নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

যুগে যুগে আমরা ছিলাম, আছি এবং আমরাই থাকব। আমরাই অভিজিৎ, আমরাই নিলয়! আপনার আজকের ভোটটি সারথিকে দিয়েছেন তো?

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১০


হঠাত মা-র ফোন। কতকটা আতংকিত তিনি। বারবার বলে চলেছেন তুই এসব ব্লগার ফ্লগার লেখালেখি আর করবি না বাবু! আমার এসব কিচ্ছু ভাল লাগছে না। গতদিন নাকি আরেকজনকে খুন করেছে তারা। তোকে আল্লাহ্‌ রসুলের দোহাই লাগে এসব আর লিখতে যাবিনা। কোন ভাবেই আমি মা-কে বোঝাতে পারলাম না যে মা, ঈমান আমার মাঝেও আছে। আমিও মুসলমানের বাচ্চা, আমি তোমাদের সন্তান। কিন্তু তার এক কথা- ওসব পুরস্কারের আমার দরকার নেই, তুই নাম প্রত্যাহার কর! যাই হোক মাকে কোন ভাবে বুঝিয়ে সুঝিয়ে চুপ করালাম কিন্তু তারপর থেকে ছোট্ট বেলায় পড়া কাজী নজরুলের ‘খোকার সাধ’ কবিতার কয়েকটি চরন খুব করে মনে পড়ছে-

'হয়নি সকাল, ঘুমো এখন'- মা বলবেন রেগে।
বলব আমি, 'আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাক,
হয়নি সকাল- তাই বলে কি সকাল হবে নাকো!
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে!

আবারো একজনকে খুন করা হল। প্রশাসন নীরব, সরকার নীরব। নিলয়-অভিজিতদের মত এই মামলাও দু-একদিনের মধ্যে ফাইলবন্দী হয়ে শুয়োপোকা আর তেলাপোকাদের ডিম পাড়বার স্থানে পরিনত হবে। মসি-র চেয়ে অসি সর্বদা বড় ছিল, বড় থাকবে। আর আমরা ম্যাঙ্গো পিপল তথা গোল্ড ফিস জাতি দুদিন পর আলোচনার নতুন টপিক খুঁজতে থাকব। নাজিম ব্লগার নাকি নাস্তিক ছিল নাকি গনজাগরনের কর্মী ছিল, আমার জানবার দরকার নেই। আমি শুধু জানি একজন মানুষ, একজন বাঙ্গালী খুন হয়েছে। এভাবে দিনে দুপুরে হাজারো বাঙ্গালী খুন হয়েছে। এবং হয়ে চলেছে। প্রশাসন নীরব, সরকার নীরব। একেকটা খুন যেন একেকটা এজেন্ডা পুরনের হাতিয়ার হয়ে চলেছে।

তবু আমরা ব্লগারেরা ব্লগ লিখে চলেছি একটার পর একটা। আর আমাদের একজনের পর একজনকে তারা হত্যা করে চলেছে দিনের পর দিন। তবু আমরা ব্লগ লিখে চলেছি। একটার পর একটা। কারন আমরা যদি না জাগি তবে সকাল হবে কিভাবে?
শত ভয় ভীতিকে উপেক্ষা করেও আমরা ব্লগারেরা রাজপথে এখনো আছি। আমরা থাকব। চলবে আমাদের কলম, যতদিন আমরা বেচে থাকব। আমাদের পরে অন্য কেউ। আমরাই অভিজিৎ, আমরাই নীলয়।

‘দি ববস’- এর ভোট প্রদান চলছে। এত সব খারাপ খবরের ভীরেও আমি আপনাদের আবারো জিজ্ঞেস করছি আপনার আজকের ভোটটি অগ্নি সারথিকে দিয়েছেন তো। অগ্নি সারথি জিতে গেলে কি হবে জানি না তবে এটুকু জানি ব্লগারদের স্বার্থ-সুরক্ষায় আমাদের আন্দোলন আরো জোরদার হবে। আর এই আন্দোলনকে বেগবান করতে ‘অগ্নি সারথিকে’ ভোট করুন। ২৪ ঘন্টা পরপর। প্রতিদিন। সারথি জিতে গেলে জিতে যাবে সারা দেশের নিপীড়িত ব্লগারগন, জিতে যাবেন আপনি, জিতে যাবে সামহোয়ার ইন ব্লগ।
যেভাবে ভোট দিবেনঃ

ভোট দিতে চলুন ববসে... ক্লিক

অথবা এখানে ক্লিক করুন ...

