নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

আমরা কি এবার মামুনকে মৃত্যু দুয়ার হতে ছিনিয়ে আনতে পারবনা!!!

৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:৩১



আমি আমার মামুন কে তোমাদের হাতে ছেড়ে দিয়েছি, আমি জানি আমার মামুন ফিরে আসবে। তোমাদের সাথে কাঁধে হাত রেখে হাসতে হাসতে।- কথা গুলো বলছিলেন একজন জনমদায়ী পরম মমতাময়ী মা যার নারী ছেঁড়া ধন আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পিজি হাসপাতালের বিছানায়। আমরাও কথা দিয়ে এসেছি তার নাড়ি ছেঁড়া ধনকে আমরা তার বুকে ফিরিয়ে দেব, হোক না যত অসম সেই যুদ্ধ।

শিক্ষা গ্রহন বিষয়টাকে অবশ্যই হতে হবে আনন্দময় এমন একটা বিশ্বাসকে সামনে রেখে সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে জয়েন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগকে করেছিল সগৌরবে প্রত্যাখান। আর তাই ফরিদপুর থেকে এসে ঢাকা রেসিডেন্সিয়ালের গন্ডি পেড়িয়েই সে সোজা চলে আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে পড়তে।
আমি কথা বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৩৮ তম ব্যাচের শিক্ষার্থী আল-মামুনের কথা। চমৎকার রবীন্দ্র সঙ্গীত গাওয়ার কারনে ক্যাম্পাসে যে কিনা পরিচিত হত ‘রবীন্দ্র মামুন’ নামে। বিশ্ববিদ্যালয় জীবনে মোটামুটি সকল কিছুতেই আনন্দ খুজে ফেরা এই ‘রবীন্দ্র মামুন’ নম্বর তোলার চেয়ে অধিক মনযোগী হত, একটা আনন্দময় শিক্ষা ব্যবস্থার খোঁজে। আর সেই সূত্র ধরে সে একজন ব্যাক বেঞ্চার ও!

এই ব্যাক বেঞ্চার আজ পিজি হাসপাতালের হেমেটলজি বিভাগে (ব্লক-ডি, ১৫ তলা) লড়ছে মরনঘাতি ব্লাড ক্যান্সারের সাথে। হাসপাতালের বেডে শুয়ে শুয়ে মামুন মুখে তার অমলীন হাসি নিয়ে আজ শরীরে প্লাটিলেট নামক রক্ত কনিকা নিয়ে চলেছে। এখানেও যেন সে খুঁজে ফিরে চলেছে আনন্দ নামক অনুষঙ্গটি। মরনঘাতি ক্যান্সারে ঠিক কতদিন মামুনের এই আনন্দ টিকে থাকবে, আমরা জানিনা!!


মামুনের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৪০ লক্ষ টাকা। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিতে হবে। আর এই অল্প সংখ্যক টাকাই আজ আমাদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ। ক্ষুদ্র ব্যবসায়ী দরিদ্র পিতার পক্ষে এই টাকা জোগাড় অসম্ভব। তবে এটা আমাদের জন্য সম্ভব। কত্ত মামুনকে না আমরা মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। আমরা এবারো নিশ্চিত ছিনিয়ে আনবো আমাদের মামুনকে। নিয়ে আমাদের আসতেই হবে কারন আমরা যে কথা দিয়েছি, মামুনের মা কে। আমাদের মা কে।
আসুন না, আমরা সকলে মিলে আবারো মামুনকে ফিরিয়ে নিয়ে আসি। করুন না সহায়তা যার যার সামর্থ্য অনুযায়ী। এবারের ঈদে না হয় একটা অংশ আমাদের এই মৃত্যু পথযাত্রী বন্ধুর জন্য বরাদ্দ করুন। প্লিজ এড়িয়ে যাবেন না। আমাদের এই লড়াইয়ে আমাদের হাতে হাত রেখে আমাদের সামনে এগিয়ে যাওয়ার সাহস দিন। আমাদের ক্ষুদ্র একটা প্রয়াসই পারে মৃত্যু পথযাত্রী মামুনকে ফিরিয়ে আনতে।
টাকা যেভাবে পাঠাবেনঃ

Savings accounts,
A/C name: Al Mamun.
NO. 1261510072166
Dutch-Bangla Bank Ltd.
Elephant Road Branch
Dhaka

Bkash no. 01717769877. Mustafizur Rahman ( মামুনের মামা)

যারা বাইরে থেকে অর্থ প্রেরণ করতে চান
Swift- DBBLBDDH Al Mamun
A/C no. 1261510072166
Dutch Bangla Bank Ltd.
Elephant Road Branch
Dhaka

(লেখাটি প্রস্তুত করনে তথ্য সরবরাহ করেছেন মামুন-উর-রশিদ। তার প্রতি কৃতজ্ঞতা!)

