নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

পিতাহি পরমং তপ (পিতা স্বর্গ, পিতা ধর্ম)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮



আগে বাবা হ তারপর বুঝবি………….!
আমার সারাটা জীবনে বাবার মুখ থেকে যতবার যত নীতি বাক্য শুনেছি, সব থেকে বেশি বার শুনেছি উপরোক্ত কথাটি-ই। সেসময় বাবার মুখ হতে কথাটা শুনতে যেমন বেশ বিরক্ত লাগত তেমনি সন্তানের প্রতি পিতার কর্তব্যগুলোও বেশ স্বাভাবিক মনে হত। বাবার সাথে সাথে সাবলীল কোন সম্পর্ক আমাদের দুই ভাইয়ের কারোর-ই ছিল না বরং তার কথায় বিরক্তির মাত্রা আমাদের চরমে উঠত। শত শাসন আর অনুশাসনেও, আমাদের শেষ আশ্রয়স্থল ছিল আমাদের মা। অথচ সারাটা জীবনে সন্তানেদের একবারও শাসন না করা পিতাকে আমরা বিন্দুমাত্র পাত্তা দিতে চাইতাম না। আমাদের সামান্য বয়স হবার পর, বাবা কোন কথা বললেই তেলে বেগুনে জ্বলে উঠতাম আমরা। অথচ শহরের হোস্টেলে থেকে অষ্টম শ্রেনী পড়ুয়া নির্বোধ বালকটির মাথায় কখনো এই প্রশ্নটা একটি বারের জন্যেও আসত না যে, শহরের অফিসে মিটিং করতে আসা পিতা, মিটিংএ দেয়া বিরানীর প্যাকেট টা কেন নিজে না খেয়ে তার হোস্টেলে থাকা সন্তানের জন্য বয়ে নিয়ে আসত বারেবার।
তারপর কেটে গিয়েছিল অনেকগুলো বছর। আমার ভাবনাতে কখনো একটি বারের জন্যেও আসে নাই যে, চাকুরীটা ছেড়ে দেবার পর শুধু এক কৃষিকে অবলম্বন করে সংসার আর রাজধানীতে সন্তানকে পড়ানোর খরচ জোগাতে তাকে কি পরিমান হিমশিম খেতে হয়েছিল। সেটা কস্মিনকালেও তিনি আমাদের বুঝতে দেন নাই। জগত সংসারের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে চরম ভাবে ঋনী হয়ে পড়া আমার পিতা, শত অভাব আর দুঃশ্চিন্তার মাঝেও স্বপ্ন দেখে চলতেন, তার সন্তানেদের মানুষের মত মানুষ হয়ে ওঠবার স্বপ্ন। একটা সোনালী সুদীনের স্বপ্ন।
সোনালী সেই সুদীনগুলো আমার পিতাকে আমি ফেরত দিতে এখনো পারি নাই, সত্য। তবে ঋনগ্রস্থ পিতাকে আমি করতে পেরেছি ঋনমুক্ত। আর একই সাথে তার সন্তানকে পিতা বানানোর মনো-কামনায়, আমিও হয়েছি আজ পিতা।
পিতা হিসেবে নিজেকে আবিস্কার করার পর জীবনের সকল স্বপ্নগুলো আজ যেন শ্রেয়ান আর নীর কে ঘিরে। তাদের শত আবদার আর অভাব-অভিযোগ মেটাতে নিজেকে নিয়োজিত করি, এমনকি আকাশের চাঁদটা পর্যন্ত। আর এর জন্য ত্যাগ করে চলেছি সংসারের তাবত আরাম-আয়েশ আর স্বাচ্ছন্দ্য গুলো। তাদের চোখে মুখে সামান্য তৃপ্তির আভা-ই যেন পরম সুখ আর স্বাচ্ছন্দ্য, এর বাইরেই আর কিছুই নেই।
বাবা, হঠাত করেই আজ তোমাকে খুব বেশি মনে পড়ছে। না, সন্তান হিসেবে নয়। একজন পিতা হিসেবে আরেক পিতাকে- যারা কিনা সন্তানের ভবিষ্যত উৎকণ্ঠায়, আবদার আর অভাব-অভিযোগ পূরনে আর সংসারের বোঝা টানতে টানতে একদিন নিজেকে যন্ত্র-পিতায় রুপান্তর করেন। আমরা, সন্তানেরা অনেক অবিচার করে ফেলেছি তোমার উপরে। ক্ষমা করো আমাদের।

মন্তব্য ৭৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


বাবা হবার পর আমারও বোধটা ঠিক এমনই।
বাবা তোমার উপরে হয়তবা অনেক অবিচার করে ফেলেছি। কিছুই তেমন করতে পারিনি তোমার জন্য।
ক্ষমা করে দিও বাবা আমাকে...

