নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

ব্লগ দিবস ২০১৮ এবং গেট টুগেদার

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮



প্রিয় সহব্লগারবৃন্দ,

ডিসেম্বর মাস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ন এবং তাৎপর্যপূর্ন একটা মাস কারণ এই মাসেই বাঙ্গালী জাতি তার শত বছরের দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে স্বাধীনতার জয়গান গেয়েছিল। নির্দিষ্ট ভূখন্ড, স্বাধীনতা, সাম্যতা, সার্বভৌমত্বের পাশাপাশি স্বাধীন একটা রাষ্ট্রের অন্যতম একটা অনুষঙ্গ হল স্বাধীন ভাবে নিজেদের মতামত ব্যাক্ত করতে পারা। মহান মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীন ভাবে মতামত প্রকাশের স্বাধীনতা এনে দিলেও স্বদেশের ডিজিটালাইজেশনের যুগে প্রবেশে বাঙ্গালী জাতি মাতৃভাষায় সাইবার জগতে নিজেদের মত প্রকাশের একটা স্বাধীন প্ল্যাটফরমের অভাব খুব করে বোধ করছিল দীর্ঘদিন ধরেই।

ডিসেম্বর ১৫, ২০০৫ বাংলা ভাষাভাষী জনগনের স্বাধীন ভাবে মত প্রকাশের একটা প্ল্যাটফরম হিসেবে যাত্রা শুরু করে somewhereblog.net। মূলত এই ব্লগটির হাত ধরেই বাংলা ব্লগিং এ একটা নব জাগরনের সূচনা হয় আর তা পূর্নতা পায় লক্ষাধিক ব্লগারের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনের মধ্য দিয়ে। বাংলা ব্লগের পথিকৃত সামহোয়ার ইন ব্লগ...... বাঁধ ভাঙার আওয়াজ এর জন্মমাসে, তথা প্রতি বছর ডিসেম্বর মাসের ১৯ তারিখে আলোচনা সাপেক্ষে এই দিনটি বাংলা ব্লগ দিবস হিসেবে পালিত হয়ে আসছিল (যদিও সামহোয়ার ইন ব্লগের জন্মদিনটিকে তথা ১৫ ডিসেম্বরকে ব্লগ দিবস ঘোষনা করবার বিষয়ে অনেকেই মতামত দিয়েছিলেন কিন্তু ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মত জাতীয় দিবসের তাৎপর্য মাথায় রেখে পরবর্তীতে ১৯ ডিসেম্বরকে বাংলা ব্লগ দিবস হিসেবে ঘোষনা করা হয়) কিন্তু কালক্রমে সেটা স্তিমিত হয়ে আসে। যা কোন ভাবেই কাম্য ছিলনা।

একজন বাংলা ভাষাভাষী ব্লগার হিসেবে বাংলা ব্লগ দিবসের তাৎপর্য অপরিসীম। বিগত দিনগুলিতে ধুমধাম করে বেশ ঘটা করে ঢাকাতে এবং ঢাকার বাইরে পালিত হত বাংলা ব্লগ দিবস পালিত হত। বাংলা ব্লগ দিবস ছিল ব্লগারদের নিকট অনেকটা উৎসবের মত। একটা নির্দিষ্ট স্থানে ব্লগারেরা মিলিত হতেন, একে অপরের সাথে পরিচিত হতেন, তাদের মাঝে হৃদ্যতা বৃদ্ধি পেত, একটা নির্দিষ্ট ইস্যুকে সামনে রেখে তারা তাদের সুচিন্তিত মতামত ব্যাক্ত করতেন, চলত ধুমায়া আড্ডা, গান, কবিতা আরো অনেক অনেক কিছু।

আফসোসের বিষয়টা হল, নানান প্রতিকূলতায় বিগত কয়েক বছর ধরে বাংলা ব্লগ দিবস উদযাপনের বিষয়টি বেশ ঝিমিয়ে পড়েছে। তাৎপর্যমন্ডিত এই দিবসটি আর সেভাবে পালিত হয়ে উঠছেনা। আসছে ১৫ ডিসেম্বর প্রিয় সামহোয়ার ইন ব্লগের জন্মদিন, প্রিয় এই প্ল্যাটফর্মটার জন্য অগ্রীম শুভেচ্ছা এবং একই সাথে ১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবসে পৃথিবীর প্রত্যেক প্রান্ত হতে লিখে চলা ব্লগারদের প্রতি অগ্রিম শুভেচ্ছা এবং বিনম্র শ্রদ্ধা।

প্রিয় সহোদর,
যেমনটা কিনা বলছিলাম, বিগত কয়েক বছর যাবত বাংলা ব্লগ দিবস আর কোনভাবেই যেহেতু পালিত হয়ে উঠছে না সেহেতু এবারের বাংলা ব্লগ দিবসটা কি আমরা যৎ-সামান্য আয়োজনে একটা গেট টুগেদারের ব্যবস্থা করতে পারি কিনা, যেখানে ব্লগারগন তাদের উপস্থিতি নিশ্চিত করলেন, একে অন্যের সাথে পরিচিত হলেন, সহব্লগারগনের গান-কবিতা শুনলাম, নির্দিষ্ট কোন টপিককে সামনে রেখে সামান্য জ্ঞানগর্ভ আলোচনা হল, ফটো সেশন আর সাথে অনেক অনেক হাঁসি, ঠাট্টা, তামাশা। প্রয়োজনে সামহোয়ার ইন ব্লগ টিমের সহায়তা আমরা নিতে পারি। আমার তো মনে খুব সম্ভব এবং চমৎকার একটা প্রস্তাবনা এটি। আমি ব্লগের সকল সহব্লগ্লারের দৃষ্টি আকর্ষন করে অনুরোধ করতে চাই, চলুন না সকল বিভেদ-মনোমালিন্য ভূলে আমরা আবারো একটা প্ল্যাটফরমে মিলিত হই! সারা বিশ্বকে আবারো জানিয়ে দেই আমরা ব্লগার- গনমানুষ, মানবিকতা, গণতন্ত্র ও জাতীয় স্বার্থে সোচ্চার সবসময়।

গেট-টুগেদারের এই প্রস্তাবনাকে বাস্তবায়ন করতে হলে সকল ব্লগারগনের অংশগ্রহন জরুরী! এবং সকলের অংশগ্রহন আর সুচিন্তিত মতামতের ভিত্তিতে কিছু কিছু বিষয়ের সূরাহাও জরুরী! যেমনঃ

১। ব্লগ দিবসের ভেন্যু কোথায় হতে পারে
২। তারিখ নির্ধারন (১৯ তারিখ যেহেতু বুধবার সেহেতু ২১ তারিখ শুক্রবার তথা বন্ধের দিনে করলে সকলের জন্য সুবিধাজনক)
৩।ব্লগ দিবসের আলোচ্য বিষয় এবং প্রতিপাদ্য কি হবে
৪। কমিটি ফরমেশন এবং দায়িত্ব বন্টন
৫। ব্লগারগনের উপস্থিতি নিশ্চিতকরন
৬। অন্যান্য অন্যান্য

আমার মনে হয় উপরোক্ত বিষয় নিয়ে আমরা আলোচনা চালিয়ে যেতে পারি এবং সামহোয়ার ইন ব্লগ টিমের দৃষ্টি আকর্ষন করতে পারি।

সবাইকে আবারো বাংলা ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা!
হ্যাপি ব্লগিং!

