নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

ব্লগারগনের ভার্চুয়াল আড্ডা

২৭ শে জুন, ২০২০ সকাল ৮:৪৬



যেমনটা কিনা বেশ কয়েকদিন ধরেই আমরা ব্লগে, সামহোয়্যারইনব্লগের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এবং ব্যাক্তিগত প্রোফাইলে ব্লগারদের ভার্চুয়াল আড্ডা নিয়ে বেশ হৈ চৈ করছিলাম অবশেষে গত রাতে দেশ বিদেশ হতে প্রায় ৫০ জন ব্লগার ভার্চুয়াল প্ল্যাটফরম গুগল মিট এর মাধ্যমে যুক্ত থাকতে পেরেছিলাম।



ব্লগ আড্ডার সময় এক ঘন্টা পূর্ব নির্ধারিত থাকলেও এটি আড়াই ঘন্টা ব্যাপি স্থায়িত্ব লাভ করে এরপরও অনেক ব্লগার আড্ডা ছেড়ে উঠতেই চাইছিলেন না। ভার্চুয়ালি হলেও ব্লগারগন হাসি ঠাট্টা, হৈ-হুল্লোরের কোন কমতি যেমন রাখেন নাই তেমনি করোনা মহামারিতে প্রবাসে থাকা ব্লগারগন তাদের অভিজ্ঞতা শেয়ার করবার পাশাপাশি কিছু পরামর্শও প্রদান করবন, আলোচনা হয় ব্লগারগন কি করে এই করোনা মহামারিতে দুস্থ-অসহায় মানুষদের জন্য কমন একটা প্ল্যাটফরমে মানবিক সহায়তা আবারও চালু করতে পারে, ব্লগের টেকনিক্যাল সমস্যা ও সমাধান নিয়ে জাদিদ ভাই সামহোয়্যারইন ব্লগের নেয়া উদ্যোগগুলো জানান দেন।

নিয়মিত ব্লগারগনের পাশাপাশি প্রধান আকর্ষন ছিলেন পুরাতন এবং অনিয়মিত বেশ কয়েকজন ব্লগার। ব্লগারগন অনেকেই চাঁদগাজী সাহেবকে মিস করছিলেন, তারা ভেবেছিলেন তিনিও যুক্ত হবেন আড্ডায় কিন্তু তার অনুপস্থিতি সবাইকে বেশ হতাশ করে। ;)
অবশ্য গাজী সাব না যুক্ত হতে পারলেও নুরু ভাই সামান্য কিছু সময়ের জন্য যুক্ত হয়েছিলে আমাদের সাথে।

সাংসারিক হাজারো ঝামেলার পরও সময় বের করে ব্লগের আপাগনের মধ্যে উপস্থিত ছিলেন ব্লগার মনিরা সুলতানা, গুলশান কিবরিয়া, সায়মা, শাহিদা তানিয়া, শুভ্রা সাহা প্রমুখ। (কারো নাম বাদ পরে গেলে আমি দুঃখিত)

একটা বড় চ্যালেঞ্জ ছিল ভার্চুয়াল প্ল্যাটফরমে এত গুলা মানুষকে নিয়ে আড্ডা দেয়া কিন্তু খুব চমৎকার ভাবে কোন বিঘ্ন ছাড়াই আমরা জাদিদ ভাইয়ের সঞ্চালনায় চমৎকার একটা ভার্চুয়াল আড্ডা দিতে পেরেছি। আয়োজক হিসেবে আমি যে মানুষটার কথা বলতে চাই, তিনি হলেন আমাদের মঈনুদ্দিন মইনুল ভাই। নেপথ্যে থেকে যিনি ভার্চুয়াল আড্ডাটিকে সফল হবার জন্য সকল ধরনের পরামর্শ এবং সাপোর্ট প্রদান করে চলেছিলে নিরন্তর কিন্তু আফসোস কোন একটা কারনে তিনি আড্ডা আর কন্টিনিউ করতে পারেন নাই।

যাই হোক, এমন আড্ডায় ব্লগারগন আমরা বারবার মিলিত হবো। পরের বার হয়তো বা আরো অনেক বেশী ব্লগার নিয়ে আমরা আড্ডায় মেতে উঠবো। হোক সেটা সর্বশরীরে কিংবা ভার্চুয়ালী।


এটা ব্যাক্তিগত ছবি, সহব্লগারগনের সাথে গতদিন ভার্চুয়ালি আড্ডারত অবস্থায়।

ব্লগারগনের সার্বিক নিরাপত্ত্বা মাথায় রেখে আড্ডার ছবি ব্লার করে দেয়া হলো। ধন্যবাদ।

