নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!
ব্লগারস!!! আর ব্লগার মাত্রই যে ভাতৃগোত্রীয় এই ধারনাটা হয়তোবা কালনী নদী কিংবা তার বন্ধু ইউসুফ ভাই-র সাথে দেখা না হলে আমার কখনোই উপলব্ধি হতনা। সিলেট শহরে গিয়ে পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী শেষ কাজটা ছিল কালনী নদী ভাইয়ের সাথে দেখা করা। যথাসময়ে কালনী ভাই এবং তার ঘনিষ্ঠ বন্ধু ইউসুফ ভাইয়ের সাথে দেখা হল। কালনী ভাই সরাসরি ব্লগে লিখলেও ইউসুফ ভাই আমাদের সামু ব্লগের একজন নিয়মিত এবং মনযোগী পাঠক। ব্লগ জগতের মোটামুটি সকলেই তার পরিচিত, ব্লগীয় আলোচনায় তার সরব উপস্থিতি অন্তত তাই প্রমান করে। আর কালনী নদীর কথা কি বলব? ইউসুফ ভাইয়ের মতই অসাধারন একজন মানুষ তিনি যার শৈশব কেটেছে স্কুল পালিয়ে পাহাড়ী চা বাগানের কোন একটা গাছের তলায় বসে লুকিয়ে লুকিয়ে টম-সয়ার পড়ে। যৎ-সামান্য বিষয়ে তার উৎসাহের কোন শেষ নাই আর প্রবল উত্তেজনায় তার হাত হয়ে ওঠে বরফের মত ঠান্ডা।
স্কুল পালিয়ে পালিয়ে টম সয়্যার পড়ুয়া ছেলেটা
দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে একজন ব্লগার হিসেবে অচেনা-অজানা একটা শহরে অজানা একজন মানুষের সাথে দেখা করাটা খুব বেশি বুদ্ধিমানের কাজ হবেনা জেনেও প্রবল আস্থা ও বিশ্বাসের জোরে কালনী নদীর সাথে দেখা করবার লোভটা ছাড়তে পারলাম না। অবলম্বন করলাম সামান্য সতর্কতা। তাকে আসতে বললাম দরগা গেইটে। আর যাই হোক, চরম খারাপ মানুষটাও এত্ত এত্ত মানুষের ভিড়ে অন্তত আমাকে কুপিয়ে রেখে যেতে পারবেনা। আমি আসবার পূর্বেই কালনী নদী আর তার বন্ধু ইউসুফ ভাই দরগা গেইটে এসে হাজির ছিলেন।
প্রিয় ইউসুফ ভাই, সামুতে যার সদা নিরব উপস্থিতি
পরিচয় পর্ব, কফি-সিগারেট আর হাজারো গল্প! এ গল্পের যেন কোন শেষ নেই, নেই কোন সীমানা। তিন-তিনটা আত্মা হয়তোবা তাদের পরজন্মের লক্ষ কোটি বছর পর আবারো পূনর্মিলিত হল। কখনো আমি বলেই চলেছি আর তারা মন্ত্র মুগ্ধের মত আমাকে শুনেই চলেছে আবার কখনো আমি শুনছি তন্ময় হয়ে তাদেরটা। গল্পের মাঝে তাদের স্বভাব সূলভ ভঙ্গিতে আমরা ঘুরেই চলেছি এখানে-ওখানে, সেখানে।
ন্যাশনাল চা কারখানার সামনে আমি আর কালনী নদী
ন্যাশনাল চা বাগান এলাকাটা হয়তোবা কালনী নদী আর ইউসুফ ভাইয়ের খুব প্রিয় একটা জায়গা। পাহাড় আর চা বাগানের মেঠো পথ ধরে হাটতে হাটতে আমরা চলে গিয়েছিলাম অনেক দূর, যেখানে গিয়ে রীতিমত আমি ভয় পেয়ে গেলাম। আমি ভয় পেয়েছিলাম এই ভেবে যে এমন নির্জন পাহাড়ী এলাকায় ভরা সন্ধ্যায় দুজন অপরিচিত মানুষের সাথে এভাবে আসাটা আমার বোধয় ঠিক হলনা কিন্তু কালনী নদী নাছোড় বান্দা, বাগানের চরম সৌন্দর্যটা আমাকে না দেখিয়ে সে ছাড়বে না। বিষয়টা ইউসুফ ভাই বুঝতে পেরে ফিরবার তাগাদা দিতে থাকে। সৌন্দর্য্য আরো কিছু দেখবার বাকী ছিল কিনা জানি না কিন্তু