(ব্লগারগনের মতামতের ভিত্তিতে পোস্ট আপডেট করা হবে)

আপডেট ১ঃ
বেশীর ভাগ ব্লগারগনের মতামতের ভিত্তিতে আপাতত এই সিন্ধান্তে উপনীত হওয়া গিয়েছে যে, সম্মানিত ব্লগারগন ২১ তারিখ রোজ শুক্রবার বিকাল ৩ টা (তিনটা) হতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছাদে যে ক্যাফেটারিয়া রয়েছে সেখানে একটা গেট টুগেদারের মাধ্যমে মিলিত হবেন যেখানে চলবে গান, কবিতা, আড্ডাবাজী আর সম্ভব হলে হালকা খানাপিনা।

কাল্পনিক_ভালোবাসা, মনিরা আপা, খায়রুল আহসান ভাই, মইনুল ভাই, নীল দা, ঘুড্ডির পাইলট, এডওয়ার্ড মায়া, আরজু পনি আপা, সারাফত রাজ, কিরমানী লিটন ভাই, হামিদ ভাই, অপু তানভীর, সেলিম আনোয়ার ভাই, সত্যপথিক শাইয়ান এবং অন্যান্য যারা অনেক বেশী আগ্রহী তাদের দৃষ্টি আকর্ষন করছি।

আপডেট ২ঃ
গেট টুগেদারটা অবশ্যই হবে। আপনার পছন্দের স্থান, তারিখ, সময় এবং গুরুত্বপূর্ন মতামত জানিয়ে মেইল করুনঃ
[email protected] অথবা ফেসবুকে,
https://www.facebook.com/sarothiagni
অথবা যারা আগ্রহী তারা মন্তব্যের ঘরে আপনাদের মেইল এড্রেস রেখে যেতে পারেন। তারিখ, স্থান, সময় নিয়ে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব।
ধন্যবাদ ব্লগার সত্যপথিক শাইয়্যান এবং সিলেটের ব্লগারবৃন্দকে, সিলেটে ব্লগ দিবস উদযাপনের আয়োজন করবার জন্য। সিলেটে ব্লগ দিবস আয়োজনের আপডেটঃ
১৯শে ডিসেম্বর সিলেটে ব্লগ ডে মিলনমেলা আপডেটঃ সিলেটে এতোজন ব্লগার!!!

মন্তব্য ১২৩ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১২৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

জাহিদ হাসান বলেছেন: আমি আগ্রহী।

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

অগ্নি সারথি বলেছেন: আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ ভ্রাতা!

২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: ভাবতেই ভালো লাগছে একঝাক ব্লগার একসাথে হবে।
টিএসসি বা সোওরার্দী উদ্যান অথবা রমনা পার্কে বসা যেতে পারে।

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

অগ্নি সারথি বলেছেন: ভেন্যু মন্দ বলেন নাই! দেখা যাক বাকী সহব্লগারগন কে কি প্রস্তাব দেন। আপনি কিন্তু আপনার ক্যামেরা নিয়া আইসেন রাজীব ভাই।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

কাওসার চৌধুরী বলেছেন:



চমৎকার পোস্ট। এমন একটি আয়োজনের দায়িত্ব ব্লগ কর্তৃপক্ষ নিলে ব্লগারগণ নিশ্চয়ই খুশি হবেন। পারষ্পরিক জানা-শুনা হবে। এমন আয়োজনে যত ব্যস্থতাই থাক আমি অংশগ্রহণ করবো। গুণী ব্লগারদের লেখা প্রতিনিয়ত পড়া হয়; কিন্তু সামনা সামনি দেখতে পাওয়া, তাদের সাথে পরিচিত হতে পারা নিশ্চয়ই বিশেষ কিছু।

আশা করি, সিনিয়র ব্লগাররা তাদের সুচিন্তিত মতামত দেবেন এবং মিলনমেলার একটি আয়োজনের চেষ্টা করবেন। তবে আয়োজনটি ব্লগ কর্তৃপক্ষের তত্বাবধানে হলে ভাল হয়। এতে দেশি-বিদেশি ব্লগারদের অংশগ্রহণ বাড়বে। (ধন্যবাদ)

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২

অগ্নি সারথি বলেছেন: আমিও আপনার সাথে সহমত কাওসার ভাই! এমন একটি আয়োজনের দায়িত্ব ব্লগ কর্তৃপক্ষ নিলে ব্লগারগণ নিশ্চয়ই খুশি হবেন। ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি, বিষয়টা ভেবে দেখবার জন্য।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর ভাবনা

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ আর্কিওপটেরিক্স!

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

কিরমানী লিটন বলেছেন: অসম্ভব পুলকিত হলাম- এমনটা ভেবে। আপনার সাথে সহমত..। সেই সাথে দাবী জানাচ্ছি সামহোয়্যার ইন ব্লগ পরিচালনা টীম এবং পরিষদের কাছে। সাথে থাকার প্রতিশ্রুতি রইলো প্রিয় সারথি ...।
অগ্নি সারথি ভাইকে ধন্যবাদ চমৎকার ভাবনাটি উন্মুক্ত করার জন্য।

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

অগ্নি সারথি বলেছেন: হা হা হা! ধন্যবাদ জানবেন কবি।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২

রানার ব্লগ বলেছেন: রমনা অথবা সোওরার্দী উদ্যান এই দুটা বেষ্ট।

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

অগ্নি সারথি বলেছেন: বিশ্ব সাহিত্য কেন্দ্রের রুফ টপেও খারাপ হয় না!

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আবার শুরু হোক ব্লগ মিলন মেলা।
+++++++++

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

অগ্নি সারথি বলেছেন: যদি আমরা সকলে চাই তবে সম্ভব! ধন্যবাদ সহব্লগার!

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

হাবিব বলেছেন: বিশ্ব সাহিত্য কেন্দ্রের রুফ টপে

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

অগ্নি সারথি বলেছেন: এটা আমার কাছে বেশ ভালো একটা জায়গা মনে হয়েছে, কারণ বিগত কয়েকটা প্রোগ্রাম আমি সেখানে সুন্দর ভাবে সমাপ্ত হতে দেখেছি। দেখা যাক বাকী ব্লগারগন কি বলেন। সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ জানবেন।

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

হাবিব বলেছেন: ২১ তারিখ সময়টা ভালো। প্রোগ্রাম টাইম সকাল নয়টা থেকে ১ টা হলে অথবা ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা হলে ভালো হয়।

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

অগ্নি সারথি বলেছেন: ওকে! নোটেড। ভালো প্রস্তাবনা।

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

হাবিব বলেছেন: সামনে নির্বাচন....... বিষয়টাও মাথায় রাখতে হবে।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

অগ্নি সারথি বলেছেন: জ্বি এটা জরুরী!