আপডেটঃ

মা.হাসান ভাইর নিকট হতে ব্লগ আড্ডার আলোচনা সংক্ষেপ, ;) ;)


মা.হাসান বলেছেন: আড্ডা সংক্ষেপ:

রাত আটটায় ছোলা মুড়ি খাওয়ার মাধ্যমে আড্ডার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

বিভিন্ন দেশের ব্লগারগন করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বেশকিছু মাপকাঠিতে বাংলাদেশ পাশ্চাত্যের অনেক দেশকে ছাড়িয়ে গিয়েছে-- এই জিনিসটি আড্ডায় ঘুরেফিরে আসে।

ব্লগার জেসন ভাই অসুস্থ । এই মুহূর্তে দেশের বাইরে চিকিৎসাধীন । উনি সকলের কাছে দোয়া চেয়েছেন ।

ব্লগার নিমচাঁদ ভাই ব্লগের আপুদের ওনার ফেসবুকে নক করতে অনুরোধ করেছেন।

ব্লগার সেলিম আনোয়ার ভাই জানান উনি পাত্রী খুঁজছেন, বিয়ের জন্য ; তবে বিয়ের আগে অল্পস্বল্প প্রেম করে তবেই বিয়ে করবেন।

বৃহত্তর নোয়াখালী এবং বৃহত্তর চট্টগ্রামের ব্লগারদের আলাদা অ্যাসোসিয়েশন এবং আলাদা আড্ডার বিষয়টি আলোচনা করা হয়। এই সময় সুকৌশলে বরিশালের কৃতি ব্লগারদের টেকনিক্যাল কারণ দেখিয়ে আড্ডা থেকে সরিয়ে দেওয়া হয়।

করোনা পরবর্তী দুটি আড্ডা মনিরা আপু এবং তানিয়া আপুর বাসায় অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

ব্লগার চাঁদগাজী গায়েবানা ধোলাই করা হয়।

ব্লগে নোটিফিকেশন নামের কোন সমস্যা নেই , এটি আদতে একটি গুজব বলে সিদ্ধান্ত নেয়া হয়।

যারা আড্ডায় অংশ নিয়েছিলেন তাদের আগামী এক বছর কোনোভাবেই জেনারেল করা যাবেনা এই রেজুলেশন পাশ করা হয়।

মন্তব্য ৩৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২০ সকাল ১০:০২

আমি তিতুমীর বলছি বলেছেন:



আড্ডার কিছু বক্তব্য কোড দিলে ভাল হতো যে বক্তব্যগুলো সব ব্লগারের জন্য পরামর্শ হিসাবে উপকারে আসতে পারে।
কোভিট থেকে আল্লাহ যদি মুক্তি দিয়ে বাঁচিয়ে রাখে আমাদের তাহলে একদিনের জন্য নৌ ভ্রমণ বা কোন রিপোর্টে কিছু সময় কাটাতে পারলে ব্লগারদের ভিতর আরো আন্তরিক সম্পর্ক তৈরি হবে। (ঢাকা ও আশেপাশের ব্লগাররা চাইলে এমন একটি ইভেন করতে পারে)


২৭ শে জুন, ২০২০ সকাল ১০:২৯

অগ্নি সারথি বলেছেন: আসলে ভাই বক্তব্য সব ভুলে গিয়ে মোহটুকু রয়ে গিয়েছে, আমি প্রচন্ড ভুলে যায়।
আগে ব্লগাররা মিলে একটা তারি উৎসব হতো! ঢাকার পাশে। এমন হাজারটা উৎসব হতো ব্লগারদের। এখন সেসব হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছি আমরা ব্লগার রা।

খুব করে চেষ্ঠা করছি ভাই, ব্লগার রা যেন হারিয়ে না যান। মাথা উচু করে বুক ভরা গর্ব নিয়ে তারা যেন পরিচয় দেন 'আমি ব্লগার' হিসেবে।

২| ২৭ শে জুন, ২০২০ সকাল ১০:৪০

বিজন রয় বলেছেন: দারুন সুখবর! সবার জন্য শুভকামনা।

২৭ শে জুন, ২০২০ সকাল ১০:৪৯

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই!

