নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

হারামীর ফোনের ডাটা চুরি এবং অমুক-তমুকের কথোপকথন

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯

১২১ এ ফোন দিয়ে প্রায় আড়াই মিনিট ধরে কি সব বাজনা শোনানোর পর।
টুউউত টুউউত……. টুউউ…..
হারামীর ফোন থেকে আমি অমুক বলছি। কিভাবে সাহাজ্য করতে পারি স্যার।
জ্বি ভাই আমি তমুক বলছিলাম। আমি আসলে একটা সমস্যা নিয়ে ফোন দিয়েছি ভাই।
অমুকঃ জ্বি স্যার, আপনার সমস্যাটি বলুন।
তমুকঃ ভাই আমি আপনাদের একটা জিঞ্জিরা ইন্টারনেট মডেম ইউস করি। ৬ মাস আগে এটায় আমি প্রতি মাসে ১ জিবি করে ডাটা নিতাম। মেইল চেক করা, ফেসবুক আর একটা ব্লগ ঘাটতাম প্রতিদিন। এতে করেও এক মাসে আমার ডাটা কিছু উদ্বৃত্তই থেকে যেত। কখনো ঘাটতি হত না। কিন্তু কয়েকমাস আগে আমি লক্ষ করলাম আমার ১ জিবি ডাটা দিয়ে হচ্ছে না তখন আমি ডাটা প্ল্যান টা চেঞ্জ করে ২ জিবিতে উন্নীত করলাম। এই প্যাকেজে প্রতি মাসে ৬০০/৭০০ মেগাবাইট ডাটা বেচে যেত এবং সেটা পরের প্যাকেজের ডাটার সাথে যুক্ত হয়ে যেত। অনেক গুলো ডাটা দেখে খুউব খুশি লাগত জানেন। কিন্তু ইদানিং আমি যে সমস্যাটা ফেইস করছি সেটা হল সেইম ইউজে ২ জিবি ডাটা আমার আর এক সপ্তাহ ও যাচ্ছে না। আমি কিন্তু কোন ধরনের ডাউনলোডের ধারে কাছেও কখনো যাই না। ইউটিউব, কোন পর্ন সাইটেও যাই না। অটো-আপডেট সব বন্ধ করা।
অমুকঃ বুঝতে পারছি স্যার আপনার সমস্যাটা। আপনার মোবাইল নাম্বারটি কি জানানো যাবে?
তমুকঃ জ্বি ভাই। এটা হল ০১৭২৯৮৭৬৫৪৩৩৪৫৫৬৭৮।
অমুকঃ ধন্যবাদ স্যার। একটু সময় নিচ্ছি স্যার।
আধা মিনিট পর….
অমুকঃ একটু সময় নিচ্ছি স্যার।
আরো আধা মিনিট পর….
অমুকঃ একটু সময় নিচ্ছি স্যার।
আবারো আধা মিনিট পর….
অমুকঃ সময় দেয়ার জন্য ধন্যবাদ স্যার। আপনার যে সমস্যাটি তা হল আপনার ড্যাটা বেশি খরচ হচ্ছে। তাই তো স্যার?
তমুকঃ জ্বি ভাই। দ্যাখেন আমি কোন ডাউনলোড টাউনলোড কিচ্ছু করি না এরপরও এত্ত ডাটা কই যায়?