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

অগ্নি সারথি বলেছেন: আসলে সব বাবারা মনে হয় এমনই হন। শুভ কামনা কান্ডারী।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: দিলেন তো মনটা খারাপ করে!

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

অগ্নি সারথি বলেছেন: মন খারাপ করে দেবার জন্য দুঃখিত ভাই। আসলে কি জানেন আমার মনটাও আজ খারাপ।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০

সুমন কর বলেছেন: সোনালী সেই সুদীনগুলো আমার পিতাকে আমি ফেরত দিতে এখনো পারি নাই, সত্য। তবে ঋনগ্রস্থ পিতাকে আমি করতে পেরেছি ঋনমুক্ত। আর একই সাথে তার সন্তানকে পিতা বানানোর মনো-কামনায়, আমিও হয়েছি আজ পিতা।

মন ভারী করার মতো অসাধারণ লেখা।

** বড়দিনের শুভেচ্ছা রইলো... !:#P

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০১

অগ্নি সারথি বলেছেন: আপনাকেও বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সুমন ভাই। সুন্দর হোক আপনার জীবন।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

প্রামানিক বলেছেন: আহারে! দিলেন তো আমার বাবার কথা মনে করিয়ে। আমি ঢাকা থেকে যাবো সেই খবর দিলে আমার বাবা আমার ছেলেটিকে সাথে নিয়ে খেয়া ঘাটে এসে বসে থাকতো। সেই স্মৃতিগুলো চোখে ভেসে উঠল।

চমৎকার বাবা বিষয়ক লেখা লিখেছেন। ধন্যবাদ

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

অগ্নি সারথি বলেছেন: বাবারা এমনই হন আসলে। পিতাহি পরমং তপ (পিতা স্বর্গ, পিতা ধর্ম)।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১০

আমি ময়ূরাক্ষী বলেছেন: আপনার জন্য , আপনার সন্তানের জন্য এবং পিতার জন্য প্রার্থনা রইলো।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২

অগ্নি সারথি বলেছেন: অনেক ধন্যবাদ আর আপনার সুন্দর দাম্পত্য জীবনের জন্য অনেক অনেক শুভকামনা।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬

সুলতানা রহমান বলেছেন: কারো কষ্ট ফিল করার জন্য তাকেও ওই অবস্থায় যেতে হয়। তবে অনেকে সেই অবস্থায় গেলেও বুঝতে পারেনা।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৬

অগ্নি সারথি বলেছেন: সহমত।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

মানবী বলেছেন: চোখ ভিজিয়ে দেয়া লেখা....
" অথচ সারাটা জীবনে সন্তানেদের একবারও শাসন না করা পিতাকে আমরা বিন্দুমাত্র পাত্তা দিতে চাইতাম না। আমাদের সামান্য বয়স হবার পর, বাবা কোন কথা বললেই তেলে বেগুনে জ্বলে উঠতাম আমরা।"

- এটা পড়ার সময় একজন সহজ সরল মানুষের আহত মুখটা সামনে ভেসে উঠলো... !

সন্তান জন্মের পর নিজের পিতার আত্মত্যাগ সম্পর্কে সচেতন হয়েছেন তাই বা কজন পারে। আর, বাবাকে ঋণমুক্ত করেছেন জেনে খুব ভালো লাগলো। অনেকে বলে ইদানীং সন্তানরা মা বাবাকে দেখে না, অথচ চারপাশে অসাধারণ সব সন্তানের উদাহরন দেখি প্রতিদিন!

হাজার অনাচার আর যুদ্ধ বিগ্রহের মাঝে অসাধারণ সব বাবা মা, আর অসাধারন সন্তানেরা ভবিষ্যত প্রজন্মের জন্য আলোকিত এক পৃথিবী রেখে যাচ্ছে!

