নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে নিয়ে যা জানি খুব কম, তাই না জেনে কিছু না বলাটাই ভাল। । । ।

রাহাত আহমেদ মুনিম

রাহাত আহমেদ মুনিম › বিস্তারিত পোস্টঃ

আত্তকেন্দ্রিক আমি

০৮ ই মে, ২০১৩ দুপুর ১:১০

আমি আসলে খুব আত্মকেন্দ্রিক টাইপের একটা ছেলে। নিজেরে ছাড়া অন্য কাউকে নিয়ে খুবি কম ভাবি, আর দেশ তো বহুদুরের কথা। কিন্তু, দেশে এখন পর-পর যা হচ্ছে তাতে আসলে এত খারাপ লাগতেছে- কাউকে বোঝাতে পারব না!



সবচেয়ে খারাপ লাগতেছে দেশের মানুষকে দুই "BITCH" এখন আদর্শগত দিক থেকে দুইভাগে ভাগ করে ফেলছে!



অন্যান্য নির্বাচনের আগেও মানুষ মরে, কিন্তু এবারের মরাটা অনেক আলাদা! মানুষের সবচেয়ে বড় দুই Sentiment "ধর্ম ও মুক্তিযোদ্ধা" নিয়ে মানুষদের এরা মুখ-মুখি অবস্থানে দাড় করাইছে!



তবে সবচেয়ে মজার ব্যাপার এই দুই BITCH এর মধ্যে এমন একজন ইসলাম রক্ষার কথা বলছে, যার বেডরুম এ পর্ণ-ম্যাগাজিন ও বিয়ার পাউয়া যায়............!?!



আর আরেকটা BITCH, যার মুক্তিযুদ্ধ নিয়ে আদৌ কতটুকু আবেগ আছে তা নিয়ে আমি সন্দিহান। সে তো সবচেয়ে খুশি হত যদি আমার ভার্সিটির আইডি কার্ডে নিজের ছবিটা change করে বঙ্গবন্ধুর ছবিটা লাগাইতাম.........!?!



ঐদিকে আর্মি গুলাও কি করতেছে কে জানে? ক্যান্টনমেন্ট এর ঘাস কাটা, আর ধংসপ্রাপ্ত বিল্ডিং পরিস্কার করা ছাড়াও ওদের আরও কিছু দায়িত্ত আছে - এটা কি ভুলে গেছে...............!?!



আর আমি নিজে তো একটা "লুল", ফেসবুকে স্ট্যাটাস দেউয়া ছাড়া আর কিছুই করতে পারি না!



তাই সবশেষে ভাবি, আত্মকেন্দ্রিকই হব- চরমভাবে! আমার পাশে কয়েকশো লোক গুলি খাইয়া মরুক, আর বিল্ডিং মাথার ওপরে পইড়া মরুক- অর্থমন্ত্রীর মত কমু "এই ধরনের ছোট-খাটো দুর্ঘটনা সবদেশেই কম বেশি ঘটে, এডা কোন ব্যাপার না" :(



(গালাগালি ব্যাবহার করার জন্য দুঃখিত, মনের ক্ষোভের জন্য ব্যাবহার না করে পারলাম না!)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

মুদ্‌দাকির বলেছেন: এই পোষ্টে লাইক দেয়া যাবে না, গ্রেফতার হইতে পারি !!!!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.