নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!
ও ঝড়া পাতা গো, তোমার সাথে আমার রাত পোহানো কথা গো
পুরানো বার্ধক্য আর জড়তা ভুলে, ওই শোনো নতুনের আহবান
বার্ধক্য আর জরা ভূলে নতুনের ডাকে সাড়া দেয়া লিচু গাছটিও
তবে তাই হোক, হোক নতুনের জয়গান
গাছে গাছে আমের মুকুল, জানান দিয়ে চলেছে মধু মাসের বারতা
মুকুলের মৌ মৌ গন্ধে সুবাসিত চারপাশ
নাম না জানা অগ্রীম ফোটা নীলরঙা ফুল
বেলী ফুল
লেবু ফুল
শীম গাছটিও নেই পিছিয়ে
নাম না জানা কোন এক বুনো ফুল
সরষে ক্ষেত
মৌ মাছি মৌ মাছি কোথা যাও নাচি নাচি.....
গৃহস্থ বাড়ির বৌয়ের কাচা মরিচ রোদে শুকোতে দেয়া
ফাগুনের প্রতিবিম্ব
মাঠ হতে তুলে নেবার পর স্তুপ করে রাখা সরিসা
গম ক্ষেত
তুমি আর আমি যেন ফাগুনের রেল লাইন, রেল লাইন
ফাগুনের সূর্য্য, অস্তের প্রস্তুতি নিয়ে ফেলেছে
তারপর, এক বুক আশা নিয়ে ফাগুনের রাতের আকাশে চাঁদ দেখা
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১
অগ্নি সারথি বলেছেন: আমারো ভাই।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫
মৃদুল শ্রাবন বলেছেন: বসন্তের শুভেচ্ছা রইলো পোষ্টে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭
অগ্নি সারথি বলেছেন: আপনাকেও। শুভকামনা।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: এক কথায় দূর্দান্ত, অসাধারণ ছবি ব্লগ!
শুভ কামনা জানবেন!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০
অগ্নি সারথি বলেছেন: শুভ কামনা জানবেন আপনিও।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
তোমার ঐ নিটোল অধরে
যে হাসি আমি দেখেছি
পারি কী তা ভুলে যেতে ?
হৃদয়ে গেঁথে রেখেছি
মিতালী হাওয়া বলে কানে কানে
বসন্ত এলো বলে,
হৃদয়ে গেঁথে রেখেছি।
আমার বির্বণ ধূসর ভূবন
ভোরের স্নিগ্ধতা পেলো তোমায় দেখে
তাইযে আমি হৃদয় হারিয়ে,
তোমার হৃদয় খুজেঁছি,
হৃদয়ে গেঁথে রেখেছি
আমার হৃদয় অনলে ভাঙ্গনের ঝড় উঠেছে
ঝড়ের দোলায় আমি,
শুধু তোমায় চেয়েছি
ছুটে যেতে চাই তোমার কাছে
নীরবতার সুখের ছন্দ জাগাতে
মিতালী হাওয়া বলে কানে কানে
বসন্ত এলো বলে,
হৃদয়ে গেঁথে রেখেছি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩
অগ্নি সারথি বলেছেন: বাপরে, কান্ডারী ভাই আমি কিন্তু পূর্বেই বলেছি আমি কবিতা কম বুঝি এরপর ও কবিতা আমার ভাললাগে। আবারো একরাশ ভাললাগা জানবেন।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো।ধন্যবাদ ভাই
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪
অগ্নি সারথি বলেছেন: আপনাকেও ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
এইটা মাকসুদের একটা গান তুলে দিছি ভ্রাতা।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮
অগ্নি সারথি বলেছেন:
আগে কইবেন না! মাকসুদের দুই একটা গান ছাড়া তো শোনাও হয় নাই।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০০
কল্লোল পথিক বলেছেন: চমৎকার সব ছবি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩
অগ্নি সারথি বলেছেন: চমৎকার কি না জানি না ভাই। তুললাম, দিলাম। এই আর কি! ধন্যবাদ।
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ফাগুনের আগুন শিমুল ফুল কোথায়?ছবি ব্লগ ভালো হয়েছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮
অগ্নি সারথি বলেছেন: ভাই শিমুল ফুল পাই নাই।
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮
উল্টা দূরবীন বলেছেন: সরষে ক্ষেতের ছবিটা ভাল্লাগছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২১
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: রেললাইন দেইখা সেই গানটা মনে পড়লোঃ দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেললাইন বহে সমান্তরাল ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
অগ্নি সারথি বলেছেন:
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬
সুমন কর বলেছেন: কথা আর ছবি মিলিয়ে চমৎকার হয়েছে।
+।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ সুমন দা।
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪
ভ্রমরের ডানা বলেছেন: প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম। অনেক সুন্দর পোষ্ট।
ভাল লাগা রইল।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৭
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।
১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৬
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর বাসন্তিক ছবি ব্লগ ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৪
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।
১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬
প্রামানিক বলেছেন: ছবি দেখে মুগ্ধ হলাম। অনেক ভাল লাগল। ধন্যবাদ
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০০
অগ্নি সারথি বলেছেন: আপনারেও অনেক ধন্যবাদ প্রামানিক দা।
১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪
রয়েল বেঙ্গল ছাগল বলেছেন: খুব ভালো পোসট
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ। আপনার নিকটি এমন কেন? যাই হোক নিক যার যার ব্যাপার। শুভকামনা।
১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
জুন বলেছেন: সুন্দর ছবি ব্লগ অগ্নি সারথি । বেগুনী ফুলটা যতদুর মনে হলো জারুল
+
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬
অগ্নি সারথি বলেছেন: অনেক ধন্যবাদ জুন। ফুল খুব বেশি বিশেষ একটা চিনিনা। দেখেছি আর খিচেছি- ক্লিক।
১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
অপর্ণা মম্ময় বলেছেন: রেল লাইন আর সূর্যের অস্ত যাবার প্রস্তুতি এই ছবি দুইটা বিশেষ ভালো লাগলো।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
অগ্নি সারথি বলেছেন: অনেক ধন্যবাদ অপর্না।
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
অগ্নি কল্লোল বলেছেন: সরষে ক্ষেত আর রেল লাইন দুটোই খুব প্রিয়।।
ধন্যবাদ।।