই তাই দুই জনের জন্যই নাম প্রদান করুন, নামের শেষে 'রহমান' টাইটেল অবশ্য যুক্ত থাকিতে হইবে। সম্ভব হলে একটা নিক নেম ও যুক্ত করে দিন। আপনার প্রদত্ত নাম দিয়েই পরিচিত হবে আমাদের সন্তান।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভৃগু। আমার স্ত্রীর কাছে যখন আমি আমার সন্তানের নড়াচড়ার কথাগুলো শুনি, এ এক অন্য রকম অনুভূতি জানেন। মা সন্তান উভয়ই ভাল আছে। দোয়া রাখবেন।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬
হামিদ আহসান বলেছেন: অভিনন্দন .....
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪০
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫২
is not available বলেছেন: অভিনন্দন ভাই ! তাদের সুস্থতা কামনা করে দোয়া করছি! নাম সাজেশান: খালিদ রহমান
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫
অগ্নি সারথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৫
সুমন কর বলেছেন: অভিনন্দন!
অগ্রীম শুভেচ্ছা রইলো।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯
থিওরি বলেছেন: অভিনন্দন। আর ভাবীর বেশি করে যত্ন নিন!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮
এই আমি রবীন বলেছেন: ১. WIN=Water in Nasa , So, জয়/জয়ীতা রহমান!
২. NASA=< Sana (Ur) Rahaman!
শুভকামনা বেবী ও তার মায়রে জন্য!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮
অগ্নি সারথি বলেছেন: জয়ীতা নামটা বেশ লাগল। আমি কিন্তু খুব করে একটা মেয়ে কামনা করছি ভাই। অনেক অনেক ধন্যবাদ।
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯
লালপরী বলেছেন: অভিনন্দন
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ লালপরী।
৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপাতত ভাবীর জন্য দোয়া করা ছাড়া আমি অন্য কিছু ভাবছিনা ।
আল্লাহ উনার প্রবহমান জীবন অব্যাহত রাখুন ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫২
অগ্নি সারথি বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাই। আল্লাহ্ র রহমতে সে বেশ ভাল আছে।
৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২২
ডার্ক ম্যান বলেছেন: শুভ কামনা। আপনি বাপ হয়ে যাচ্ছেন আর আমি কোন মেয়েই পটাতে পারলাম না। ভাবী আর সন্তান ২ জনই যাতে সুস্থ থাকে সেই দোয়া করি
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮
অগ্নি সারথি বলেছেন: তাড়াতাড়ি ভাল একটা মেয়ে পটায়া ফেলেন ভাই নাহলে বিয়ের সময় গিয়ে মেয়ে দেখতে দেখতে মাথার চুল ছিড়বেন আর বলবেন সারা জীবনে একটা মেয়ে পটাতে পারলাম না! যাই হোক, অনেক অনেক ধন্যবাদ।
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৩
তারছেড়া লিমন বলেছেন: ছেলে হলে নাম হবে আরাশ
(Name:
Arash
Meaning :
Bright, Hero, Truthfulness, Dominion, Crown )
আর মেয়ে হলে আরুশী
(Name:
Aarushi
Meaning :
First Ray of the Sun )
পিতা মাতা সন্তান সকলেই সুস্থ থাকুন।
আমি ও বসে নাথেকে যাই ভাল স্কুলের খোঁজটা আগে সেরে নিই্।।
০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৭
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ লিমন ভাই। ভাল একটা স্কুল খুজে পান দোয়া রইল।
১১| ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
'Ezra' naam ta amar onek valo legeche. Amar student er naam.
০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৭
অগ্নি সারথি বলেছেন: সুন্দর নাম কিন্তু অর্থ কি?
০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৮
অগ্নি সারথি বলেছেন: অনেক দিন পর দেখলাম। কই আছিলেন?
১২| ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১১:০১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
'Ezra mane holo, 'Help', in Hebrew.
Emni poralekhay busy. Congratulations!
০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৪
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ। পড়ালেখায় ব্যাস্ত থাকা ভাল, পড়ালেখা করে যে অনাহারে মরে সে।
১৩| ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Shotti, Onahar+Nidrahinotay more she.