এমন দুজন মানুষের ভেতরের সৌন্দর্যটা দেখবার পর অন্য সকল সৌন্দর্য্য যেন ফিকে হয়ে আসে। আমি ভাবছিলাম এরা আসলে কেমন মানুষ!! একজন অতিথিকে এদের সন্তুষ্ট করবার অক্লান্ত প্রয়াস দেখে আমি নিজের ভেতরেই বারে বারে কুকড়ে গিয়েছিলাম, আমি হয়ে উঠছিলাম লজ্জ্বিত নিজের কাছে কারন তাদের অবস্থানে থেকে আমি হয়তোবা তাদের মত এত আগ্রহ দেখাতে পারতাম না। যা দেখাতাম তার বেশিটাই অভিনয় হত।
মধুরতম যে জায়গাটা তিনি আমাকে দেখাতে চেয়েছিলেন। আমি (বামে) আর কালনী নদী
কালনী নদীর প্রিয় জায়গাটা
আমরা ব্লগার, আমরা সহোদর (বামে আমি। ডানে কালনী নদী)
তারা আমাকে নিয়ে ঘুরেই চলেছে আর আমি যেন নেশায় বুদ হয়ে গিয়েছি। তারা যেন যাদুকর। সম্মোহনী বিদ্যায় আমাকে সম্মোহিত করে তাদের সাথে ঘুরিয়ে নিয়ে চলেছে। এই পাড়া থেকে সেই পাড়া। এই মাজার থেকে সেই মাজার। চা বাগান থেকে ফিরে আমরা গেলাম গোয়াই টিলায় হযরত চাষনীপীর (রঃ) এর মাজারে। এত্তগুলা বানর একসাথে কলা খাওয়ার লোভে আমাদের পিছে আসতে দেখে প্রথমে কতকটা ভীত হয়ে পড়লেও বিষয়টা আমার কাছে বেশ মজার ছিল। ছোট বানর, বড় বানর, বুরো বানর, মা বানর, বাচ্চা বানর আরো কত্ত কত্ত! কালনী নদী দু হালি কলা কিনলেন, কিছু আমার হাতে দিলেন এবং কিছু নিজে নিয়ে বানরদের খাওয়ালেন। সে এক অভূতপূর্ব দৃশ্য। সময় স্বল্পতা, কিছু করবার নেই। দ্রুত সেখান থেকে বেড়িয়ে হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত এবং হালকা খানাপিনা।
কলা না পেয়ে বাচ্চাকে পরম আদর দিয়ে তুষ্ট করছে মা বানর
আমার সময় ফুরিয়ে আসছিল কিন্তু আমাদের কথা কিংবা আন্তরিকতার সমাপ্তি হচ্ছিল না কোন মতেই। কালনী নদীর খুব ইচ্ছে ছিল আমাকে তার খালা বাড়ি তথা আমার প্রিয় নায়ক সালমান শাহ্ এর বাড়িতে নিয়ে যাবার যেটি কিনা এখন মিনি চিড়িয়াখানা। এখানে একটা কথা বলে রাখা দরকার যে আমাদের কালনী নদী হলেন নায়ক সালমান শাহ্-র খালাত ভাই। সময় অভাবে যেতে পারি নাই।
বিয়োগ বেলাটা যে এত বেদনার হবে আমি বুঝতে পারি নাই। তারা এসেছিলেন বাসস্ট্যান্ডে আমাকে বাসে তুলে দিতে। আলিঙ্গন করে বুকে জড়িয়ে ধরেছিলাম আমরা পরস্পরকে। আলিঙ্গনও যে এত স্বর্গীয় হতে পারে সেটাও আমার জানা ছিলনা। আমার বাস ছেড়ে দিল রংপুরের উদ্দেশ্যে কিন্তু গন্তব্যে ফিরবার কোন তাড়না আমার মধ্যে আর ছিলনা। শুধু মনে হচ্ছিল জীবনের পরম দুজন বন্ধুকে ফেলে আমি চলে যাচ্ছি দূরে, অনেক দূরে।
চা বাগানের পথের কোন শেষ ছিল কিনা আমার জানা নেই তবে বিদায় বেলাটা ছিল সন্নিকটে
প্রিয় সহোদর, তোরা ভাল থাকিস। আমাদের দেখা আবার হবে, আমি আবার আসব। আসব শুধু তোদের জন্য।
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৮
অগ্নি সারথি বলেছেন: সুখস্মৃতি! সেটা তো অবশ্যই। অন্তত আমার জীবনে তো অবশ্যই। ধন্যবাদ ইতি সামিয়া। শুভকামনা সতত!
২| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কালনী নদী আর ইউসুফ ভাইরে দেখে আপনার ভয় পাওয়া উচিত ছিল।
যাক আনন্দময় সময়ের আনন্দময় বর্ণনা ভাল লাগলো ।
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১২
অগ্নি সারথি বলেছেন: ভর সন্ধ্যায় নির্জন পাহাড়ী পথে যেভাবে তারা আমাকে নিয়ে চলেছিলেন ভয় একটু পেয়েছিলাম লিটন ভাই। বিষয়টা তাদের মাথায় প্রথমে একদমই আসে নাই কারন তারা আমার মত করে ভাবছিল না। তারা হয়তোবা তাদের চির পরিচিত বন্ধুকে কি দেখাবে আর কি দেখাবে না এই চিন্তায় মশগুল ছিলেন। বাই দ্যা ওয়ে আপনার বাসায় কবে দাওয়াতটা কবুল করব যদি বলে দিতেন....
৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে ব্লগারেরা একটি বিশেষ ও নতুন জেনারেশনের সৃস্টি করছে!
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৫
অগ্নি সারথি বলেছেন: বিষয়টিকে সদর্থক অর্থেই দেখছি চাঁদগাজী ভাই।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬
ভ্রমরের ডানা বলেছেন:
বন্ধন অটুট থাকুক। চিরদিন!
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৬
অগ্নি সারথি বলেছেন: সহমত! ব্লগারদের মাঝে বন্ধন অটুট থাকুক। চিরদিন! ধন্যবাদ ভ্রমরের ডানা।
৫| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯
বিজন রয় বলেছেন: আমার প্রশ্ন.......... কালনী নদী ব্লগিং করছে না কেন?
আমি সত্যি তাকে মিস করি।
তাকে বলুন নতুন পোস্ট দিতে।
চাঁদগাজী বলেছেন: বাংলাদেশে ব্লগারেরা একটি বিশেষ ও নতুন জেনারেশনের সৃস্টি করছে!..... সহমত।
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৯
অগ্নি সারথি বলেছেন: কালনী নদী ব্লগিং করছে না কেন- এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবনা বিজন দা। তবে সে যদি তার জানাজানির লেভেল থেকে আবারো লেখালেখি করা শুরু করে তাহলে আমরা হয়তোবা নতুন অনেক বিষয় জানতে পারব। সামু কর্তৃপক্ষের উচিত কালনী নদীর মত জনপ্রিয় ব্লগারেরা এই প্ল্যাটফরমটা থেকে হারিয়ে না যায় সে মোতাবেক ব্যবস্থা গ্রহন করা।
৬| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪
বিজন রয় বলেছেন: প্রিয় কালনী, আপনি নতুন পোস্ট দিন প্লিজ। আই রিয়েলি মিস ইউ।
ইউসুফ ভাইয়ের লিংকটি দিন সারথী।
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২১
অগ্নি সারথি বলেছেন: প্রিয় কালনী, আমিও এই প্ল্যাটফরমটিতে আপনার সরব উপস্থিতি কামনা করছি।
ইউসুফ ভাই হলেন আমাদের লেখাগুলোর নিরব পাঠক। ব্লগের মোটামুটি সকলকেই তিনি চেনেন। আপনাকেও। দুঃখজনক হলেও সত্যি যে ব্লগে তার কোন একাউন্ট নেই।
৭| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪
সাহসী সন্তান বলেছেন: ফেরার আগে ইউসুফ ভাইকে একটা নিক খুলে আমাদের সাথে মিলিত হওয়ার কথা বলছিলেন তো? না বললে আমার প্লাস ফিরিয়ে দিয়েন? শুধু আপনি কেন, আমরাও তার সাথে কথা বলতে চাই! হোক না সেটা ভার্চুয়াল, তাতে কি আসে যায়?
