নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

ছোট গল্পঃ নগর পুরাণ

০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০০



প্রতিদিনের মত আজও বেশ সকাল সকাল ঘুম ঘুম চোখ নিয়ে বাস স্ট্যান্ডে এসে দাড়ালাম। চুল হতে অল ক্লিয়ার শ্যাম্পুর গন্ধটা তখনও ভুর ভুর করে তার সুবাশ ছড়িয়ে যাচ্ছিল। গোলাপী রঙা শাল পরিহিতা নারী, আমার বেশ আগেই এসে পৌছেছে বোধ করি। তার গায়ের শালটি অনেক পাতলা আর ছোট, আজ নিশ্চিত তার ঠান্ডা লেগে যাবে। হেডফোন কানে লাগিয়ে থাকা ছেলেটি আজও এসেছে, ফরমাল শার্ট, প্যান্ট আর কালো জুতোয় আজও তাকে বেশ হ্যান্ডসাম লাগছে। হয়তোবা আজও তার কোন প্রতিষ্ঠানে ইন্টারভিউ রয়েছে। এই ইন্টারভিউ সে গত তিন বছর ধরেই দিয়ে চলেছে। গুড লাক ব্রাদার!
একটু দূরেই একটা প্রাইভেট কার এসে থামল। ল্যাপটপ ব্যাগ কাধে ঝুলিয়ে কার হতে নেমে যাওয়া কর্পোরেট মানুষটা তার স্ত্রীকে বিদায় বলছিল। গাড়িটা তার স্ত্রীকে নিয়ে চলে গেল, হয়তোবা তার স্ত্রীর অফিস ভিন্ন। কিউট কাপল!
কিন্তু, সোনালী রঙের চুলওয়ালা মেয়েটি কোথায়? বাস তো চলে আসলো বলে!
উফ! সে চলে এসেছে অবশেষে।
যাক! আমরা সকলেই এসে গিয়েছি।
আমরা সকলেই চুপচাপ দাড়িয়ে থাকি! একই পাচ জন মানুষ। একই সময়ে, একই জায়গায়। সবাই সবাইকে চিনি, আবার চিনি না।

মন্তব্য ৩৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৪

নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় লেখা।

০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২০

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভ্রাতা!

২| ০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুরুতে পড়লাম গোলাপী রঙা শাল পরিহিতা নারী, শেষে চলে এলো সোনালি চুলওয়ালা মেয়েটি- এ দুজন কি একই নারী, নাকি দুটো আলাদা মেয়ে? আর আছে কানে হেড ফোন লাগানো ছেলেটি এবং কথক নিজে। হলো মোট ৪জন, আরেক জন কোথায়?

প্রাইভেট কারে ভ্রমণকারী কিউট কাপলের বিপরীতে বাসে ভ্রমণকারীদের আটপৌড়ে জীবনের কথা সাংকেতিকভাবে ফুটে উঠেছে।
সুন্দর।

০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৬

অগ্নি সারথি বলেছেন: গোলাপি শাল, চাকুরী প্রার্থী যুবক, কর্পোরেট মানুষটা, সোনালী চুল আর গল্প কথক মিলিয়ে পাচ জন!
আপনার বিচক্ষন এবং খোজভিত্তিক মন্তব্যের মন্তব্যের জন্য ধন্যবাদ। :) :)

৩| ০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৬

ফয়সাল রকি বলেছেন: চিয়ারত বাসস্ট্যান্ড!
ভালো।

০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৬

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ! শুভেচ্ছা শতত।

৪| ০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




একটি পাঁচ মিনিটের শর্ট ফিল্ম হয়ে যাক। স্ক্রিপ্ট আমার পছন্দ হয়েছে। পছন্দ বলতে জবরদস্ত। আশা করছি ২-৩ টি অ্যাওয়ার্ড লুটে নেওয়া যাবে। কি বলেন?

০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৮

অগ্নি সারথি বলেছেন: পছন্দ হবার জন্য ধন্যবাদ!
এওওয়ার্ডের ব্যাপারে কোন দায়-দায়িত্ব নিতে পারবো না কিন্তু আগেই বলে দিলাম।

৫| ০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৬

মনিরা সুলতানা বলেছেন: নগর জীবন !

০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৮

অগ্নি সারথি বলেছেন: আপা!