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

সামিয়া বলেছেন: ভালো উদ্যোগ

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ সামিয়া। প্রোগ্রামের কথাবার্তা একটু এগিয়ে নেয়া যেমন দরকার তেমনি দরকার ব্লগারদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহন।

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

অপু তানভীর বলেছেন: খাওয়া দাওয়ার কি ব্যবস্থা ? ভোজন আছে যেখানে, অপু তানভীর সেখানে ! :D :P

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

অগ্নি সারথি বলেছেন: কমিটি গঠন হলে খাদ্য মন্ত্রনালয়ের দায়িত্ব আপনাকেই দেয়া হইবে।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

নূর আলম হিরণ বলেছেন: খুবই ভালো প্রস্তাব। সবাই আলোচনা করলে অনেক উপায় বের হবে। আপাতত সবার মন্তব্য দেখে নিচ্ছি।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই!

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫

পবিত্র হোসাইন বলেছেন: প্রথমে একটা মিটিং এর ব্যবস্থা করা দরকার ।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০

অগ্নি সারথি বলেছেন: জ্বি ভাই! এটা জরুরী, এবং দ্রুত। মিটিং এ কে কে উপস্থিত থাকতে চান তার তালিকা পাওয়া গেলে ভালো হত।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

ডার্ক ম্যান বলেছেন: আপনাদের উদ্যোগ সফল হোক

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০

অগ্নি সারথি বলেছেন: উপস্থিতি কাম্য!

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: কিছুদিন আগে উত্তরায় নাকি নামী-দামী ব্লগাররা একত্রিত হয়েছিলেন- আমি তো ভেবেছিলাম- ওটা বুঝি সামুর জন্মদিন!

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১

অগ্নি সারথি বলেছেন: হা হা হা! ব্যাপক খানাপিনার ফটো আমিও দেখেছিলাম। চলেন না হয় আমরাও একটা খানাপিনা সমেত গেট টুগেদার আয়োজন করে ফালাই।

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


ব্লগদিবস-পালন কি কারণে বন্ধ হলো, সেটা আপনার পোষ্টে আসেনি: উহা কি আপনার মাথা থেকে উহা মুছে গেছে? ঐ সমস্যা পেছনে ফেলে, ব্লগদিবস পালনের সময় হয়েছে কিনা, সেটা আপনি বলেননি, সেটা আলোচনা না করে, মুল ব্যাপারে না গিয়ে, কিছু একটা লিখে পোষ্ট দিয়ে দিয়েছেন!

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

অগ্নি সারথি বলেছেন: চাঁদ্গাজী ভাই, এত ক্ষেপছেন কেনো? দেখেন না কি হয়।

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

ডার্ক ম্যান বলেছেন: ২০১৪ সালে বড় পরিসরে একটা প্রোগ্রাম করেছিল সামু। এরপর থেকে নিরাপত্তার অজুহাতে কোন প্রোগ্রাম করেনি । ২০১৫ তে বেশ কয়েকজন নিহত হবার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছিল।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

অগ্নি সারথি বলেছেন: হুম! কিন্তু এখন পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে ভাই। তা না হলে সম্প্রতি ব্লগারদের বেশ কয়েকটা প্রোগ্রাম হয়ে গেল কিভাবে? আর আমরা একটা গেট টুগেদার চাইছি, এর বেশি কিছু নয়য়।

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

আরোগ্য বলেছেন: নিরাপত্তার বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

অগ্নি সারথি বলেছেন: জ্বি অবশ্যই!

২০| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

সুমন কর বলেছেন: সাথে আছি..........

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ সুমন দা!

২১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: ভাল উদ্যোগ আছি আপনাদের সাথে।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই!

২২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

নীলসাধু বলেছেন: চাঁদ্গাজী ভাইয়ের মন্তব্যের উত্তর

মূলত দেশের পরিবেশ পরিস্থিতির কারণেই এই আয়োজন বন্ধ হয়ে গিয়েছিল।
আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সহ সংস্লিষ্ট মহলের সবুজ সংকেত পাচ্ছিলাম না আমরা। মুল বিষয় ছিল ব্লগারদের নিরাপত্তা ইস্যু। এ ছাড়া আরো কিছু বিষয় ছিল সব কিছু এখানে খোলাখুলি বলা গেলো না। কারণ অনেকের ব্যক্তিগত বিষয় আছে। পাবলিকলি বলতে গেলে তাদের অনুমতির ব্যাপার আছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে।
আপনি এভাবে কেন মন্তব্য করলেন?
আপনি কি কিছুই জানেন না?
জানলে বলেননি কেন মন্তব্যে?
উলটো ঝাড়ির সুরে কেন অগ্নি সারথীকে তিরস্কার করলেন?
পরামর্শ দিতে পারতেন।
উপায় বলতে পারতেন।
আপনিতো এখন ব্লগের অনেক কিছু জানেন অনেক কথা বলেন।
দেশ রাজনীতি নিয়েই সারাক্ষণ পোষ্ট দেন।
যাইহোক আমি ব্যক্তিগতভাবে আপনার মন্তব্যে মর্মাহত।
আপনার মন্তব্যেই জানা যেতো কেন কি কারণে অগ্নি সারথি এই ইস্যুতে কিছু বলেননি।

আমি বরাবর চেয়ে এসেছি ব্লগ দিবস পালিত হোক।
নিরাপত্তা বা অন্য কোন ইস্যুতে এটা বন্ধ হয়ে যাক তা চাইনি কিন্তু শেষ পর্যন্ত আর পারিনি। কেন আমরা পারিনি সে সব বলতে গেলেও ইতিহাস।

তবে এবারেও হবে কীনা বলতে পারছি না। নির্বাচন নিয়ে দেশ ধীরে ধীরে আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে। আছে নিরাপত্তা ইস্যু। তবু আমি এই প্রস্তাবে হ্যাঁ ভোট দিয়ে গেলাম।
যদি ব্লগ দিবস আয়োজন করা হয় আমি সাংগঠমিকভাবে সহায়তা দিতে প্রস্তুত আছি।

ধন্যবাদ।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১২

অগ্নি সারথি বলেছেন: ব্যাক্তির পূর্ন মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী ভাই, চাইলে যে কেউ যে কোন কিছু বলতেই পারে। মন খারাপ করিনা কখনোই। কিছু মানুষকে প্রচন্ড ভালোবাসি। আপনি ভালোবাসা জানবেন।

২৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

মা.হাসান বলেছেন: ভালো প্রস্তাব। শুক্র বা শনিবার বেশী উপযোগী হবে (শনিবারে অনেকের অফিস থাকতে পারে)। নির্বাচনের আগে বড় জমায়েত সন্দেহের উদ্রেক যাতে না করে, এবং নিরাপত্তা নিশ্চতকরণের জন্য প্রশাসনকে যথেষ্ট সময় দিয়ে জানাতে হবে। খাবার ইত্যাদির জন্য চাঁদার পরিমান নির্ধারণ করতে হবে। হাতে সময় খুব কম, দ্রূত একশন নিতে হবে। সোহরাওয়ার্দী উদ্যান, রমনা বা বিশ্বসাহিত্য কেন্দ্রের ছাদ, সবই ভালো, আমার কাছে বিশ্বসাহিত্যকেন্দ্রের ছাদ বেশী পছন্দের তবে কত লোক সমাগম হবে এবং ছাদে সংকুলান হবে কি না ভাবতে হবে। হাবিব সারের সাথে একমত, সারাদিন না হয়ে একবেলা হতে পারে, তবে যারা বেশী আগ্রহী তারা ২য় সেশনে বসতে পারে। প্রেস কে ইনভলভ করার কথা ভাবা যেতে পারে। খুব ভালো চিন্তা, উদ্যোগ সফল না হলেও চিন্তা করার জন্য অনেক ধন্যবাদ।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০১

অগ্নি সারথি বলেছেন: সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ হাসান ভাই!

২৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

নীলসাধু বলেছেন: বেশ কয়েকজন বিশ্ব সাহিত্য কেন্দ্রের রুফ টপের কথা বলছেন কিন্তু আমি যতদুর জানি ছাদ তারা ভাড়া দেয় না। উপরে রেস্তোরা আছে সেখানেও আলাদা করে আয়োজন করা যায় না কিছু। বিশ্ব সাহিত্য কেন্দ্রে করতে হলে তাদের মিলনায়তনে করতে হবে। ছাদে বা রেস্তোরায় করার সম্ভাবনা নেই বললেই চলে।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০২

অগ্নি সারথি বলেছেন: জাস্ট একটা গেট টুগেদার টাইপ দাদা! আপনি যদি একটু উদ্যোগী হন তবে এটা সফল হতে বাধ্য।

২৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


@নীলসাধু বলেছেন,

লেখকের সামুর সাথে বুঝার দরকার ছিলো, এখন সামু কি মনে করে যে, তারা ব্লগদিবস পাল করতে পারবে। আমি সমস্যা জানি, সেগুলো উচ্চারণ করতে চাইনি।

২৬| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০

নীলসাধু বলেছেন: চাঁদ্গাজী ভাই থ্যাংকিউ।

লেখক আসুক। দেখি তিনি কি বলেন।
আমার মন্তব্যে রাগ করেননি দেখে স্বস্তি পাচ্ছি।
আমি মন খারাপ করেই মন্তব্যটি করেছি।
ভালো থাকবেন।

২৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭

মনিরা সুলতানা বলেছেন: বাহ বেশ !
চমৎকার হবে কিন্তু।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৩

অগ্নি সারথি বলেছেন: মনিরাপা আপনাকে পাওয়ার চান্স রয়েছে কি?

২৮| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

নতুন নকিব বলেছেন:



উদ্যোগটি সফল করা গেলে খুবই ভালো হতো। কিন্তু যেহেতু দেশের জাতীয় নির্বাচন সমাগত। নির্বাচন সামনে রেখে এই মুহূর্তে এ ধরনের অায়োজন মনে হচ্ছে না করা যাবে।

পোস্টের জন্য অভিনন্দন।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৪

অগ্নি সারথি বলেছেন: আমরা জাস্ট একটা গেট টুগেদার করতেই পারি, আর আমার মনে হয় না খুব ঝামেলার কিছু হবে।

২৯| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি এই পোষ্টে চেয়েছিলাম ব্লগারদের আরো মন্তব্য এবং বিশ্লেষনের পর মন্তব্যের মাধ্যমে অংশগ্রহন করতে। কিন্তু ব্লগার চাঁদগাজী ভাইয়ের মন্তব্য দেখে ব্যক্তিগতভাবে যথেষ্ঠ বিরক্তবোধ করায় এখনই মন্তব্য করলাম।

ব্লগার চাঁদগাজী ভাই, আপনার মন্তব্যের প্রেক্ষিতে অনেক কিছুই বলা যেত। কিন্তু যা বলার তা নীলসাধু ভাই বলে দিয়েছেন। আপনি ব্লগ এবং ব্লগিং নিয়ে অনেক ইতিবাচক চিন্তা করেন সেই কারনে আপনাকে ধন্যবাদ। কিন্তু অযাচিতভাবে, বিনা কারনে শুধুমাত্র অভ্যাসের কারনে কাউকে কট্টরভাবে ব্যক্তি আক্রমন করা খুবই নিন্দনীয় একটি ব্যাপার। আপনার প্রশ্নটি আরো যৌক্তিকভাবে করা যেত। সেটা করলে আপনি আপনার নামের সম্মানটি রাখতে পারতেন। আমি আশা করব, আপনি অতি অবশ্যই আপনার অযাচিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবেন।

কেন ব্লগ ডে পালন হচ্ছিলো না, সেই ব্যাপারে আপনি অবশ্যই জানেন। সেই পরিস্থিতি কতখানি পরিবর্তিত হয়েছে আমরা জানি না। তবে আমি মনে করি, একটি স্বাধীন দেশে ব্লগারদের কথা বলার অধিকার আছে। ব্লগাররা যত আড়ালে থাকবে, তত ব্লগারদের নিয়ে এক শ্রেনী মিথ্যে প্রচারণা চালাবে। হয়ত সামনে কোন এক সময়ে ব্লগ ডে আনুষ্ঠানিকভাবে পালন করা হবে। কিন্তু ব্যক্তিগত প্রেক্ষাপট থেকে প্রতিবছরই ব্লগ ডে পালিত হয়ে আসছে। শুধু ঢাকা নয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, জেলা শহরে ব্লগ ডে পালিত হয়েছে। তাই আমি মনে করি, এবারও ব্যক্তিগতভাবে আমরা সকল ব্লগাররা যদি কোন নির্দিষ্ট স্থানে একে অপরের সাথে দেখা করি, পরিচিত হই তাতে কোন সমস্যা নেই।

ব্লগার অগ্নি সারথিকে ধন্যবাদ। তিনি চমৎকার একটি প্রস্তাবনা দিয়েছেন। এমন একটি গেট টুগেদার অনুষ্ঠান হলে আর কেউ আসুক না আসুক, আমি অবশ্যই অংশগ্রহন করব।