আপনার স্মৃতিচারণ মূলক ভ্রমণ কাহিনী অনেক ভাল লাগলো! আর ভাল লাগলো আপনার মাধ্যমে দুইজন সুন্দর মানুষের সাথে পরিচিত হতে পেরে!
শুভ কামনা সারথী ভাই!
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৪
অগ্নি সারথি বলেছেন: সাহসী ভাই, ইউসুফ ভাইকে একটা নিক খুলে আমাদের সাথে মিলিত হওয়ার কথাটা বলা হয় নাই সত্য কিন্তু আপনাকে আমি লাইকটা ফেরত দিচ্ছিনা। এটা গচ্ছিত থাক সেই লোকটার জন্য যে আমাদের প্রত্যেকের লেখার একজন নিরব পাঠক। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৮| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭
নুর ইসলাম রফিক বলেছেন: জনাব চাঁদগাজী'র সাথে সহমত পোশণ করে বলছি- বাংলাদেশে ব্লগারেরা একটি বিশেষ ও নতুন জেনারেশনের সৃস্টি করছে!
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩০
অগ্নি সারথি বলেছেন: এই বিশেষ ও নতুন জেনারেশনটা হয়তোবা দেশের ইতিবাচক পরিবর্তনে চরম ভূমিকা রাখবে। ধন্যবাদ রফিক ভাই। কেমন আছেন?
৯| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪২
করুণাধারা বলেছেন: পোস্টে +
পড়তে পড়তে স্মৃতিকাতর হয়ে পড়ছিলাম। এ পথে আমি যে গেছি বার বার............
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩২
অগ্নি সারথি বলেছেন: আমরা কাউকে স্মৃতিকাতর করতে পেরেছি জেনে খুব আনন্দিত হলাম। জানা ছিলনা যে আপনিও সেই পথের পথিক। জানলেও আপনাকেও সেখানে নিয়ে হাজির হতাম। নেক্সট টাইম।
১০| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
মনিরা সুলতানা বলেছেন: উফফফ কি বর্ণনা !!!
আপনাদের সাথে আমি , আমরাও যেন ছিলাম ।
কি সুন্দর জায়গা ,মানুষ আর হৃদ্যতা ;
নদী আজকাল ফেসবুকে ই সরব ব্লগে বহুদিন দেখি না ।
ব্লগিয়ে বন্ধন অটুট থাক ,শুভ কামনা
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৪
অগ্নি সারথি বলেছেন: আসলে আপা কি জানেন, আমিও চাই আমরা সকলেই সকলের সাথে থাকি একসাথে। একটা প্ল্যাটফরম গড়ে উঠুক যেটা একান্ত আমাদের।
নদীকে সামুতে ফিরিয়ে আনবার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে আপা।
ব্লগিয়ে বন্ধন অটুট থাক , আপনার জন্যও শুভ কামনা আপা।
১১| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ দু'জন প্রিয় ব্লগারকে একসাথে পেলুম
দারুন মিলনোপাখ্যানে মুগ্ধ! মনে হচ্ছিল -আহ যদি আমি থাকতাম
ইউছুফ ভাইকেও শুভেচ্ছা
+++++++++++++++++++++++++++++
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৬
অগ্নি সারথি বলেছেন: ভৃগু ভাই, এমন একটা মিলনোপাখ্যানের আয়োজন করলে কেমন হয়। বিষয়টা ভেবে দেখবেন আশা করি। ধন্যবাদ।
১২| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১১
কানিজ রিনা বলেছেন: ব্লগ পাড়ার সকল ছেলে মেয়ে মোড়া ভাই
বোন, একসাথে পড়ি লিখি পাঠশালে য়াই।
আমাদের ব্লগ বাড়ি প্রানের সমান, লেখা
দিয়ে পড়া দিয়ে বাঁচাই যে প্রান।
আলো দিয়ে বায়ু দিয়ে ব্লগ বাড়ির বাগানটা
বাঁচাই। সত্রু মিত্র মোড়া ভাই ভাই,একসাথে