৩| ২৭ শে জুন, ২০২০ সকাল ১০:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জাদিদ ভাইয়ের বিখ্যাত হিউমারাস ও উইটি কমেন্টটা ভুলতে পারছি না : 'অগ্নি সারথি ভাই এবার আরেকটা আকাম নিয়ে হাজির হলেন' :)

ভালো লাগলো আপনার 'আকাম' ভালোভাবেই শেষ করতে পেরেছেন জেনে :) সবাইকে অভিনন্দন

মাঈনুদ্দিন মইনুল ভাইকে ধন্যবাদ।

এমন আড্ডা বার বার আয়োজন করুন। সামনাসামনি বসলে অনেক ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়

অনেক অনেক শুভ কামনা সবার জন্য

২৭ শে জুন, ২০২০ সকাল ১১:০৮

অগ্নি সারথি বলেছেন: ব্লগারগন বার বার আপনার কথা বলছিলেন! মোটামুটি সকলেই আপনাকে মিস করেছেন।

৪| ২৭ শে জুন, ২০২০ সকাল ১১:০৯

রাজীব নুর বলেছেন: সবার জন্য ভালোবাসা।

৫| ২৭ শে জুন, ২০২০ সকাল ১১:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ব্লগারগন বার বার আপনার কথা বলছিলেন! মোটামুটি সকলেই আপনাকে মিস করেছেন। ব্যাপারটা আমার জন্য অত্যন্ত আনন্দ ও আবেগের। আমাকে স্মরণ করার জন্য তাদের কাছে আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি।

৬| ২৭ শে জুন, ২০২০ সকাল ১১:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অগ্নি সারথি ভাই
আমার উপস্থিতি রেকর্ড করার জন্য ধন্যবাদ।
কিন্তু কোন অজানা কারনে হয়তো সমস্যা হয়েছিলো।
ধন্যবাদ এমন চমৎকার আয়োজনের জন্য।

৭| ২৭ শে জুন, ২০২০ সকাল ১১:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ অগ্নি সারথি ভাই আপনাকে।। সুন্দর একটি আড্ডার ব্যবস্থা করার জন্য।
তবে আমিও ছিলাম। কিন্তু হোম মিনিস্ট্রির অ্যাকসেসে ঢেকে ছিলাম বলে আপনি বোধহয় টের পাননি।

শুভেচ্ছা নিয়েন।

৮| ২৭ শে জুন, ২০২০ সকাল ১১:৪১

বিপ্লব06 বলেছেন: ব্যাপারটা অনেক নাইস ছিল।
ভাল্লাগছে ম্যালা।
সবাইকে অনেক ধন্যবাদ সময় করে আসার জন্য!

পারসোনালি আপনার সাথে পরিচিত হবার ব্যাপারটা ছিল বাড়তি পাওনা B-)

৯| ২৭ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৪

মা.হাসান বলেছেন: আড্ডা সংক্ষেপ:

রাত আটটায় ছোলা মুড়ি খাওয়ার মাধ্যমে আড্ডার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

বিভিন্ন দেশের ব্লগারগন করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বেশকিছু মাপকাঠিতে বাংলাদেশ পাশ্চাত্যের অনেক দেশকে ছাড়িয়ে গিয়েছে-- এই জিনিসটি আড্ডায় ঘুরেফিরে আসে।

ব্লগার জেসন ভাই অসুস্থ । এই মুহূর্তে দেশের বাইরে চিকিৎসাধীন । উনি সকলের কাছে দোয়া চেয়েছেন ।

ব্লগার নিমচাঁদ ভাই ব্লগের আপুদের ওনার ফেসবুকে নক করতে অনুরোধ করেছেন।

ব্লগার সেলিম আনোয়ার ভাই জানান উনি পাত্রী খুঁজছেন, বিয়ের জন্য ; তবে বিয়ের আগে অল্পস্বল্প প্রেম করে তবেই বিয়ে করবেন।

বৃহত্তর নোয়াখালী এবং বৃহত্তর চট্টগ্রামের ব্লগারদের আলাদা অ্যাসোসিয়েশন এবং আলাদা আড্ডার বিষয়টি আলোচনা করা হয়। এই সময় সুকৌশলে বরিশালের কৃতি ব্লগারদের টেকনিক্যাল কারণ দেখিয়ে আড্ডা থেকে সরিয়ে দেওয়া হয়।

করোনা পরবর্তী দুটি আড্ডা মনিরা আপু এবং তানিয়া আপুর বাসায় অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

ব্লগার চাঁদগাজী গায়েবানা ধোলাই করা হয়।

ব্লগে নোটিফিকেশন নামের কোন সমস্যা নেই , এটি আদতে একটি গুজব বলে সিদ্ধান্ত নেয়া হয়।