@ লগইন করুন ফেসবুক, টুইটার, ওপেন আইডি, অথবা ভিকন্টাক্ট (৫টির) এর যে কোন একটির মাধ্যমে।
সহজ ফেসবুক- আমার কাছে :)

@ লগ ইন হবার পর বেছে নিন প্রিয় বিভাগ - ইউজার এওয়ার্ড বাংলা যে ক্যাটাগরিতে তিনি নির্বাচিত হয়েছেন।
আর ২য় লিংকে ক্লিক করে ঢুকলে বাংলা ভাষা হাইলাইটস করা অংশে ক্লিক করুন

@ স্ক্রল করে নীচে নামুন... নামুন.. নামুন..

@ ৩ নং এ দেখুন আমাদের প্রিয় ব্লগার অগ্নি সারথিকে

@ দিয়ে দিন আপনার ভোট।

ব্যাস কাজ শেষ। ২৪ ঘন্টা পর আবার একই আইডি দিয়ে আবারো ভোট দিতে পারবেন। :)

একাউন্ট নিয়ে যারা সমস্যায় আছেন-

আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন।
ডয়েচে ভেলের একউন্ট না থাকলে খোলা খবুই সহজ ২টি ধাপ মাত্র।

ডয়েচে ভেলে একাউন্ট খোলা
১ম ধাপে
লগইনের পাশে ডয়েচে ভেলে আইকনে ক্লিক করুন। যে পইজ ওপেন হবে তাতে বিনামূল্যে রেজি: করুন এ ক্লিক করুন।


২য় ধাপ:


আপনার ইমেইল আইডি দিন , পাসওয়ার্ড দিন নামের ঘরে নাম লিখুন। কনফার্ম পাসওয়ার্ডে কনফার্ম করুন পাসওয়ার্ড...
আইএমন নট এ রোবট অপশনে ক্লিক করে -যে ভ্যারিফকেশন চাইবে- (ছবির উপরে লেখা থাকে.. ছবি থেকে নির্দিষ্ট কিছূ ছবি.. মার্ক করতে। নদী বললে নদী, পাহাড়া বললে পহাড়ের সব গুলো ট্রে্ন বললে ট্রেনের সকল ছবি.. এইভাবে ক্লিক করে ব্যারিফাই ক্লিক করুন।)
টার্ম এন্ড কন্ডিশনে ক্লিক করুন।
সবশেষে রেজিতে ক্লিক করুন।


ব্যাস এইবার ভোট দিতে থাকুন আনন্দে :)



মোবাইলে ভোট দিন সহজে: সৌজন্যে সাহসী সন্তান ভাই

১।

২।

৩।

৪।
এবার 'বাছাই করুন' এ ক্লিক করলে এ রকম আসবে!


৫।
'বাছাই করুনটা কম্পিলিট হয়ে গেলে নিচে 'মনোনীতদের একজনকে বাছাই করুন' এ ক্লিক করে 'অগ্নি সারথি' ভাইয়ের নামে ক্লিক করুন। এবং সর্বশেষ ভোট দিন অপশনে ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ। আবার ২৪ ঘন্টা পর সময় করে আর একটা ভোট দিন!


মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?? প্রশ্ন এখানেই জাগবো কয়টার সময়!!

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩২

অগ্নি সারথি বলেছেন: :(

২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫০

সচেতনহ্যাপী বলেছেন: ভোটটা আমার ভাইকেই দিয়ে এলাম।। ম্যাসেজে ছিল ইতিমধ্যেই ভোট দেওয়া হয়ছে ।।

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৩

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।

৩| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৭

sagor6T9 বলেছেন:
- দিয়েছি

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৫

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০

যোগী বলেছেন: ভোট দিবো ইনশাআল্লাহ

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ যোগী ভাই।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪১

ত।নজিয়। বলেছেন: Please vote for SHUNDARBAN

১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

অগ্নি সারথি বলেছেন: নিজের ভোটের সাথে সমানে ভোট দিয়ে চলেছি। আমি না হতে পারি দুঃখ নেই কিন্তু জিতে যাক সুন্দরবন!

৬| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৫

কথাকথিকেথিকথন বলেছেন: ভোট দিচ্ছি । কী হয় দেখা যাক । প্রথম দিকে ওয়েভ সাইটে ঢুকতে প্রবলেম হয়েছিল, অনেকবার ট্রাই করেও ভোট দিতে পারি নি । এখন ঠিক আছে তাই দিচ্ছি ।

শুভ কামনা রইলো । :)

৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪

রমিত বলেছেন: জিতে যাক সুন্দরবন!

৮| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৪

কল্লোল পথিক বলেছেন:

ভোট দিব ইনশাআল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.