নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

হে বটবৃক্ষ, ক্ষমা করো, এ আমাদেরই লজ্জা!

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮

শেষ পর্যন্ত ডাকসু নামক খাবারের ক্যান্টিনের
নির্বাচন হয়েই গেল। অনলাইনে জামাত-শিবিরের ছাপড়ি জঙ্গীরা এতোদিন বিভিন্ন বট আইডির মাধ্যমে শিষ্টের দমন আর দুষ্টের পালন করে এলেও বাংলাদেশের ইতিহাসে এই প্রথম তারা ভোট কারচুপিতে বট-বাহিনীর সফল প্রয়োগ ঘটিয়ে ফেলল।
.
অবশেষে ডাকসুতে হেরে গেল বাংলাদেশ। জিতে গেল ওদের ‘আল বটর’ আর ‘বট-বাহিনী’! কিন্তু হায়! বৃক্ষের কাছে যে ক্ষমা চাইব, সেটাও দেখি ‘বট’বৃক্ষ!

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: এখানে বাংলাদেশ হারার কিছু নেই । হেরেছে সেকুলার রা ।

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: বামদের যদি সেক্যুর মধ্যে ধরে্ন তবে বলব, হারেনি তারা। মেঘমল্লার তো ৪-৫ হাজার ভোট পেয়ে গেল। অথচ ফ্যাসিবাদের দোসর হিসেবে ওর গর্তে থাকার কথা ছিল।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৮

সুলাইমান হোসেন বলেছেন: অসাধারন!!!যে বৃক্ষের কাছে ক্ষমা চাইবো সেটাও দেখি বট বৃক্ষ।ধৈর্য্য ধরেন,ঘুরে ফিরে সবারই দিন আসে।যার সুদিন আসে সেই ফ্যাসিবাদ হয়ে যায়।

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এবার ফ্যাসি বাদ হয়ে যাবে, আশা রাখি। ইনশাআল্লাহ।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আপনি আগে খুব সুন্দর ছড়া ও কবিতা লিখতেন!!!

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কেমন আছেন, ভাই? এখনও টুকটাক লিখি। নিয়মিত হবো আবার, ইনশাআল্লাহ। পুরনোদের মধ্যে আপনাকেই দেখছি। ব্লগের সার্বিক অবস্থা কেমন এখন? ব্লগার তো অনেক কম মনে হচ্ছে। ব্লগের রিচও তো অনেক কম মনে হচ্ছে।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন: কেমন আছেন, ভাই? এখনও টুকটাক লিখি। নিয়মিত হবো আবার, ইনশাআল্লাহ। পুরনোদের মধ্যে আপনাকেই দেখছি। ব্লগের সার্বিক অবস্থা কেমন এখন? ব্লগার তো অনেক কম মনে হচ্ছে। ব্লগের রিচও তো অনেক কম মনে হচ্ছে।
=================

জী, ভালো আছি। আলহামদুলিল্লাহ।
আপনি কেমন আছেন? মাঝখানে অনেক দিন ছিলেন না!

পুরনোদের মাঝে কয়েকজন এখনো আছেন। তাঁরা মাঝে মাঝে উঁকি দেন।
ব্লগে 'সৈয়দ কুতুব'-এর মতো নতুন মুখ এসেছেন। ভালোই করছেন তারা। তবে, পাঠক গত কয়েক দিনে একটু কমেছে।

আপনি নিয়মিত হবেন শুনে ভালো লাগছে।

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভালো লাগল। নস্টালজিক হলাম। নিয়মিত হব, ইনশাআল্লাহ। তবে আরও ১০-১৫ দিন পর হয়ত ফ্রি হবো। ব্লগের সবচে বেশি অ্যাকটিভ “সোনাগাজী/চাঁদগাজী” , উনি কোথায়? দেখছি না তো।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




লেখক বলেছেন: ভালো লাগল। নস্টালজিক হলাম। নিয়মিত হব, ইনশাআল্লাহ। তবে আরও ১০-১৫ দিন পর হয়ত ফ্রি হবো। ব্লগের সবচে বেশি অ্যাকটিভ “সোনাগাজী/চাঁদগাজী” , উনি কোথায়? দেখছি না তো।
---------
আপনার আরও লেখার অপেক্ষায় থাকলাম।

“সোনাগাজী/চাঁদগাজী”-কে চিনছেন না!!!! উনি এখন অন্য নিকে লিখেন। আমার পোস্টে খুঁজে বের করতে পারেন কি না দেখুন তো! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.