আপডেটঃ আল মামুন জেট এয়ারওয়েজের ১২৫০ ঘণ্টার ফ্লাইটে আজ মুম্বাই পৌছে সেখানে টাটা মেমোরিয়াল হসপিটালে ভর্তি হয়েছে।

মামুনের চিকিৎসা বাবদ আমাদের প্রাপ্ত অর্থের মোট হিসাব
আয়
বিকাশে জমা হয়েছে: ৩৪০০০/=
ডাচ বাংলায় মোট জমা হয়েছে: ১৬০০০/=
ক্যাম্পাস হতে উঠেছে: ৫৯২৮০/=
হেলেন কিলার ইন. হতে: ১৩০০০/=
৪০ ব্যাচের এক জন: ১১০০০/=
২৪ ব্যাচের একজন: ১০০০০/=
৩৮ কম ব্যাচ নৃবিজ্ঞান- ৩৪০০০/=
মোট : ১৭৭২৮০/=
খরচ: ১০০৫০০/= বিমান ভাড়া বাবদ।

কিন্তু অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি মামুনকে নিয়ে যাবার সময় ওর সাথে যে পরিমান অর্থ নিয়েছে খুব বেশি নয়। আমাদের কাছে খুব বেশি টাকা অবশিষ্ঠ নাই যে আমরা টাকা পাঠাবো। আপনাদের সাহায্য ছাড়া আমরা সত্যিই এখন নিরুপায়। সবার কাছে আকুল আবেদন আমাদের এই বন্ধুকে বাঁচাতে প্লিজ আপনারা আপনাদের সামর্থের সর্বোচ্চ টুকু দিবেন। আপনার দেওয়া অর্থ হয়তবা আপনার কাছে অনেক কম কিন্তু আপনাদের কাছে এমন সবার দান একত্রে অনেক বড়।
তাই প্লিজ আপনারা আমাদের এই বন্ধুর জন্য আপনাদের সামর্থ অনুযায়ী এগিয়ে আসুন।

মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:৩৯

বিজন রয় বলেছেন: কিছু একটা করতেই হবে।

ধন্যবাদ সারথি।

৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:৪২

অগ্নি সারথি বলেছেন: মামুনকে আমি খুব ভাল ভাবে চিনিনা। শুধু জানি একটা তাজা প্রান সামান্য কিছু টাকার জন্য শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে তাই কিছু একটা করতে চাওয়া আমার পক্ষ থেকে। আসুন না সকলেই, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ফিরে যাক মামুন তার মার কোলে।

২| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৩

অগ্নি সারথি বলেছেন: লেখাটিকে স্টিকি করবার জন্য বিজ্ঞ মডারেশনের নিকট আকুল আবেদন জানাচ্ছি!

৩| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৭

বিজন রয় বলেছেন: পোস্টি স্টিকি করা হোক।

৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৯

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ দাদা।

৪| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৯

মোঃ সাকিব বলেছেন: একজন রবিন্দ্ররত্ন চলে যাওয়ার পথে আর সারাদেশে রবিন্দ্র প্রেমীরা নিরবতা পালন করছেন চলে যাওয়ার পর ফুলের তোরা দেয়ার জন্য। আসলে দুনিয়া প্রেমীরা বড়ই স্বার্থপর, সকলেই নিজেরটাই আগে দেখেন, কারবালায় পনি পানের শিক্ষা কেউ গ্রহন করেন নাই।

৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৩

অগ্নি সারথি বলেছেন: না ভাই আমার বিশ্বাস আমাদের এই রবীন্দ্র রত্ন চলে যাবেনা। আমরা তাকে ঠিক মৃত্যু দুয়ার হতে ফিরিয়ে আনব। আমরা যে সেই মমতাময়ী জনম দুঃখী মাকে কথা দিয়ে এসেছি। প্রয়োজন শুধু সামান্য কিছু সহানুভূতি আর সহযোগীতার।

৫| ৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

সুমন কর বলেছেন: সাথে থাকার চেষ্টা থাকবে।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

অগ্নি সারথি বলেছেন: এমন আশাবাদী মন্তব্যে সত্যিই আমরা আশায় বুক বাধি সুমন দা। কৃতজ্ঞতা!