অমুকঃ আমাকে প্রথমে জানতে হবে স্যার আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার ডাটা বেশি কেটে নিচ্ছি আমরা। কোন পরিমাপক কিছু আছে আপনার কাছে?
তমুকঃ (বেশ বিরক্ত হয়ে) আমি কিন্তু এখনো বলি নাই যে আপনারা ডেটা কেটে নিচ্ছেন কিন্তু এখন বলছি যে আপনারা কেটে নিচ্ছেন। ধান্দাবাজী করেন মিয়ারা?
অমুকঃ স্যরি স্যার!
তমুকঃ স্যরি মানে কি? বাড়ি কই আপনার?
অমুকঃ স্যরি স্যার!
তমুকঃ জিজ্ঞেস করেছি বাসা কোথায় আপনার?
অমুকঃ মোহাম্মদপুরে স্যার!
তমুকঃ অফিস কোথায়?
অমুকঃ গুলশানে স্যার।
তমুকঃ মোহাম্মদপুর থেকে নিউমার্কেট কাছে না গুলশান কাছে?
অমুকঃ কেন স্যার?
তমুকঃ জিজ্ঞেস করেছি উত্তর দ্যান।
অমুকঃ স্যার নিউমার্কেট
তমুকঃ জানলেন ক্যামনে? জমি মাপা রশি নিয়া ঘোরেন, লগে?
অমুকঃ না স্যার আন্দাজে।
তমুকঃ তাইলে আমারো কি ডেটা পরিমাপক যন্ত্র নিয়া ঘুরন লাগব। শোনেন মিয়া মানুষই একমাত্র জীব যারা কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাই পরিমাপ করতে পারে নির্ভূল ভাবে।
অমুকঃ জ্বি স্যার।
তমুকঃ তাইলে এই যে আপনারা আমার ড্যাটা চুরি করতাসেন এইডার কি হইব?
অমুকঃ না স্যার আপনি ভূল বলছেন। এইটা চুরি না স্যার। আমি আপনার কমপ্লেইন টা রাখছি স্যার। আমাদের ইঞ্জিনিয়ারদের কাছে।
তমুকঃ ঠিক আছে রাখেন। শোনেন, এর পরে যদি আপনারা আমার ১ কিলোবাইট ডাটাও চুরি করেছেন তাইলে কিন্তু ভাল হইব না। পুরা গুষ্টি সুদ্দা অন্য কোন অপারেটরে চলে তো যাবই লগে একটা মামলাও দিব।
অমুকঃ একটু সময় নিচ্ছি স্যার।
আধা মিনিট পর….
অমুকঃ একটু সময় নিচ্ছি স্যার।
আরো আধা মিনিট পর….
অমুকঃ একটু সময় নিচ্ছি স্যার।
আবারো আধা মিনিট পর….
অমুকঃ আপনার কমপ্লেইন টা আমরা রেখে দিলাম স্যার। আর কোন ভাবে সাহাজ্য করতে পারি স্যার?
তমুকঃ আগে এই সাহাজ্যডা করেন পরের গুলার লাইগ্যা পরে ফোন দিমু। আর এই কমপ্লেইন লেখার জন্য আমাকে দুই মিনিট ওয়েট করায়া রাখলেন ক্যান? সবখানেই ধান্দাবাজী করেন মিয়ারা!
অমুকঃ হারামীর ফোনে ফোন দেয়ার জন্য …………
কাট্ট………
(মোবাইলের ব্যালেন্স থেকে ১১২ টাকা উধাও)

মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

নিরব শান্ত বলেছেন: খুবই হাসি পেল ভাই। :D

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

অগ্নি সারথি বলেছেন: হাসি না ভাই। এরা পুরাই ডাকাত। আজকে ১৭ তারিখ ৩ জিবিতেও কুলোচ্ছেনা। বোঝেন তাহলে!

২| ১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

রাশেদ মহাচিন্তিত বলেছেন: হাসাইলেন ভাই। :#)

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

অগ্নি সারথি বলেছেন: মেজাজটা খুব খারাপ হয়ে আছে এই মহাচোরদের জ্বালায়।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

কাজী শাহ এমরান বলেছেন: হা হা হা হা হা চোখের পানি ধইরা রাখতে পারলাম না হাসতে হাসতে ।

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

অগ্নি সারথি বলেছেন: ড্যাটা তো ড্যাটা এর উপর ১১২ ট্যাকা যাওনের পর থিক্কা আমি তো কানতেই আছি।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

প্রশান্ত মন বলেছেন: ফোন করলে আমাদের টাকা কেটে আমাদের কে অফার শুনায়, ল্যান্ড লাইন থেকে ফোন করলে অভিযোগ শুনবে না, বলবে যে কোন গ্রামীন নাম্বার থেকে কল করতে। মানে কাষ্টমার কেয়ার এর খরচ কল সেন্টার এর কল থেকেই উঠে এবং ডবল ঊঠে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই সমাধান দিতে পারে না।

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

অগ্নি সারথি বলেছেন: চোর চুরির সমাধান দিলে তো আর ভাই চুরিই থাকবেনা।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: =p~ =p~ =p~ =p~
অনলাইনেও কাস্টমার এজেন্ট এর সাথে চ্যাট করে কম্পলেইন দেয়া যায়, এতে খরচটাও কম।

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

অগ্নি সারথি বলেছেন: জানতাম না ভাই। খাড়ান এরপর চ্যাট করুম হারামী গুলার লগে।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

আরণ্যক রাখাল বলেছেন: সিম কম্পানিগুলা সেই মানের হারামি| এগুলার কথা আর কী কই
পোস্টে মজা পাইছি

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

অগ্নি সারথি বলেছেন: খুব বিরক্ত হয়ে আছি জানেন, এমনিতেই এই মাসে টান টান অবস্থা যাইতাসে তার উপর চোরেদের চোরামি।

৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

গেম চেঞ্জার বলেছেন: হারামী কোম্পানির কি স্বাভাবিক উপায়ে ডাকাতি কইর‌্যা পেটু ভরতাসে না? চুরি চুট্টামী কইরা পেটুক ভরতাবে??

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

অগ্নি সারথি বলেছেন: ভাই এরা জাত খারাপ। আসলে কি জানেন, যেই দেশে তেল আর ঘি এর দাম সমান সেই দেশে আইন কানুন সর্বনেশে হবেই।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: তেল ঝড়ায়া ট্যাকা খসায়, স্যার স্যার কইয়া মূখে ফেনা তুইলা ট্যাকার শ্রাদ্ধ করায়!

কিউবিতে একদিন প্রায় ৪ মিনিট ওয়েটের পর যখন তোতা পাখির কথা কয়- আমি কইলঅম ভাই লটারি পাইছি..
কয় সরি স্যার!
আমি কইলাম ৪ মিনিটে ওয়েটিংয়ে থাইক্যা আপনেরে পাইছি- লটারি না কন!

স্যার কি ভাবে সাহ্যয্য করতে পারি
অনুগ্রহ করে সাতে থাকুন
একটু অপেক্ষা করুন
...
ব্লা ব্লা ব্লা..
এইগুনার ঘূমের মইধ্যে বা ঘরের বিবিরে/স্বামীরেও বা ১৮ + টাইমেও কি এমনেই ট্রিট করে নাকি! অভ্যাস বইলা কথা! ;) =p~ =p~ =p~

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

অগ্নি সারথি বলেছেন: :P :P :P :P =p~ =p~ =p~ =p~ হইত্যারে অভ্যাস বইলা কথা!

৯| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

ধমনী বলেছেন: মানুষকে বোকা বানিয়ে টাকা কামানোর প্রাতিষ্ঠানিক পদ্ধতির নাম মার্কেটিং। সুতরাং...

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৭

অগ্নি সারথি বলেছেন: :) :) :)

১০| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২১

কান্ডারি অথর্ব বলেছেন:



=p~ =p~ =p~ =p~ =p~

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৪

অগ্নি সারথি বলেছেন: X( X( X(

১১| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


রাগ কইরেন না। এইসব আংরেজ সার্ভিস বাদ দিয়ে এলাকা ভিত্তিক কোন ব্রডব্যান্ড লাইন নিয়ে ফেলেন।

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩২

অগ্নি সারথি বলেছেন: এইটা একটা খাটি কথা কইছেন ভাই। চিন্তা তো করি নাই। দেখি আইজকাই কথা কমু নে। ধন্যবাদ।