পড়ি আর পাঠশালে লিখি। হা হা আমিত
শুধু মন্তব্য করি। একটি কবিতার রুপক।
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৭
অগ্নি সারথি বলেছেন: রুপক কবিতা ভাল হয়েছে আপা। শুভেচ্ছা সতত।
১৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
প্রামানিক বলেছেন: এসব সুন্দর স্মৃতি হয়ে থাকবে আজীবন।
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৮
অগ্নি সারথি বলেছেন: নেক্সট কবে গাইবান্ধা আসছেন প্রামানিক দা। জানাবেন। দু ভাই মিলে জম্পেশ একটা আড্ডা দেয়া যেতে পারে সময় সুযোগ মিললে।
১৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৩
পুলহ বলেছেন: সত্যি খুব ভালো লাগলো! তিনজনের জন্যই রইলো আন্তরিক শুভকামনা
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৯
অগ্নি সারথি বলেছেন: শুভকামনা আপনার জন্য। শুভকামনা সকল সহব্লগারদের জন্য।
১৫| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১২
নুর ইসলাম রফিক বলেছেন: ভাল নেই ভাই। ভাল থাকার কপাল আমার নেই।
আমার মা বলেন ভালো থাকার জন্য ভালো কপাল লাগে।
আমার যে তা নেই, তাই হয়তো কভু ভালো থাকা হয়না আমার।
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৭
অগ্নি সারথি বলেছেন: ভাল মন্দ মিলায়া মানুষ ভাই। আশাহত হবেন না। নিশ্চয়ই সামনে সুদিন অপেক্ষা করছে। অনেকগুলা শুভকামনা রইল।
১৬| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৮
আহমেদ জী এস বলেছেন: অগ্নি সারথি ,
চাঁদগাজী সাহেব যে ভাবেই মন্তব্য করুক না কেন , একটা বক্তব্য থাকে । এখানে তার মন্তব্যের বক্তব্যে পজেটিভিটির দিকটাতে একাত্মতা জানাই ।
ব্লগারদের এমন আন্তরিকতা এবং একাত্মতা একটি সামাজিক বন্ধনকে সুস্থতায় আবদ্ধ রাখবে ।
আমরা সবাই অদৃশ্যে থেকে আপনাদের ত্রয়ী ছবিটিতেও আছি । এ থাকা আত্মীয়তার , শুভ কামনার ।
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১০
অগ্নি সারথি বলেছেন: ত্রয়ী ছবিটিতে থাকবার জন্য ধন্যবাদ ভাই। আসলে কি জানেন ভাই, কালনী ভাইকে না দেখলে বুঝবার কোন উপায় নেই যে একজন ব্লগারের জন্য আরেকজন ব্লগারের কি পরিমান দরদ কি পরিমান ভালোবাসা। পরস্পরের প্রতি পরস্পরের (ব্লগারদের) এমন শ্রদ্ধা, ভক্তি সত্যিই একটি সামাজিক বন্ধনকে সুস্থতায় আবদ্ধ রাখবে বলে আপনার মত আমিও বিশ্বাস করি। শুভকামনা জানবেন ভাই।
১৭| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৭
সুমন কর বলেছেন: আপনার অনুভূতির কথা পড়ে খুব ভালো লাগল। মন ছুঁয়ে গেল। এবং, তাঁদের দেখেও ভালো লাগল।
+।
০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৬
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ সুমন দা।
১৮| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০২
আমিনুর রহমান বলেছেন:
এই পোস্টের জন্যই অনেকদিন পর লগইন করলাম ...
আমরা ব্লগার, আমরা সহোদর ...
এই ব্যাপারটার আমি খুব ভালোভাবেই উপলদ্ধি করতে পারি ...
ব্লগিং এর ৯ বছরে বহু বন্ধু, ভাইবোন পেয়েছি ...