৬| ৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

সিলা বলেছেন: কেন্সার রোগ টা ইদানীং বাংলাদেশে অনেক বেসি ছরিয়ে গিয়েছে। :(

৩১ শে মে, ২০১৬ রাত ৮:২২

অগ্নি সারথি বলেছেন: :(

৭| ৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

সিলা বলেছেন: দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে দিন।

৩১ শে মে, ২০১৬ রাত ৮:২৩

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৮| ৩১ শে মে, ২০১৬ রাত ১১:৫১

গেম চেঞ্জার বলেছেন: সহযোগিতা করা দরকার!! আর ইদানিং এই রোগের প্রকোপ বেড়ে গেছে!!

০১ লা জুন, ২০১৬ রাত ১২:২৩

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ গেম ভাই। মামুনের বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ৪০ লাখ টাকা তিনি হয়তোবা স্বপ্নে ও কখনো দেখেন না। আমাদের এগিয়ে না আসলে ঝড়ে যাবে তাজা আরেকটা প্রান!

৯| ০১ লা জুন, ২০১৬ রাত ১:০৪

মিজানুর রহমান মিরান বলেছেন: সবাই বিন্দু বিন্দু সাহায্য করলেই সেটা নিশ্চয়ই সিন্ধু হবে। আমার বিন্দুটা যেকোনো মুহূর্তেই পৌছে যাবে।

০১ লা জুন, ২০১৬ রাত ১:৫৬

অগ্নি সারথি বলেছেন: মিরান ভাই আপনার এটা বিন্দু নয় এটা মানবতাকে বাচাতে ছুড়ে দেয়া একটা নিঃশ্বাস। কৃতজ্ঞতা জানবেন। দোয়া রাখবেন।

১০| ০১ লা জুন, ২০১৬ রাত ৮:২৪

সাহসী সন্তান বলেছেন: আমার মনে হয় সবাইকে এ ব্যাপারে এগিয়ে আসা দরকার! সবাই মিলে চেষ্টা করলে শুনেছি অনেক অসাধ্যও সাধন হয়ে যায়! সেদিক বিবেচনা করলে এটা খুবই ক্ষুদ্র একটি সমস্যা!

পোস্টের জন্য ধন্যবাদ ভাই! চেষ্টা করবো যতটা সম্ভব সাহায্য করার!

০১ লা জুন, ২০১৬ রাত ১১:৫২

অগ্নি সারথি বলেছেন: মানবতার পাশে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাই!

১১| ০১ লা জুন, ২০১৬ রাত ১০:০১

কল্লোল পথিক বলেছেন:



পোস্ট টি স্টিকি করার জন্য কর্ত পক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

০১ লা জুন, ২০১৬ রাত ১১:৫৩

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই কিন্তু কর্তৃপক্ষ কি শুনবে!

১২| ০২ রা জুন, ২০১৬ রাত ১২:৩২

মার্কোপলো বলেছেন:



যারা বাংলাদেশে ফরমালিন বিক্রয় করেছিল ও করছে, তাদের ১০ জনকে হত্যা করার টাকাটা আগে যোগাড়ের চেস্টা করেন।

০২ রা জুন, ২০১৬ রাত ১২:৩৭

অগ্নি সারথি বলেছেন: সেই টাকা যোগার হলেও তাদেরকে হত্যার সাহস আমার নেই!! যাই হোক কথা বলছিলাম মামুনের জন্য। সেই ১০ জনকে হত্যা করবার আগে মামুনের বেচে ফেরাটা আমাদের নিকট বেশি জরুরী ভাই।

১৩| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৪:২৬

রমিত বলেছেন: দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে দিন।

০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:১৯

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।

১৪| ০৩ রা জুন, ২০১৬ রাত ১২:৪৬

মহা সমন্বয় বলেছেন: তরতাজা একটি প্রাণ এভাবে ঝড়ে যেতে পারে না। :(
সবার সহযোগিতা কাম্য।

০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:১৯

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।

১৫| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৮

আহমেদ জী এস বলেছেন: অগ্নি সারথি ,




খারাপ লাগছে জেনে ।
প্রার্থনা করি, আপনাদের যুথবদ্ধ হাত সকল বাধা আতিক্রম করে যাক ।

২৬ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৭

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.