মন ছুঁয়ে যাওয়া পোস্টের জন্য ধন্যবাদ অগ্নি সারথি!
শ্রেয়ান আর নীরের জন্য দোয়া রইলো।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

অগ্নি সারথি বলেছেন: পিতা জাতটাই আসলে সন্তানের সামনে সরল আর এক আহত প্রানী হিসেবে আবির্ভূত হয়।
হাজার অনাচার আর যুদ্ধ বিগ্রহের মাঝে অসাধারণ সব বাবা মা, আর অসাধারন সন্তানেরা ভবিষ্যত প্রজন্মের জন্য আলোকিত এক পৃথিবী রেখে যাচ্ছে! - বেশ চমৎকার একটা কথা বলেছেন। সহমত এবং শ্রদ্ধা।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

নেক্সাস বলেছেন: বাবা, হঠাত করেই আজ তোমাকে খুব বেশি মনে পড়ছে। না, সন্তান হিসেবে নয়। একজন পিতা হিসেবে আরেক পিতাকে- যারা কিনা সন্তানের ভবিষ্যত উৎকণ্ঠায়, আবদার আর অভাব-অভিযোগ পূরনে আর সংসারের বোঝা টানতে টানতে একদিন নিজেকে যন্ত্র-পিতায় রুপান্তর করেন। আমরা, সন্তানেরা অনেক অবিচার করে ফেলেছি তোমার উপরে। ক্ষমা করো আমাদের।


সব সন্তানের , সব বাবার আকুতি

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ নেক্সাস। শুভ কামনা জানবেন।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

সুমাইয়া সিদ্দিকা বলেছেন: ভাল লাগল লেখাটা ।
আমার ভবিষ্যত নিয়ে উৎকণ্ঠা আবদার আর অভাব-অভিযোগ পূরনের সময় হওয়ার আগেই যে বাবাকে হারিয়ে ফেলেছি । অন্য বাবাদের দেখে ভাবি আমার বাবা ও এমনি হত ।। ভাল থাকুক সব বাবারা আর আমরা যেন বেঁচে থাকতেই তাদের স্বপ্ন গুলো কিছুটা পুরন করতে পারি ।।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

অগ্নি সারথি বলেছেন: অনেক অনেক দোয়া রইল আপনার বাবার জন্য।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

গেম চেঞ্জার বলেছেন: ফেসবুকেই পড়ে ফেলেছি। আমি তো বাবা হবার স্টেপেই আসতে পারিনি অগ্নিভাই। তয় কথা সইত্য, আমার মা বাবাও বারবার বলেন "আগে বাপ হও তারপর বুঝবা"।

আপনার জন্য কামনা করি, আপনিও যেন হোন আদর্শ এক পিতা।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

অগ্নি সারথি বলেছেন: মা বাবারা যা বলেন তা বাস্তবিক বুঝতে পারবেন পিতা হবার পর। সন্তানের জন্য পিতা-মাতাকে যে কি পরিমান শংকা আর উৎকণ্ঠায় থাকতে হয় আর সাথে তো কষ্ট আর ত্যাগ স্বীকার রয়েছেই।
পৃথিবীর সকল পিতাই যেন হন আদর্শ পিতা। ধন্যবাদ সহ-ব্লগার। কৃতজ্ঞতা জানাই।

১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: শহরের অফিসে মিটিং করতে আসা পিতা, মিটিংএ দেয়া বিরানীর প্যাকেট টা কেন নিজে না খেয়ে তার হোস্টেলে থাকা সন্তানের জন্য বয়ে নিয়ে আসত বারেবার।

বাবারা এমনি হয়।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

অগ্নি সারথি বলেছেন: বাস্তবিক বাবারা এমনই হয়। ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।

১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৮

দেবজ্যোতিকাজল বলেছেন: বুঝে কে বেশি বাবা না মা ?