যারা আড্ডায় অংশ নিয়েছিলেন তাদের আগামী এক বছর কোনোভাবেই জেনারেল করা যাবেনা এই রেজুলেশন পাশ করা হয়।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:০৪

অগ্নি সারথি বলেছেন: পোস্টে এড করে দিলাম ভাই! হা হা হা।

১০| ২৭ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৪

মা.হাসান বলেছেন: আড্ডার আয়োজকদের অসংখ্য ধন্যবাদ

১১| ২৭ শে জুন, ২০২০ দুপুর ১:৩২

নেওয়াজ আলি বলেছেন: আমি বগ্লের ফেসবুক পেইজে এড নাই । ৪/৫ দিন আগে রিকু দিলাম যাতে আড্ডায় যোগ দিতে পারি। কিন্তু এড করেনি।

১২| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:৫০

ইসিয়াক বলেছেন:


আমি কিছু সময়ের জন্য ছিলাম , কিন্তু হঠাৎ মোবাইল হাতছাড়া হতে আমিও হারিয়ে গেলাম।
সবার জন্য শুভকামনা রইলো।

১৩| ২৭ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৪

মানতাশা বলেছেন: উহা ভালো খবর।খবর পাইলে আসার চেষ্টা করিতাম । অংশগ্রহণ কেমন করিয়াছে?

১৪| ২৭ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মা. হাসান বলেছেনঃ
বৃহত্তর নোয়াখালী এবং বৃহত্তর চট্টগ্রামের ব্লগারদের আলাদা অ্যাসোসিয়েশন এবং আলাদা আড্ডার বিষয়টি আলোচনা করা হয়। এই সময় সুকৌশলে বরিশালের কৃতি ব্লগারদের টেকনিক্যাল কারণ দেখিয়ে আড্ডা থেকে সরিয়ে দেওয়া হয়।

হেতের লাইগ্যাই মুই আড্ডায় ঢোকবার পারিনাই !!!



১৫| ২৭ শে জুন, ২০২০ রাত ৮:৫৩

আহমেদ জী এস বলেছেন: অগ্নি সারথি,




আপনাক আমি আগে একবার " ব্লগ সারথী" বলে উল্লেখ করেছিলুম আমার "বছর শেষের সামুর মুখ........." পোস্টে।
এবারে তার প্রমান রাখলেন হাতে হাতে। কাভা যতোই বলুক "আকামের কাম" ; আমি বলি "কামের একটা কাম"

২৮ শে জুন, ২০২০ সকাল ১১:৩৮

অগ্নি সারথি বলেছেন: আপনাকে প্রচন্ড ভাবে মিস করেছি ভাই! ব্যাক্তিগত ভাবে যোগাযোগ করবার চেষ্ঠা করেও ব্যার্থ হয়েছি। আপনার উপস্থিতি আরো প্রানবন্ত করতো যেমনটা করেছিল ২০১৯ এ আমাদের ব্লগ দিবসে। বলতে পারেন, মুখিয়ে ছিলাম আপনার জন্য। অন্য কারো জন্য এভাবে থাকি নাই। এক বিন্দু অসত্য বলি নাই জী এস ভাই।

আপনি একটা শ্রদ্ধার জায়গা।

১৬| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:১৭

নৃ মাসুদ রানা বলেছেন: বেশ ভালো লেগেছে। সত্যি! এরকম আয়োজন বারবার চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো।

১৭| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই ভালো কথা।

১৮| ২৭ শে জুন, ২০২০ রাত ১০:০৯

গাওসেল এ. রাসেল বলেছেন: বিনয়ী ব্লগার অগ্নি সারথি আরেকটা আকাম নিয়ে হাজির হয়েছেন। জাদিদ ভাই এর মন্তব্যটা ভালো লেগেছে

সোনাবীজ অথবা ধুলোবালিছাই এর সাথে একমত, সামনা সামনি বসলে অনেক ভুল বোঝাবুঝি দুর হয়ে যায়।

পরবর্তী আকামের সিদ্ধান্তটা দ্রুত ও বড় পরিসরে নিন, এই প্রত্যাশায় রইলাম।

১৯| ২৭ শে জুন, ২০২০ রাত ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: নিমচাদ ভাই আড্ডা বেশ জমিয়েছেন তাকে অনেক ধন্যবাদ। ব্লগের প্রকাশনা বিষয়ে কোন উল্লেখ দেখছিনা । চাগগাজী সোনাবীজ ভাই থাকেন নি । আহমেদ জিএসও ছিলেননা । এমন অনেকে থাকলে আড্ডা জমতো। মামুন রশীদ ভাই থাকলে ভাল হতো । জানা আপা থাকেন নি। ওনি থাকলেও আড্ডা পূর্ণতা পেত । ভবিষ্যতে হয়তো আড্ডা আরও অর্থবহ হবে আরও বেশি ব্লগারদের উপস্থিতিতে ।