অফিস শেষে সন্ধ্যায় আড্ডা দিচ্ছি যাদের সাথে তারা ব্লগার
কোন প্রোগ্রামে যাবো সাথে ব্লগার অথবা ওখানে ব্লগার আসবে বলেই যাচ্ছি ...
ঢাকার বাইরে কোথাও বেড়াতে যাবো সাথে কে যাবে ব্লগার, ওখানে কে রিসিভ করবে সেও ব্লগার,
কার বাসায় থাকবো সে ব্লগার, ঘুরার সব ব্যবস্থা বা খাওয়া-দাওয়া কে করবে সেও ব্লগার ...
আমি আমার আশেপাশে আমার একান্ত আপনজন বলতে যাকে চিনি জানি এখন তাদের সবাই ব্লগার ...
চাদ্গাজী ভাইয়ের কথা সহমত ...
০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১০
অগ্নি সারথি বলেছেন: আপনাদের এই বিষয়গুলো আমি দেখেছি এবং অনুভব করি খুব করে। এমন একটা ভাতৃত্ববোধ খুব জরুরী আমিনুর ভাই যেটা কিনা আপনারা করে ফেলেছেন। আমাদের মত বিচ্ছিন্ন ব্লগারদের জন্য এটা অবশ্যই অনুপ্রেরনা। সম্ভব হলে আমাদেরকেও আপনাদের আড্ডা গুলোতে সুযোগ দিবেন। শেয়ার করবার জন্য ধন্যবাদ ভাই।
১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৫৫
হাসান কালবৈশাখী বলেছেন:
সিলেটের চাবাগান সত্যই অপুর্ব একটা যায়গা।
আপনার ভ্রমণ কাহিনী অনেক ভাল লাগলো!
আর ভাল লাগলো আপনার মাধ্যমে দুইজন ব্লগারের সাথে পরিচিত হতে পেরে!
০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১২
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।
২০| ০১ লা ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:১৯
ডঃ এম এ আলী বলেছেন: দারুন উপভোগ্য এ ভ্রমন কাহিনী । কালনী নদীকে মিস করছি অনেক দিন থেকে । উনাকে নতুন পোস্ট দিতে বললে খুশী হব ।
ধন্যবাদ
০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৩
অগ্নি সারথি বলেছেন: কালনী নদী পোস্ট কমেণ্টে ব্লক হয়ে আছেন। আশা করছি সামু তার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিবে। ধন্যবাদ।
২১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৪৪
গুলশান কিবরীয়া বলেছেন: খুব ভালো লাগলো আপনার ভ্রমন কালনী নদীর সাথে । আমার মনে হোল এই আনন্দ ভ্রমনে আমিও ছিলাম । আমারও সবার সাথে দেখা করতে ইচ্ছে হয় মাঝে মাঝে , জানি না হবে কিনা কোন দিন !!
অসাধারণ সুন্দর ছবিতে আর লেখায় মুগ্ধতা রেখে গেলাম ।
০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৬
অগ্নি সারথি বলেছেন: ভ্রমনটায় সাথে থাকবার জন্য ধন্যবাদ আপা। পারলে চলে আসেন, সেই আড্ডা হবে।
২২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৮
এডওয়ার্ড মায়া বলেছেন: বন্ধন অটুট থাকুক ।
চাদঁগাজী খুব ভাল বলেছেন ।
ব্লগার এবং সহোদরদের শুভেচ্ছা অনেক ।
০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৪
অগ্নি সারথি বলেছেন: কালনীর সাথে যখন দেখা হয় তখন তাকে আমি আপনার কথা বলেছি। যাদের যাদের সাথে দেখা করবার আমার ইচ্ছা তার মধ্যে আপনি একজন। আপনাদের তথা সহব্লগারদের সাথে সকলের বন্ধন অটুট থাকুক এই প্রত্যাশা রাখি খুব করে।
২৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৩
অন্তু নীল বলেছেন:
আপনার এবং কালনী নদীর পোস্ট তেমন পাওয়া যায়না কেন ?