আর নীল দা! আপনাকে নতুন করে কৃতজ্ঞতা জানানোর কিছু নেই। আমরা দীর্ঘদিন থেকে এক সাথে কাজ করে আসছি! এটা আনন্দের এবং সম্মানের বিষয়।

আমার কিছু প্রস্তাবনা আছে। আমি কোন সরকারী পদ্ধতি চাই না। অর্থাৎ কমিটি, সাব কমিটি, সাব কমিটির সাব কমিটি, অনুষ্ঠান সফল করার জন্য মিটিং, এই মিটিং সফল করার জন্য প্রি মিটিং, প্রি মিটিং সফল করার জন্য প্রি প্রি মিটিং এই সবের কোন প্রয়োজন নেই।

যেহেতু আমাদের এই আয়োজনটি ব্যক্তিগতভাবে হচ্ছে অর্থাৎ অফিসিয়াল কিছু না তাই এই অনুষ্ঠানটি কোন মিলনায়তন টাইপ স্থানে করার প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না। এইক্ষেত্রে কোন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ক্যাফেটেরিয়া বা মহানগর নাট্যমঞ্চ বা পাবলিক লাইব্রেরীর ক্যাফেটেরিয়া জাতীয় স্থান হলে ভালো হয়।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯

অগ্নি সারথি বলেছেন: কা_ভা আপনার উপস্থিতি টা আমি খুব করে আশা করছিলাম এই ব্লগে! ধন্যবাদ আপনাকে। আমি শুধু একটা গেট টুগেদারের প্রস্তাবনা করেছিলাম। এখন আপনারা যদি অন্য কিছু চিন্তা করে থাকেন তবে হলে হতেও পারে তবে সামগ্রিক দিক বিবেচনায় কোন একটা ক্যাফেটারিয়া কিংবা মিলনায়তন টাইপ কোন স্থানে ব্লগারদের আর্থিক এবং অনার্থিক পার্টিসিপাশনের মাধ্যমে একটা গেট টুগেদার ই বেস্ট। আপনি জানেন কিনা জানিনা ইদানিং কিন্তু অনেক ব্লগারদের বেশ কিছু গেট টুগেদার অলরেডি কোন ঝামেলা ছাড়াই হয়েছে। যদি আমার প্রস্তাব ভালো লাগে তবে আপনিও এই আলোচনাকে সামনে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ!

৩০| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ। আমি গেট টুগেদারেরই পক্ষে। সেটা যেভাবেই হোক না কেন। এমন যদি কোন পরিকল্পনা হয়, কেউ আসুক বা না আসুক, আমি অবশ্যই আসব।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই! একটা ভেন্যু ঠিক করা গেলে খুব ভালো হত সাথে ব্লগারদের পার্টিসিপেশন, এটা হতে পারে নূন্যতম চাদা কিংবা রেজিস্ট্রেশন টাইপ কিছু একটা।

৩১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: গেট টুগেদার হলে মন্দ হবে না। অনেকের সঙ্গে দেখা হওয়ার একটা সুযোগ বিশাল ব্যাপার ।।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪০

অগ্নি সারথি বলেছেন: জ্বি সেলিম ভাই! সকলের সম্মিলিত উদ্যেগটা জরুরী।

৩২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৭

মৌরি হক দোলা বলেছেন: ধুর! ভাবলাম, এতদিনে মনের আশা পূর্ণ হবে! সহব্লগার ভাইয়া-আপুদের দেখতে পাব!

২১তারিখেই কেন? ১৫ তারিখে হয় না????

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪১

অগ্নি সারথি বলেছেন: একটু ম্যানেজ করা যায় কিনা! দেখেন না প্লিজ।

৩৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অসাধারণ উদ্যোগ।

গত ব্লগ ডে'র দিন আমার ডিজাইন করা টি-শার্ট পড়ে যে ছবি উঠিয়েছিলাম, তা শেয়ার করছি-






আমি ঐদিন সিলেটে থাকবো। তবে, নিরিবিলি পরিবেশে, চা-বাগানের পাশে, আমার এগ্রো ফার্মের ভিতর ছোট একটি অফিস আছে। সিলেটের ব্লগারদের আমন্ত্রন রইলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

অগ্নি সারথি বলেছেন: পরবর্তী ব্লগ ডে তে আপনার টি শার্ট বিবেচনায় থাকবে। সিলেটের ব্লগারদের সাথে করে একটা আয়োজন করতে পারেন।

৩৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ২:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: ঢাকা ইউনিভার্সীটি অথবা বিশ্ব সাহিত্য কেন্দ্রে হলে ভালো হয় । তারপরও বাকিটা ব্লগ কতৃপক্ষ্যের উপর , তবে যেখানেই হোক, আমি ইনডোর ভেন্যুতে আগ্রহী ।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

অগ্নি সারথি বলেছেন: ইনডোর ভেন্যুটা কোনটা হলে ভালো হবে, মতামত জানাবেন প্লিজ!

৩৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩৭

মিথী_মারজান বলেছেন: বাহ্!
দারুন হবে তাহলে!
ভাবতেই মন খারাপ হচ্ছে আমি আসতে পারবোনা।
তারপরেও অন্যরা আসবে, সবার দেখা হবে এটা ভাবতেও একটা ভালোলাগা কাজ করে।
মন থেকে চাইছি,আপনাদের উদ্যোগটা সফল হোক।
সৌহার্দ্য আর ভালোবাসার বন্ধনে আরো দৃঢ় হোক ব্লগারদের সম্পর্ক।
এমন সুন্দর পরিকল্পনার মাধ্যমে অন্যদেরকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।:)


০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ! সম্ভব হলে আসার চেষ্টা করবেন প্লিজ।

৩৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪৬

অন্তরন্তর বলেছেন: খুব ভাল উদ্যোগ। আপনারা যেভাবে পারেন একটা গেট টুগেদার হলেও করেন যাতে আমার মত প্রবাসী ব্লগাররা জানতে পারবে ব্লগ ডে হয়েছে। আগে ব্লগ ডে আমরা লাইভ দেখতে পেতাম বিদেশ থেকে। এগুলো এখন বন্ধ। আপনারা আবার চালু করেন এটলিস্ট ইনডোর ভেনু হলেও। শুভ কামনা রইল ভাই।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

অগ্নি সারথি বলেছেন: চেষ্ঠা থাকবে আপনাদের মত প্রবাসী ব্লগারদের সাথে স্কাইপ দিয়ে যুক্ত হওয়া যায় কিনা। ধন্যবাদ!

৩৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩৮

চাঙ্কু বলেছেন: আয়োজন সফল হোক তবে নিরাপত্তার ব্যাপারটা আসলেই সিরিয়াসলি নিতে হবে!

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

অগ্নি সারথি বলেছেন: অবশ্যই!

৩৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

নীলপরি বলেছেন: খুব ভালো প্রচেষ্টা ।
শুভকামনা রইলো

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ!