০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১১:১০
অগ্নি সারথি বলেছেন:
১৪| ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা... অভিনন্দন! অনেক মজার শিরোনাম
বাংলা ভাষায় নাম রাখবেন... এতটুকুই বলতে পারলাম।
০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১১:১১
অগ্নি সারথি বলেছেন: বাংলা ভাষার নাম ই খুজছি মইনুল ভাই যদিও পরিবার থেকে খুব ইচ্ছা আরবী নাম রাখার কিন্তু নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?
১৫| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:১৩
গেম চেঞ্জার বলেছেন: খবরটা কই। দিলেন না যে?
ওঃ নামের ব্যপারটা। ছেলে হলে-
দিগন্ত রহমান
আর মেয়ে হলে
প্রমি রহমান
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:১৭
অগ্নি সারথি বলেছেন: দুটো নামই সুন্দর তবে প্রমি নামটা বেশ। দোয়া করবেন ভাই আমি যেন ফুটফুটে আর সুস্থ একটা পরীর পিতা হই। খবর ১২ তারিখের মধ্যেই দিব ইনশাল্লাহ।
১৬| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯
জুন বলেছেন: আমিতো চাচ্চু বা ফুপির জন্য এডভান্স গল্প লিখে ফেলেছি
অনেক শুভকামনা রইলো আপনাদের আর অনাগত সন্তানের জন্য।
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪
অগ্নি সারথি বলেছেন: আমার সন্তানের সব থেকে হতাশা হবে কোথায় জানেন- তার কোন ফুপি না থাকা। আর তাই পুরো ব্লগের আপুদের তার ফুপি বানায় দিসি।
অনেক ধন্যবাদ জুন।
১৭| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৫
সাহসী সন্তান বলেছেন: ভাই সন্তানের নাম নির্ধারন করা হলো মুরুব্বিদের কাজ! আর কোন ভাবেই আমি মুরুব্বি না। তাই ইহা আমার দ্বারা কোন মতেই সম্ভব না।
তবে অনাগত সন্তানের জন্য পিতাকে অগ্রিম শুভেচ্ছ!
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৯
অগ্নি সারথি বলেছেন: ক্যান আপনি চাচা না? চাচারেও, চাচা হওনের অনেক অনেক শুভেচ্ছা। মা-সন্তানের জন্য দোয়া করবেন ভাই।
১৮| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০
সাহসী সন্তান বলেছেন: "লেখক বলেছেন: ক্যান আপনি চাচা না? চাচারেও, চাচা হওনের অনেক অনেক শুভেচ্ছা। মা-সন্তানের জন্য দোয়া করবেন ভাই।"
-চাচা বইলাই তো টেনশন আরো বেশি! না জানি চাচা হইয়া আবার আচাচা কোন কাম কইরা বসি!
রত্নগর্ভা মা এবং অনাগত সন্তানের জন্য অবশ্যই প্রাণ খোলা দোয়া থাকবে সব সময়! তবে আপনার বর্তমান দ্বায়িত্ত্ব হলো মিষ্টি রেডি রাখা! সময় মত যেন মিষ্টি পাই?
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৪৮
অগ্নি সারথি বলেছেন:
১৯| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৩
চ্যাং বলেছেন: মাশাল্লা গুড একখান নিউজ শুনা যাইবো। তুবে আমরা মিস্টি চাই। মিস্টি। ঐদিনই।
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:০০
অগ্নি সারথি বলেছেন: মিষ্টি তো অবশ্যই তয় চাচা হয়ে মিষ্টি খাওন ডা কি ঠিক হইব নাকি মাইনসেরে খাওয়ান লাগব?
অনেক অনেক ধন্যবাদ চ্যাং।
২০| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩
চ্যাং বলেছেন: আগে তো খাই। এরপরেই নাহয় খাওয়ামু। হেঃ হেঃ
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৫
অগ্নি সারথি বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন!
পিতা ওয়ার অনুভব আসলেই অন্যরকম! কি এক অপার্থিক সূখ ছড়িয়ে পড়ে সন্তানের নিষ্পাপ মূখের দিকে চাইলে।
পিতা মাতা সন্তান সকলেই সুস্থ থাকুন।