| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তেমন বেশি প্যাচাল করে পথ প্যাচালী না হওয়াই ভালো।যে বুঝার সে অল্পতেই বুঝে আর যে না বুঝে তাকে কিলিয়ে কিলিয়ে
কথা গিলিয়ে বুঝালেও বুঝবে না।যাই হোক আমি এখানে আপনাদের মাঝে একজন নবীন ও সামান্যতম ব্লগার,তাই ব্লগ সম্পর্কে
আমার তেমন কোনো জ্ঞান নাই বলা যায় । আমার ইচ্ছে হল সময় সাময়ীক আপনেরা বিভিন্ন ধরনের যে সকল পোস্ট দেন সেই
লেখাগুলো থেকে কেটে বেঁছে আর ঘেটে ভালো লেখাগুলোকে বের করে সামু স্টার নিউজ আকারে ব্লগে প্রকাশ করবো। আর এই
কাজটা আমার পক্ষে একা সম্ভব নয় তাই আশা করছি আপনেরা আমার সহ ব্লগার ভাই বোনেরা আমাকে সর্বাদিক সাহায্য সহযোগিতা
করবেন ।আর সে আশা নিয়েই ব্লগে যাত্রা শুরু করলাম ! সকল সহ ব্লগার ও ব্লগ অ্যাডমীনদের আমার সামু স্টার নিউজ বক্সের পক্ষ থেকে স্বাগতম জানাই !!
প্রিয়,ব্লগারগণ আপনাদের মতে যে পোস্টগুলো বা লেখাগুলো সব থেকে উন্নত ও মানগত সেই পোস্ট বা লেখাগুলোর লিঙ্ক দিয়ে অনুগ্রহ
করে সামু স্টর বক্স নিউজ ব্লগের পাশে দাঁড়ান । পাশাপাশি লক্ষ্য রাখবেন কোন কোন লেখাগুলোর কন্টেন্ট ভালো । কন্টেন্ট বলতে লক্ষ্য
রাখুন কোন কোন লেখাগুলো বেশি পঠিত,বেশি মন্তব্য,বেশি লাইক । তবে সামু স্টার বক্স নিউজে স্থান পাবে ওই লেখাগুলোই যেগুলো
লেখা লাইক,মন্তব্য,পঠিত,এই তিনের সাথে লেখার মান নির্ণয় সঠিক থাকবে।
শুভ দুপুর
১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭
সামু স্টার বক্স নিউজঅ বলেছেন: ঈশ্বর যেমন রেখেছেন তেমনই আছি। শুভ মঙ্গলময় দুপুর।
২|
১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭
নজসু বলেছেন:
ভালো উদ্দ্যোগ।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮
সামু স্টার বক্স নিউজঅ বলেছেন: সাথে থাকার অনুরোধ থাকল।
৩|
১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪২
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালু ভালু
আপনি কেমুন আচেন ![]()
১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫
সামু স্টার বক্স নিউজঅ বলেছেন: যেমন চাইছেন ঈশ্বর !
৪|
১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ নতুন উদ্দ্যোগে স্বাগতম।
৫|
১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭
রাজীব নুর বলেছেন: পুরান চাল ভাতে বাড়ে।
৬|
১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
মিজভী বাপ্পা বলেছেন: হ্যালু। তা আমার নিজের লেখা কি দিবো। নাকি আপনার হস্তের এক ক্লিক আমার ব্লগে দিয়ে আসবেন ![]()
৭|
১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭
কিরমানী লিটন বলেছেন: শুভ উদ্যোগ, আপনাকে স্বাগতম ...
৮|
১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০১
অপু দ্যা গ্রেট বলেছেন:
ভাল আছি । আপনি ভালো আছেন ?
আশা করি স্টার বক্স নিউজ ভাল ই হবে ।
৯|
১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭
পবিত্র হোসাইন বলেছেন: ভালো উদ্যোগ । আশা রাখি ভালো কিছু হবে ।
১০|
১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো !! চালিয়ে যান, আছি সাথে!!
১১|
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩
করুণাধারা বলেছেন: ভালো উদ্যোগ, শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩২
বিজন রয় বলেছেন: ভাল আছি, আপনি ভাল তো?