২০| ২৭ শে জুন, ২০২০ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: আড্ডা আবার হবে।
দেরী হোক যায় নি সময়।

২১| ২৭ শে জুন, ২০২০ রাত ১০:৫১

ডার্ক ম্যান বলেছেন: ক্যামেরার কারণে কিছু কইতে পারলাম না ।
ভবিষ্যতে একখান ভিডিও ফিকশন বানানোর খায়েশ আছে। যারা আমার পোস্ট লাইক বা প্রিয়তে নে নাই হেতারা বাদ

২২| ২৮ শে জুন, ২০২০ রাত ৩:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনেক চেষ্টা করে ও কানেক্ট করতে পারি নাই

২৩| ২৮ শে জুন, ২০২০ সকাল ৯:১২

আমি সাজিদ বলেছেন: এইরকম প্রতিমাসে ব্লগারদের আড্ডা আয়োজন করবেন। আজকাল জুমের মাধ্যমে এই আয়োজন কোন ব্যাপারই না। যাক আপনাকে প্রথমবারের মতো দেখে বেশ ভালোই লাগলো, অগ্নি সারথি ভাই।

২৪| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ব্লগডে থেকে দেখে এসেছি। আপনি কোন কাজ ধরলে সেটির চূড়ান্ত পর্যন্ত নেবেনই। নাছোড়বান্দা হবেনই। কারণ আপনি যে উন্নয়নের কর্মী! আড্ডা হতে এতো দাওয়াত কীসের? আবারও আড্ডা হবে। কিন্তু আড্ডার আগে পোস্ট নয়। পরে পোস্ট। কেমন?

২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

অগ্নি সারথি বলেছেন: উন্নয়নকর্মী! হয়তোবা সেটাই ভাই। আপনি ধরে ফেলেছেন, কারন অগ্রজ আপনি। পথ প্রদর্শকও।
আড্ডাটা চালু করা জরুরী ছিল ভাই! আপনি সত্য বলেছেন, আড্ডার আগে পোস্ট দিয়ে আড্ডা দেবো কেনো? আড্ডা দিয়ে তারপর পোস্ট দেবো।

এত্তগুলা ভালোবাসা ভাই! নেপথ্যে থেকে যে সাহসটুকু জুগিয়েছিলেন এবার, আমি সত্যিই ভয় পাই নাই।

২৫| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


নিমচাদ ভাইকে সবসময় একজন প্রাঞ্জল এবং আড্ডাবাজ হিসেবে পাই। পেতে পেতে এটি আমাদের অভ্যাস হয়ে গেছে :)

গিয়াসউদ্দিন লিটন ভাইকে মাত্র কিছুক্ষণ পেলেও সেটি ছিলো কোয়ালিটি টাইম।

কবি বিদ্রোহী ভৃগুকে পেলাম কিনা নিশ্চিত নই!

গুলশান কিবরিয়াকে এক ঝলক দেখলাম।

সায়মা ছিলেন কিনা বলা মুশকিল। এরকম অনেকেই ছিলেন কিন্তু প্রকাশ করেন নি।

কবি সেলিম আনোয়ারকে পেলে ভালো লাগতো। তাকে দেখি আজও।


সোনাবীজ ভাইকে ধন্যবাদ দেবার জন্য ধন্যবাদ। পরের আড্ডায় যেন আপনাকে পাই আড্ডাবাজ হিসেবে।

২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

অগ্নি সারথি বলেছেন: নো কমেন্টস এখানে! দেখি তারা কি বলেন।

২৬| ২৯ শে জুন, ২০২০ সকাল ৯:২১

সেলিম আনোয়ার বলেছেন: দুই জনের হয় না কোন ভাল দল
তাতে শয়তানের মাথায় হয় চলা
নবীর বাতলানো তরিকায়
আছে হেফাজত আর বরকত
অন্যথায় তার ধ্বংস অনিবার্য।

এটা হলো আপনার জন্য ছবক।

২৭| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৯

তারছেড়া লিমন বলেছেন: ব্লগে পুরাতুনদের আবার আগমন ঘটুক বাদ্য বাজিয়ে.... আবার সুদিন ফিরে আসুক এই কামনায়......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.