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৪

অগ্নি সারথি বলেছেন: মা এবং বাবার মধ্যে কোনরুপ পার্থক্য তৈরির জন্য পোস্টের অবতারনা হয় নাই ভাই। অবশ্যই মায়ের কোন তুলনাই হয় না। তবে বাবাদের অবদান ও কিন্তু কম নয়।

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:২৫

রুদ্র জাহেদ বলেছেন: দিলেনতো মন খারাপ করর!তবে আমি আমার বাবাকে তেমন দেখিনি।আমার জন্মের কয়েকমাস পরই উনি পৃথিবী ত্যাগ করেন।

তবুও আমার সবই রয়েছে...আমার মা আমার সব...জীবন অস্তিত্ব।এভাবে এসবকথা বলার জন্য সরি প্রিয় ব্লগার।লেখাটি পড়ার অন্যরকম অনুভূতি অনুভব হলোতো।অনেক অনেক শুভকামনা আপনার জন্যে পরিবারের জন্যে...

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৬

অগ্নি সারথি বলেছেন: আপনার মন খারাপ করে দেবার জন্য আমি যার পর নাই ব্যাথিত। দোয়া করি আপনি অনেক ভাল একজন বাবা হিসেবে আবির্ভূত হন আপনার সন্তানেদের কাছে। অনেক অনেক দোয়া রইল.......

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩০

লেখোয়াড়. বলেছেন:
এমন পোস্ট দিলেন কেন বুঝলাম না।
আমাকে কিছু না বলেই বিদায় নিতে হলো।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

অগ্নি সারথি বলেছেন: এমনি হঠাত করে দূরদেশে বাবার কথা খুব মনে পড়ছিল আর একজন সদ্য পিতাকে আরেক পিতার সাথে মেলানোর চেষ্টা করছিলাম। ভাল থাকবেন।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৭

দেবজ্যোতিকাজল বলেছেন: আমি কম বেশি করছি না । কম বেশি করেছে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ । মা মারা গেলে বাবা আবার বিয়া করে আর বাবা মারা গেলে মা বুকে জড়িয়ে মানুষ করে

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২০

অগ্নি সারথি বলেছেন: হুম। অপ্রিয় সত্যটা বলেছেন সত্য কিন্তু আমি বলেছি একজন পিতা হিসেবে আরেক পিতাকে- যারা কিনা সন্তানের ভবিষ্যত উৎকণ্ঠায়, আবদার আর অভাব-অভিযোগ পূরনে আর সংসারের বোঝা টানতে টানতে একদিন নিজেকে যন্ত্র-পিতায় রুপান্তর করেন। আর আমরা, সন্তানেরা যাদের উপর নিজেদের অজান্তেই অনেক বেশি অবিচার করে ফেলি।

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০০

কল্লোল পথিক বলেছেন: আমরা সবাই সন্তান আবার সবাই বাবা।এ জীবনে ডুয়েল রোল প্লে করি।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

অগ্নি সারথি বলেছেন: সহমত। আর এই সম-ডুয়েল রোলে আমাদের চরিত্র গুলো একটা আরেকটার সাথে চরম ভাবে ভিন্ন হয়ে যায়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ কল্লোল পথিক। কৃতজ্ঞতা জানবেন।

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

ধমনী বলেছেন: হুমম...

২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

অগ্নি সারথি বলেছেন: :)

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

ধমনী বলেছেন: সম্ভবত পরের অংশ- পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা.

২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

অগ্নি সারথি বলেছেন: পিতাহি পরমং তপ। পিতোরি প্রিতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা
মাতা জননী ধরিত্রী, দয়াদ্র হৃদয়া সতী। দেবীভ্যো রমণী শ্রেষ্ঠা নির্দ্দোশা সর্ব দুঃখ হারা

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

প্রবাসী ভাবুক বলেছেন: পৃথিবীতে খারাপ মানুষের অভাব না থাকলেও খারাপ বাবা পাওয়া দুষ্কর৷

২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

অগ্নি সারথি বলেছেন: সহমত।

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: বাবা হবার পর নিজের বলে কিছু থাকে না, সবই সন্তানদের ঘিরে আবর্তিত হয়।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

অগ্নি সারথি বলেছেন: সত্য! আমারো তাই হয়েছে।

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাবা শুধু দিয়েই গিয়েছিলেন , ফেরত দিতে পারিনি কিছুই ।

সুসন্তান সদকায়ে জারিয়া স্বরূপ । সুসন্তান কতটুকু হতে পেরেছি জানিনা , তবে কুসন্তান হইনি ।
যখনি পিতা মাতার কথা মনে পড়ে , এই দোয়াটুকু করতে ভুল করিনা ।
''রাব্বিরহাম হু'মা কা'মা রাব্বা ইয়ানি সাগিরা ।''

