নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্মাতাল পৃথিবী নিঃসংগ আমি

লিখতে চাই অনেক কিছু, কিন্তু কি লিখব। কত যে কথা ছিল মনের মাঝে, আজ এ অসময়ে বুকের মাঝে শুধু বাজে। যাবোই চলে হারিয়ে আমি মহাকালের গর্ভে। অসীম অর্থহীন পথচলা নাকি নতুন স্বপ্নের জাল বোনা।

বেকার যুবক

ভালোবাসি বাংলাদেশ। ---বিদ্বেষ আমার রক্তে নেই, কিন্তু মেয়েরা সুন্দর পোশাক পড়বেনা, এটা আমি মানতেই পারি না।--- ভালোবাসি পৃথিবীর অনেক কিছু যা কিছু সুন্দর। ভালোবাসি ডানা মেলা মুক্ত বিহঙ্গ। ভালোবাসি ভাবতে। ভালোবাসি মন-প্রাণ খুলে হাসতে। ভালোবাসি নীল আকাশ আর বৃষ্টির রিম-ঝিম। ভালোবাসি সমুদ্রের গর্জন আর সভ্যতার নাগপাশে বন্দী মানবজীবন। ভালোবাসি উর্দ্ধমুখী নিঃসংগতা আর ভালোবাসি বেকার যুবক।

বেকার যুবক › বিস্তারিত পোস্টঃ

জটিল প্রেম। অসাধারণ! অসাধারন! (রিভিউ পর্যালোচনা বা সমালোচনা নয় শুধুই মন্তব্য)

১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২০

বাপ্পী-আঁচলের জটিল প্রেম খুব ভালো লাগল।

বাংলা চলচ্চিত্রের সুদিন আসছে কিংবা চলছে।

তথাকথিত বিকল্পধারার ছবিগুলো মোটেই মূলধারার ছবির প্রতিনিধিত্ব করেনা। সেগুলোর মধ্যে আমাদের সমাজ সভ্যতার সত্য চিত্রও ফুটে ওঠে না। এই সকল বাণিজ্যিক ধারার ছবিই টিকে থাকবে। সমস্যা হচ্ছে অনেকে বাণিজ্যিক ধারা এই ধারণাটিকে অপব্যবহার করে।



সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশ জেগে উঠবে, বেঁচে থাকবে।

শাহীন সুমনের শেষ তিনটা ছবি ভালোবাসার রঙ, অন্যরকম ভালোবাসা, জটিল প্রেম প্রত্যেকটিই ভালো হয়েছে। গল্প, শিল্পী, অভিনয়, সংলাপ সবকিছুই অসাধারণ হয়েছে। এত সীমাবদ্ধতার পরেও আমাদের চলচ্চিত্র জগত বেঁচে আছে সেটাই যখন বিস্ময়, তখন এত সুন্দর সুন্দর ছবি উপহার দেয়ার জন্য শাহীন সুমন, আব্দুল্লাহ জহির বাবু, জাজ মাল্টিমিডিয়া, বাপ্পি, মাহি, আঁচল আর বাদবাকি সবাইকে ধন্যবাদ। নতুন আসছে, সায়মন-মাহির পোড়ামন। নিঃসন্দেহে আরেকটা অসাধারণ ছবি হবে। এই বাংলার মানুষেরা ঐক্যবদ্ধ থাকলে কেউ তাদের হারাতে পারবেনা। আল্লাহ তুমিই শুধু ভরসা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

বেকার যুবক বলেছেন: কিরে ভাই, এতদিন পরে এইটা কেমনতরো মন্তব্য হইলো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.