আপনারা রেগুলার লিখলে ভালো লাগবে।
০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩২
অগ্নি সারথি বলেছেন: কালনী আপাতত ব্লগে ব্লক হয়ে আছেন আর আমি জীবন জীবিকার কাছে ব্লকড! চেষ্টা করছি লেখায় নিয়মিত হবার জন্য। ধন্যবাদ ভাই।
২৪| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০১
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর আলিঙ্গন । আপনি আস্থা এবং বিশ্বাস বলেই কিছু অসাধারণ মূহুর্ত পেয়েছেন । কালনী নদী ভাল একজন ব্যক্তিত্ব । তাকে মিস করি। তার বন্ধুটাও বেশ ভাল মানুষ মনে হলো । আসলে ভালো লোকের বন্ধু ভালোরাই হয় ।
আপনাদের বন্ধুত্ব এবং সহোদর হয়ে উঠার গল্প মন ছোঁয়ে গেল । চমৎকার ।
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪
অগ্নি সারথি বলেছেন: এই বন্ধুত্ব তালিকায় আমরা পু্রো ব্লগ পরিবারটিকে একই সূতায় গাঁথতে পারি কিনা ভেবে দেখবেন কথাকথি। ধন্যবাদ আপনাকে।
২৫| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০০
লিট্রিমিসটিক বলেছেন: আমরা ব্লগার, আমরা সহোদর। ভাল বলেছেন ভাই। অনেক ভাল লাগল লিখাটা। শুভ কামনা রইল।
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১২
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।
২৬| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৩
ক্লে ডল বলেছেন: লেখা এবং শিরোনামে আপনার আবেগ তাড়িত হওয়া দেখে সহজেই অনুমান করা যায় এই প্লাটফর্মকে এবং এখানকার সহযাত্রীদের কতটা ভালবাসেন। আসলেই আমরা ব্লগাররা এক হয়ে সুন্দর একটি প্রজন্ম তৈরি করতে পারি।
কিন্তু কালনী নদী ব্লক হয়ে আছেন কেন? একজন ব্লগার হারিয়ে যান এটা কারোরই কাম্য নয়। অবশ্যই সামু কর্তৃপক্ষেরও নয়। তিনি যদি কোন ভুল করে থাকেন কর্তৃপক্ষের আনব্লকের অপেক্ষা না করে, নিজেকে শুধরে নতুন নিকে চলে আসুন।
খুব ভাল লাগল আপনাদের তিনজনকে এবং সিলেটের চা বাগান দেখে। আত্নার বন্ধন অটুট থাকুক। আর আশা করছি কালনী নদী আবার ফিরে আসবেন আমাদের মাঝে।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।
২৭| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই ব্লগ পিঠের সকল আরোহীগন সদায় ভাল থাকেন। আমার ও ইচ্ছা সবার সাথে দেখা করার । তবে কবে কখন কার সাথে দেখা হবে কে জানে!
০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫
অগ্নি সারথি বলেছেন: চেষ্ঠা করেন দেখা করবার সুজন ভাই। চমতকার লাগবে।
২৮| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০
রমজান আহমেদ সিয়াম বলেছেন: এগুলো জীবনে চলার পথে সুন্দর স্মৃতি হয়ে থাকবে আজীবন।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬
অগ্নি সারথি বলেছেন: হয়তোবা! ধন্যবাদ।
২৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কালনী নদীকে অনেক দিন কোন পোস্ট দিতে দেখছি না। তাকে আমরা মিস করছি।
ধন্যবাদ অগ্নি সারথি।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।
৩০| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ওহ! সরি! কালনী ব্লগে ব্লক হয়ে আছেন জানতাম না।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
অগ্নি সারথি বলেছেন:
৩১| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩২
মেঘ ছাউনী বলেছেন: ঢাকায় আইসেন ভাই,আপনাকে ঘুড়িয়ে ঘুড়িয়ে ঢাকার রাস্তার জ্যাম দেখাব ।
২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৮
অগ্নি সারথি বলেছেন: ঢাকায় গেলে অবশ্যই নক করব। সহব্লগারদের আমার ভাই মনে হয়। যেন আত্মার আত্মীয়। দেখা না করে কি পারা যায় বলেন।
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫১
সামিয়া বলেছেন: এগুলো জীবনে চলার পথে সুন্দর স্মৃতি হয়ে থাকবে আজীবন।