আল্লাহ আমাদের প্রত্যেকের মাতা পিতাকে জান্নাত নসিব করুন ।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

অগ্নি সারথি বলেছেন: সুন্দর কথা বলেছেন লিটন ভাই। আল্লাহ আমাদের প্রত্যেকের মাতা পিতাকে জান্নাত নসিব করুন ।

২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

আরণ্যক রাখাল বলেছেন: প্রবাসী ভাবুকের কমেন্টাই আরেকবার করতে ইচ্ছা করছে

২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

অগ্নি সারথি বলেছেন: পৃথিবীতে খারাপ মানুষের অভাব না থাকলেও খারাপ বাবা পাওয়া দুষ্কর৷

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৫

জুন বলেছেন: পরিচিত এক ভদ্রলোকের ছেলে তার সাথে খুবই খারাপ ব্যবহার করতো। বাবা তাকে ছোটবেলা থেকে নিজের চেয়েও বেশি ভালোবাসতো সেই ছেলেকে। একদিন জানতে চেয়েছিলাম এত দুর্ব্যবহারের পরো ছেলের জন্য এত ভালোবাসার কারন। তাতে উনি উচ্চারন করে ছিলেন সেই বিখ্যাত উক্তি,
"কুপুত্র যদ্যপি হয়, কুপিতা কখনোই নয় "
আপনার লেখাটি মর্মস্পর্শী।
+

২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

অগ্নি সারথি বলেছেন: "কুপুত্র যদ্যপি হয়, কুপিতা কখনোই নয় "- ধন্যবাদ জুন।

২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫

রক্তিম দিগন্ত বলেছেন: ব্লগের সবাই বাবা-মা কেন? সবাই মুরুব্বী!!! :( মনের খায়েশ মিটায়া ফাজলামি করব - তারও কোন উপায় নাই! :(
সবাই বেশি খারাপ! আগেভাগেই বুড়া হয়া গেছে। X((

আমিও বাবা-মার কাছ থেকে এইটা অনেকবার শুনেছি, আগে বাপ হ - তারপরে বুঝবি... কিন্তু মনেহয় আগেই বুঝে গেছি কিছুটা। অনুভূতিটা অবশ্যই আনন্দের কিন্তু তার সাথে সংগ্রাম যে প্রতি পদে পদেই থাকবে সেইটাও বুঝতে পারছি।

বাবা হওয়ার প্রথম ধাপ পেরোনোর অনেক আগেই সবাই যে হারে ভয় দেখাচ্ছে - তাতে তো.... থাকুক, অংশটুকু উহ্য :|

২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

অগ্নি সারথি বলেছেন: মুরুব্বীগো লগে ফাযলামী করতে তো বেশি মজা। এইটা ভয় না, বাবা হওয়াতে যে কি পরিমান আনন্দ সেটা বুঝবেন যেদিন বাবা হবেন! শুভ কামনা রইল আপনার জন্য।

২৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর পোস্ট। তবে আপনি যেমন বাবা হবার পরে নিজের বাবার কষ্ট বুঝতে পেরেছেন অনেকে তাও পারে না।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬

অগ্নি সারথি বলেছেন: এই বোধটা আমার আগে কেন হয় নাই সেটা নিয়েই বেশ মন খারাপ করে বসে আছি। ধন্যবাদ তনিমা।

২৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮

অচিন্ত্য বলেছেন: সন্তান হয়ে বুঝিনি সন্তান কী জিনিস। বুঝেছি পিতা হয়ে।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬

অগ্নি সারথি বলেছেন: হুম। ঠিক বলেছেন।

২৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

হাসান মাহবুব বলেছেন: "পৃথিবীতে অনেক খারাপ মানুষ থাকতে পারে, কিন্তু খারাপ বাবা একটাও নেই"।

হুমায়ূন আহমেদের এই উক্তিটি সুন্দর। শুভকামনা রইলো।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮

অগ্নি সারথি বলেছেন: বাস্তবিক সুন্দর কথা বলেছিলেন তিনি। তবে উক্তিটি যে হুমায়ূন আহমেদের তা জানতাম না। ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

২৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার ছবি পোষ্ট কোথায়? =p~

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৫

অগ্নি সারথি বলেছেন: ডিলিট করে দিসি। ভদ্র মহিলা বেশ মন খারাপ করেছেন সেই পোস্ট এ। আপনি কেমন আছেন?

২৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি ভদ্র মহিলার সাথে পরিচিত হতে চাই =p~

আমি ভাল। আপনি?

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

অগ্নি সারথি বলেছেন: আমারে ব্লক মাইর‍্যা রাখছে আফায়। নাম নাফিসা কামাল।

ভাল আছি। কি করেন? ফেসবুকে অগ্নিসারথি নামে একটা একাউন্ট খুলেছি।
https://web.facebook.com/sarothiagni

৩০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

ভাল হয়েছে।

এমনি, আব্বু আম্মুর সাথে গল্প করি।

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫

অগ্নি সারথি বলেছেন: পিতাহি পরমং তপ। পিতোরি প্রিতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা
মাতা জননী ধরিত্রী, দয়াদ্র হৃদয়া সতী। দেবীভ্যো রমণী শ্রেষ্ঠা নির্দ্দোশা সর্ব দুঃখ হারা

৩১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

কিরমানী লিটন বলেছেন: বিনম্র শ্রদ্ধা পৃথিবীর সব বাবাদের ...
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা ...

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮

অগ্নি সারথি বলেছেন: প্রিয় কবি, ভাললাগা জানবেন।

৩২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Happy Birthday!!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ। কয়েকবার মেইল চেক করেছিলাম কিন্তু! আপনি উইশ করেন নাই! :( :( :(

৩৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এই যে এখানে করলাম =p~

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

অগ্নি সারথি বলেছেন: হুম! এতদিন পর।

৩৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

প্রোফেসর শঙ্কু বলেছেন: বাবা কি জিনিস সেটা কম বুঝেছি, নিজে বেশি সময় পাই নি তাকে। তবে এখন বুঝি, জগতের পবিত্রতম ডাকের একটি হচ্ছে 'বাবা'

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৩

অগ্নি সারথি বলেছেন: জগতের পবিত্রতম ডাকের একটি হচ্ছে 'বাবা' - সহমত।

৩৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: বেশ আবেগী লেখা । এটাই জগতের নিয়ম, নিজে পরখ না করে তার স্বাদ কেউ কখনো পুরোপুরি বুঝতে পারে না । আপনি বাবা হয়ে আপনার বাবাকে বুঝতে পেরেছেন । এটাই জীবনের চক্র, তবে বুঝতে পারার উপলুব্ধি আছে কয়জনের ?

ভাল লাগলো লেখাগুলো ।

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথিকথন। কয়ডা দিন দেখলাম না আপনারে!

৩৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: ব্লগ দিয়ে ইন্টারনেট চালাইতে পারি নাই তাই দেখেন নাই । নেটওয়ার্ক কাভারেজের বাইরে ছিলাম !! তবেই সেই কয়টা দিন আরে আগে গুঁচেছিলো । এখন ফেলে আসা পোস্টগুলো আস্তে আস্তে পড়ছি আর কি !!! হা হা

১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

অগ্নি সারথি বলেছেন: :)

৩৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১

অন্ধবিন্দু বলেছেন:
একজন পিতা হিসেবে আরেক পিতাকে- যারা কিনা সন্তানের ভবিষ্যত উৎকণ্ঠায়, আবদার আর অভাব-অভিযোগ পূরনে আর সংসারের বোঝা টানতে টানতে একদিন নিজেকে যন্ত্র-পিতায় রুপান্তর করেন।

গভীর অনুভব, অগ্নি সারথি। অনেক মূল্যবান অনুভব। আমরা যেমন অবিচার করেছি তেমনি হয়তো আমাদের সন্তানেরাও আমাদের সাথে এমনটি করতে পারে। একজন পিতা হিসেবে আমারাও যেনো আমাদের বাবাদের মতো ধৈর্যবান থাকতে পারি আর সু-শাসনে সন্তানদের মানুষ করতে পারি।

আপনার বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা রইলো।

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭

অগ্নি সারথি বলেছেন: অনেক ধন্যবাদ অন্ধবিন্দু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.