১২| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৬

প্রামানিক বলেছেন: জওয়াব সোওয়াল ভাল লাগল। ধন্যবাদ

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

অগ্নি সারথি বলেছেন: ;) ;) ;)

১৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

হাসান মাহবুব বলেছেন: তারপর কী হৈলো? সমস্যার সমাধান হৈছে? নাকি "আরেকটু সময়" নিচ্ছে তারা? X((

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

অগ্নি সারথি বলেছেন: না ভাই তার পর তারা পুরো সময়টাই নিল কিন্তু সমাধান আর হল না। এখন ভাবতাসি ব্রডব্যান্ড কানেকশন নিব।

১৪| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখাটা পড়ে হাসতেছি , কিন্তু নিছে ''১১২ টাকা উধাও'' পড়ার সাথে সাথে আমার হাসিও উধাও X((
ব্যাটারা বিরাট চোর !!!!

২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

অগ্নি সারথি বলেছেন: খালি চোর না লিটন ভাই, বাটপার আর বদমাইশ ও।

১৫| ২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

সুমন কর বলেছেন: ১১২ টাকা উধাও !!!.... |-) |-) আপনি অনলাইনে চ্যাট করতেন, তাহলে আরো কিছু ডাটা চুরি করতে পারতো... :P

ব্রডব্যান্ড কানেকশন নিয়ে নেন...

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১১

অগ্নি সারথি বলেছেন: হ ভাই। গত দিন ব্রডব্যান্ডের কানেকশনের জন্য কথাও বলে এসেছি। হারামীর ফোন আর না।

১৬| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্যার আর সরি বলে
মুখে তোলে ফেনা;
কর্পোরেট চোর তারা
কামে যায় চেনা।

মিঠা মিঠা বুলি যতো
ইসমার্ট পোলাপান;
টাউটারি সব জানে
হারামী এক একখান।

যদি কভু ভুলে ভালে
ফোন দ্যাও কোনো কালে;
স্যার স্যার বলে বলে
দেবে বাঁশ তলে তলে।

আজতক হেগো কাছে
পাই নাই সমাধান;
মাঝখানে খালি হয়
সাধের ব্যালেন্সখান।

এই হলো কলি কালে
জোচ্চরি ডেয়ারিং;
কমপ্লেন দিলে কয়
কাস্টোমার কেয়ারিং !!! X( X((

২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৮

অগ্নি সারথি বলেছেন: আজতক হেগো কাছে
পাই নাই সমাধান;
মাঝখানে খালি হয়
সাধের ব্যালেন্সখান।
- হা হা হা। আবারো চরম হইছে কবি। ধন্যবাদ ধন্যবাদ। ম্যালা গুলা ধন্যবাদ।

১৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

সুলতানা রহমান বলেছেন: একশ বারো টাকা!! আহারে!!

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩০

অগ্নি সারথি বলেছেন: :( :( :(

১৮| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: বোধহয় অনেক দেরী করেই এলাম।। রস-রসিকতার মাঝেই বাস্তবতাটুকু ফুটিয়ে তুলেছেন।।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩০

অগ্নি সারথি বলেছেন: :(( :(( :(( :((

১৯| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৬

উর্বি বলেছেন: (মোবাইলের ব্যালেন্স থেকে ১১২ টাকা উধাও) :P

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩১

অগ্নি সারথি বলেছেন: :(( :((

২০| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: জিপির স্টার, প্লাটিনাম, গোল্ড, এক্সপ্লোরার গ্রাহকরা নাকি জিপিতে আগে লাইন পায়। সব ভুয়া কথা। অপেক্ষায় রাইখা কমনভাবে টাকা কাটা তাদের বিজনেসের অন্যতম শর্তের মতো ছোট ছোট অক্ষরে লেখা আছে, ইউ হ্যাভ টু বুঝতে হবে!

২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

অগ্নি সারথি বলেছেন: X(( X(( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.