৩৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ব্লগদিবস কাকে নিয়ে পালন করবেন? কয়জন ব্লগার নিজ নামে, নিজ পরিচয়ে ব্লগ করে? আর কয়জন তার নিজের চেহারা দেখাতে আসিবে? কেউ না।।ভাই এইটা ব্লগ। কেউ নিজের ছবি দেয়না। নাম নাই। কাকে বলবেন ভাই আসো। অনেকেই আমেরিকা, কানাডা, জার্মানীতে থাকে। কে আসবে? এটা অনলাইন তাই এর দিবস অনলাইনেই থাকতে দেন। কোন মোরে, রমনা পার্কে, উদ্যানে যাওয়ার দরকার নাই

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

অগ্নি সারথি বলেছেন: ষষ্ঠ বাংলা ব্লগ দিবস

লিংটা ষষ্ঠ বাংলা ব্লগ দিবসের, দেখতে পারেন।

৪০| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চাঙ্কুর কথাই বেশি গুরুত্বপূর্ণ

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

অগ্নি সারথি বলেছেন: শুধু চাঙ্কু নয় বরং নিরাপত্ত্বার ব্যাপারে আমরা সবাই ভাবছি! এটা আহামরি কিছু হবে না জাস্ট একটা গেট টুগেদার।

৪১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: একটা চমৎকার উদ্যোগের জন্য আপনাকে সাধুবাদ।
বেশী কিছু না, সহব্লগারদের নিয়ে জাস্ট একটা গেট টুগেদার- এমন চাওয়াটা আসলেই বেশী বড় চাওয়া নয়, তাই এর সফল আয়োজন করাটাও বেশী কঠিন হবেনা বলে আশা করি।
কা_ভা এর সাথে একমত, কোন সমন্বয় সভার প্রয়োজন নেই; ব্লগে লিখে লিখে কিংবা আয়োজকদের মাঝে মুঠোফোনের আলাপের মাধ্যমেই অনানুষ্ঠানিকভাবে একটা সম্মিলনের আয়োজন করা হোক!
ভেন্যুর যেসব প্রস্তাব এসেছে, সবগুলোই ভাল। আর কারো কাছে এর চেয়ে ভাল কোন প্রস্তাবনা থাকলে সেটাও বিবেচনা করা যেতে পারে। মুশকিল হলো তারিখটা হবে বছরের হ্রস্বতম দিন। এমনিতেই এখন বিকেল খুঁজে পাওয়া যায় না, দুপুরের প্রায় পরে পরেই সন্ধ্যা নামে। আর সকালেও করাটা ঠিক হবেনা কারণ সেটা শুক্রবার, জুম্মার দিন। তাড়াহুড়ো পড়ে যাবে।
আপনার উদ্যোগ সফল হোক! ঐ দিনের বিকেলটা আপাততঃ খালি রাখছি। অনিবার্য অন্য কোন বাধ্যবাধকতা এসে না পড়লে অনুষ্ঠানটিতে (যদি হয়) আসবো ইন শা আল্লাহ!

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৫

অগ্নি সারথি বলেছেন: আপনাকে খুব করে চাচ্ছিলাম এই পোস্টে! শুরুর দিকে নাম পর্যন্ত মেনশন করে দিতে চেয়েছিলাম কিন্তু আর হয় নাই। যাই হোক আপনি যদি খায়রুল ভাই একটা ভেন্যু বলে দিতেন তাহলে বেশ ভালো হত! নীলদা-র সাথেও আমি যোগাযোগ করছি, যদি আপনারা দায়িত্ব নেন তাহলে সফল একটা প্রোগ্রাম সম্ভব।

৪২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২

রুবে৭১ বলেছেন: যদি অনুষ্ঠানের আয়োজন করেন। তবে জীবনের প্রথম ব্লগার গেট টুগেদারে উপস্থিত হবো ইন্শাআল্লাহ।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৬

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ!

৪৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

নাহিদ০৯ বলেছেন: * ভেন্যু বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তন হতে পারে। বেশ গোছানো এবং ছিমছাম। উন্মুক্ত স্থান হিসেবে গনগ্রন্থাগার এর ভেতরে একটা চত্তর আছে বসার মতো। সেটাও দেখা যেতে পারে।

* ২১ তারিখ শুক্রবার তথা বন্ধের দিনে করলে সকলের জন্য সুবিধাজনক

* ব্লগ দিবসের আলোচ্য বিষয় এবং প্রতিপাদ্য হতে পারে ব্লগিং এ ব্যবহৃত ভাষা নিয়ে। এর জন্য সাহিত্য সমালোচক কোন বিশিষ্ট ব্যক্তি কে কিনোট স্পিকার হিসেবে রাখা যেতে পারে। যদি সম্ভব হয়। আর বাকি আরো ২-৩ জন আলোচক থাকলো।

* ব্লগারগনের উপস্থিতি নিশ্চিতকরন এর জন্য সামান্য টোকেন মানি নেয়া যেতে পারে। অনলাইন ফর্ম করে রেজিস্ট্রেশান করানো যেতে পারে। রেজিস্টার্ড সবাই একটা করে টিশার্ট পাবে তার টোকেন মূল্যের সমমানের।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৭

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ নাহিন! আলোচনা চলছে দেখা যাক কি হয় তবে সকলের অংশগ্রহন একান্ত কাম্য।

৪৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

মোস্তফা সোহেল বলেছেন: এমন একটি গেট টুগেদার হলে খুবই ভাল হবে।
তবে দূরত্বের কারনে আমি আসতে পারব না।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৮

অগ্নি সারথি বলেছেন: শুভকামনা জানবেন!

৪৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সুষ্টু নির্বাচনের লক্ষ্যে শ'য়ে শ'য়ে মনোনয়ন বাতিল। ভিক্ষা চাই না ইস্টপ দ্যা ডগ! দিনকাল যা পড়েছে, চাঁদগাজি ভাই আজকাল দশঘাতেও রা' করেন না। নীলসাধু ভাইয়ের সাথে আমিও স্বস্তি পাচ্ছি।

সামুর ব্লগারদের গেটটুগেদার কবে যে শেষটা হয়েছিল, মনে নেই। এবার অগ্নি সারথির মতো একজন ব্লগার অগ্নোৎপাত করে যে ঘোষণা দিলেন, তাতে কীভাবে আমি মানা করি?

সুলেখক খায়রুল আহসান কি বিকালে প্রোগ্রাম হলে উপস্থিত হবেন? এরকম ব্লগাররা আলো ছড়ালে গেটটুগেদার হতেই হবে।

কাল্পনিক ভালোবাসা কোন অফিশাল কমিটি সাবকমিটির পক্ষে নন। আমিও নই। কিন্তু একটা ছোটখাটো প্রি-মিটিং যদি হয় আমাকে জানাবেন। প্রি-মিটিং আমার খুবই পছন্দ!