৬| ০৩ রা মার্চ, ২০২০ রাত ৮:০৭

শের শায়রী বলেছেন: আপনি শক্তিমান লেখক তা নিয়ে কোন সংশয় নাই, এই লেখায় আবারো তা প্রমান করলেন।

অসাধারন এবং আই মীন ইট ব্রাদার।

০৩ রা মার্চ, ২০২০ রাত ৮:৫৮

অগ্নি সারথি বলেছেন: একটু বাড়িয়েই বললেন ভাই! যা দেখি, শুনি, অনুভব করি তাই শব্দে রুপ দেবার চেষ্টা করি। এভাবেই চলছে আরকি। পাঠে কৃতজ্ঞতা জানবেন ভ্রাতা।

৭| ০৩ রা মার্চ, ২০২০ রাত ৮:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ পাঠ ভায়া

যাপিত জীবনে এমনি পাশাপাশি কত জনা- চেনা অচেনা!

++++

০৩ রা মার্চ, ২০২০ রাত ৮:৫৯

অগ্নি সারথি বলেছেন: চেনা মানুষ অচেনা হলে, সেটা পোড়ায়। আপনার এবার দেখা পেলাম না।

৮| ০৩ রা মার্চ, ২০২০ রাত ৯:১৫

আরাফাত আবীর বলেছেন: অচেনা, তবুও যেন অমোঘ বন্ধন!

০৩ রা মার্চ, ২০২০ রাত ৯:৫৫

অগ্নি সারথি বলেছেন: একই রোগে, শোকে, পাপে, তাপে জুঝি আমরা! একই নগরীর সন্তান যে আমরা।

৯| ০৩ রা মার্চ, ২০২০ রাত ১১:২১

আহমেদ জী এস বলেছেন: অগ্নি সারথি,




আমরা সবাই দাঁড়িয়ে থাকি কিম্বা প্রায় গায়ে গা লাগিয়ে হেঁটে যাই একই পথে, একই সময়ে , একই দিনে কিন্তু আমরা কেউই কারো নই। মনে হয় চেনা অথচ সবাই থাকে অচেনা -অজানা হয়ে চিরটাকাল! এই ঘূর্ণাবর্তে আমরা কেবল নিয়ত ঘুরে ঘুরে যাই, কাছে আসিনে!

ছোট গল্পে জীবন সত্যের বিশাল পুরাণ শুনিয়ে গেছেন। চমৎকার!

০৩ রা মার্চ, ২০২০ রাত ১১:২৭

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই!

১০| ০৩ রা মার্চ, ২০২০ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: আপনার লেখার গুনে গল্পটি ভালো লেগেছে।

০৩ রা মার্চ, ২০২০ রাত ১১:৪৭

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ!

১১| ০৪ ঠা মার্চ, ২০২০ সকাল ৮:০৩

ইসিয়াক বলেছেন: চমৎকার ছোট গল্পটিতে ভালো লাগা রেখে গেলাম।
শুভকামনা

০৪ ঠা মার্চ, ২০২০ সকাল ৯:৪৫

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই!

১২| ০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ১:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ আবেগময় লাগলো। ধন্যবাদ আপনাকে।

শুভেচ্ছা নিয়েন।

০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৩:৫৩

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই!

১৩| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৪:১৮

নিভৃতা বলেছেন: নগরজীবনের একটি চিরায়ত দৃশ্য অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। লেখায় রয়েছে স্বতন্ত্রতা। ভালো লাগা রেখে গেলাম।

০৪ ঠা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৩

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ জানবেন।

১৪| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৫:৩৪

অনন্য দায়িত্বশীল বলেছেন: সুন্দর হয়েছে।

০৪ ঠা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৪

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ!

১৫| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ!


ভালো থাকুন।

০৪ ঠা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৪

অগ্নি সারথি বলেছেন: আপনিও।

১৬| ০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১২

মিরোরডডল বলেছেন: চমৎকার একটি প্লট । জীবন সম্পৃক্ত ।
মনে করিয়ে দিলো আমার জীবনেরই গল্প ।
একটা সময় প্রতিদিন সেইম টাইম একই ট্রেনের জন্য অপেক্ষা ।
কিছুই জানিনা তাঁর শুধুই চোখের দেখা । চেনা আবার অচেনা ।
যদি কোনদিন না আসত , আমার চোখ খুঁজে বেড়াতো পুরো প্ল্যাটফর্ম ।
আজ কি তাহলে আর আসবে না !

অনেক বছর আমি আর ট্রেনে যাইনা ।
জানিনা সেকি এখনো সেই আগের মতই ট্রেনের অপেক্ষা করে কিনা ।
তাঁর চোখও কি কখনও আমাকে খুঁজেছিল !

০৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:০৭

অগ্নি সারথি বলেছেন: আপনার জন্য অনেক গুলো শুভকামনা ভাই!

১৭| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: +++

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪২

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.