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই! যোগাযোগ করছি আপনার সাথে।

৪৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্লগারদের একটা সার্বজনীন আয়োজনের মাঝেও বাধ সাধলেন গাজীসাব!!
তিনি তার মজ্জাগত ও স্বভাবজাত উর্বর মস্তিস্কের উষার চিন্তাধারায় যে মন্তব্য
করেছেন তার জন্য তাকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানাই।
যদি তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তা হলে অন্ততঃ এটুকু মনে করবো
তিনি মরে গেলেও পঁচে যান নি। আল্লাহ তাকে সুমতি দিন।

ব্লগ আয়োজন যেকোন শুক্রবার হলে আমি তাতে যোগদান করার নিশ্চয়তা দিচ্ছি।
ধন্যবাদ লেখক সুন্দর একটা প্রস্তাবনা উপস্থাপন করার জন্য।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ নুরু ভাই! আপনার উপস্থিতি একান্ত কাম্য।

৪৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমি শুধু টাইম আর প্লেস টা জানতে চাই । কবে হবে কোথায় হবে ।

আহা ভাবতেই ভাল লাগছে । কত শত ব্লগারের সাথে দেখা হবে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

অগ্নি সারথি বলেছেন: স্থান এবং সময় আপডেট করা হয়েছে। প্লিজ একটু দেখুন।

৪৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সফল হোক ব্লগ দিবস
মিলনমেলা ভরে উঠুক আনন্দে

যদি সময় সুযোগ হয় ইনশাআল্লাহ অংশগ্রহণ করবো

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

অগ্নি সারথি বলেছেন: ইনশাআল্লাহ ছবিপা!

৪৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

এডওয়ার্ড মায়া বলেছেন: বিশ্ব সাহিত্য কেন্দ্রে ভাল কলিজি সিংগাড়া পাওয়া যায় ! ইন শা আল্লাহ আমিও আসছি ।
ভ্যেনু - আমার পছন্দ ধানমন্ডি ২৭ এর বেংগল বই -
তবে যেখানেই হোক - প্রিয় মানুষের সাথে আড্ডা দিতে অবশ্যই আসবো।
ব্লগ দিবস প্রাণবন্ত রাখতে পোষ্ট স্টিকি রাখা হোক এবং ফেসবুকেও প্রচারনা হোক।
পুরনো ব্লগারদেরও আমত্রন জানানো হোক,যাহারা এখন ফেসবুকে থাকেন।
জাদিদ ভাই এ ব্যাপারে উদ্যেগ নিলে ভাল ফলপ্রসু হবে।
ধন্যবাদ অগ্নি দা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২১

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ এডওয়ার্ড মায়া!
@ জাদিদ ভাই! প্লিজ একটু দেখবেন কিনা।

৫০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
প্রথমতঃ আমি কি করি ভাই আর নেক্সাস ভাই ছাড়া চর্মচক্ষে আর কোন ব্লগার দেখি নাই। তাই আমার খুব শখ এধরনের অনুষ্ঠানে গিয়ে মেধাবী কিছু মানুষের সাথে মিলিত হওয়ার।
দ্বিতীয়তঃ সল্পপরিসরের ‘জাস্ট একটা গেট টুগেদার’ টাইপ অনুষ্ঠানকে উপলক্ষ করে ঢাকার বাইরের প্রত্যন্ত অঞ্চলের ব্লগারগণ গেলে পোষাবে না। অবশ্য ঢাকা ও এর আশেপাশের ব্লগারদের কথা ভিন্ন।
অনুষ্ঠানটা একটু গর্জিয়াস করে বড় পরিসরে করলে ভাল হয়।
যেমন- অনুষ্ঠানের জন্য একটা হল ভাড়া করা হবে। অনুষ্ঠান চলবে ১১ টা থেকে বিকাল ৩/৪টা। আলোচনা, গান ,কৌতুক,র্যা ফেল ড্র ও কিছু প্রতিযোগিতা চলবে। দুপুরের খাবারের আয়োজন থাকবে, থাকবে চা নাস্তা।
মগ,টি শার্ট জাতীয় কিছু স্যুভেনির থাকতে পারে। এজন্য প্রতিজন পার হেড পে করবেন। কোন ব্লগার চাইলে সাথে একজন সঙ্গি আনতে পারবেন। সঙ্গীর জন্য আলাদা পে করতে হবে।
এরকম অনুষ্ঠানের জন্য প্রস্তুতি ও সময়ের দরকার। যা আয়োজন করা এই বছর হয়তো সম্ভব নয়।
ফেব্রুয়ারি মাসে প্রায় ব্লগার বই মেলাকে কেন্দ্র করে ঢাকায় যান। যেহেতু ব্লগ দিবসের দিন অনুষ্ঠানটা করা যাচ্ছেনা। যদি অনুষ্ঠানটা স্বল্প পরিসরেই করতে হয়, তাহলে সময়টা বইমেলার সময় কোন একদিন হলে প্রত্যন্ত অঞ্চলের ব্লগারদের জন্য ভাল হয়।
পরিশেষেঃ সকলের সিদ্ধান্তক্রমে অনুষ্ঠানটি যদি ২১শে ডিসেম্বরের হয় তাহলে অনুষ্ঠানের অগ্রিম সাফল্য কামনা করছি।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ গিয়াস লিটন ভাই! আপনার পরামর্শ বেশ ভালো লেগেছে। দেখা যাক বাকী ব্লগারগন কি বলেন।

৫১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫

শায়মা বলেছেন: বাহ!

খুবই ভালো উদ্যোগ! :)

খুব খুব চাই আবারও ব্লগ ডে পালন হোক আগের মত করে! :)

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ কিন্তু প্রশ্নটা হইতাসে, আপনে আসতাছেন তো!

৫২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
এত দেরিতে চোখে পড়ল ক্যান!!!

আপনার পোোস্ট সবার মতামত পড়লাম।

নির্বাচনী আগ মুহুর্তের ঝুঁকি ভাবনা টা গুরুত্বপূর্ন! নিরপত্তা ইস্যুটাতো ফাইভ ষ্টার ইস্যু!
কা_ভা ভাইয়ের আন্তরিকতা সর্বকালের মতোই প্রশ্নাতীত। প্রিয় সিনয়র খায়রুল আহসানের বিকেল খালি রাখায় আন্তরিকতার ছাপ রয়েছে
নীল সাধূ ভাই তো অসাম সংগঠক। উনি থাকলে চিন্তাই নাই।
গিয়াস লিট ভায়ার শেষ পরামর্শটা মনে ধরল।
বইমেলা একটা জাতীয় আয়োজন । ঐ সময়ে নির্বাচণী ডামাডোল স্তিমিত হয়ে আসবে! দেশের সার্বিক পরিস্থিত যদি পজিটিভ থাকে তাহলে তখন করা যেতে পারে।
মেসেঞ্জারে গেট টুগেদার গ্রুপ করে খোলামেলা আলোচনা করা যেতে পারে।

আরো বাকী সকলের মতামত দেখে শুনে পরে সিদ্ধান্ত যা হয়, সকলেই একমত হবো আশা করি।
সপল হোক আপনার ভাবনা।
গেট টুগেদারের শুভ সংবাদের অপেক্ষায়

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

অগ্নি সারথি বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ ভৃগু! পরে হোক আগে হোক গেট টুগেদার এবার হবেই হবে।

৫৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯

ঠ্যঠা মফিজ বলেছেন: যেতে বড় ইচ্ছে করে কিন্তু যেতে পারবো না। :(

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

অগ্নি সারথি বলেছেন: ক্যান?

৫৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

রানার ব্লগ বলেছেন: কবে কোথায় হচ্ছে জানাবেন। আসতে চাই। ব্লগ দিবসে স্বনাম ধন্য ব্লগারদের সাথে থেকে নিজের ওজন খানা বাড়াতে চাই, যদিও মাশাল্লাহ ভুঁড়ি সমেত ভালই ওজন ধারন করি। B-)

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩০

অগ্নি সারথি বলেছেন: হা হা হা! জ্বি অবশ্যই ভাই, পোস্টে আপডেট থাকবেন প্লিজ!

৫৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

পদ্মপুকুর বলেছেন: আমার একটা প্রস্তাবনা ছিলো, বিবেচনা করে দেখবেন না কি?

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

অগ্নি সারথি বলেছেন: হাউস কি বলে সেটাই বিবেচ্য! ধন্যবাদ আপনার প্রস্তাবনার জন্য।

৫৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




ইয়েস ইয়েস ইয়েস

এবার দেখা হবে ।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

অগ্নি সারথি বলেছেন: ইয়েস! দেখা হবে।

৫৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১১

আরোগ্য বলেছেন: এটা কি নির্ধারিত জায়গা নাকি পরিবর্তনের সম্ভাবনা আছে?
ষষ্ঠ ব্লগ দিবসের পোস্ট দেখে আমার আগ্রহ খুব বাড়লো। কোন পরিবার সদস্য নেয়া যাবে কি? চাঁদা কত? কিভাবে কি করতে হবে?

০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

অগ্নি সারথি বলেছেন: জায়গা পরিবর্তন হতে পারে। রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে। পরিবার নিয়ে এখনো আলোচনা হয় নাই, আপনার প্রশ্নকে আমরা পরামর্শ হিসেবে গ্রহন করলাম। আলোচনা চলছে, দেখা যাক কি হয়। দয়া করে পোস্টে আপডেট থাকবেন।

৫৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

অপু দ্যা গ্রেট বলেছেন:


[email protected]


মেইল এর আশায় থাকলাম । আর রেজিস্ট্রেশন কিভাবে হবে কবে হবে তা জানার অপেক্ষায় থাকলাম । আপনার ব্লগে না আসলে তো আপডেট ই পেতাম না ।

এটা স্টিকি করে দিলে আরো ভাল হতো ।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ সহব্লগার! মেইলে রিপ্লাই দেয়া হয়েছে, প্লিজ চেক করেন।

৫৯| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

হাউ মাউ কাউ বলেছেন: ভাই আমিতো বেশি ব্লগ পোস্ট করি না (সময় পাই না), আমিকি আমন্ত্রিত ?

১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

অগ্নি সারথি বলেছেন: পোস্ট না করলে কি ব্লগার হওয়া যায় না! অবশ্যই আপনি আমন্ত্রিত নাহলে হাউ মাউ কাউ করে পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রাখবে কে শুনি?

৬০| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

ফেইরি টেলার বলেছেন: দারুন উদ্যোগ । থাকতে পারবো না এজন্য দু:খিত তবে আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি

৬১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৪

মৌরি হক দোলা বলেছেন: তাহলে ২১তারিখ ৩টায় সাহিত্য কেন্দ্রে?

ভাইয়া কোনো রেজিস্ট্রেশন এর ঝামেলা আছে কি? :P

৬২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩৫

কাওসার চৌধুরী বলেছেন:



কোথায়/কখন/কিভাবে আয়োজনটি হবে? গেটটুগেদারে উপস্থিত হতে হলে কি করতে হবে? কোন ফর্মালিটি আছে কিনা তা [email protected] একটু কষ্ট করে মেইল করে জানালে খুশি হবো। (ধন্যবাদ)

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

অগ্নি সারথি বলেছেন: Click This Link

৬৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভায়া -

লিটন ভায়া নোয়াখালি থেকে আসেন। দূরযাত্রায় স্বাভাবিক প্রস্তুতি নিয়েই আসতে হয়। উনি আরো দূরের সকল ব্লগারের কথা চিন্তা করেই একটা প্রস্তাব রেখেছেন। আমিও সহমত দিয়েছিলাম।

১০ বছরের অনেক ব্লগ ডে হয়েছে। ঢাকায় থেকেও জানিনি বা জানলৈও আসতে পারিনি।
তাতে কারো কোন উনিশ বিশ হয়েছে কি? হয়নি। সুন্দর ভাবে প্রস্তাব ডিনাই না করে পাইক্কা বৈতাল ট্যাগিং করা পোষ্টের সুযোগে মতামততো দেখেন কুলখানিতে গিয়ে ঠেকেছে! লে হালুয়া!!

ভিন্নমত বা প্রস্তাবে যদি এই পরিণতি হয় আর কেউ মনে হয় মত প্রকাশে আগ্রহই দেখাবেনা।
তবে আর মতপ্রকাশের আহবান ছিল কেন? বলে দিলেই পারতেন এত তারিখ হবে। যার খুশি আসো যার খুশি আইসোনা !

স্বৈরচারিতায় পুরা জাতি দশক দশকের অভিজ্ঞতা সমৃদ্ধ! কেউ মাইন্ড খাইত না। :-B

যাক গে ভায়া! বইমেলায় করার প্রস্তাবে আমি আমার সমর্থন প্রত্যাহার করে নিলাম।
করুন ভায়া যার যখন খুশি, যতবার খুশি!
অগ্রিম মোবারকবাদ!
এডভান্স অভিনন্দন।


১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

অগ্নি সারথি বলেছেন: ভাই! আপনি গুরু মানুষ, অন্তত আমি তাই মনে করি। এমন পরপর ভাবেন ক্যান! পুরো ঘটনার বিষয়বস্তু আলাদা, নিজের ঘাড়ে নিয়েন না ভাই। ভূল হয়ে থাকলে ক্ষমা করবেন।

৬৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

মৌরি হক দোলা বলেছেন: ইনশাআল্লাহ, আমি তো আসব :) কত আপু-ভাইয়াদের সাথে দেখা হবে রে! ভাবতেই ভালো লাগছে B-) B-)

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

অগ্নি সারথি বলেছেন: একটু দেখেন প্লিজ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.