নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুসলমান কিন্তু কোন সন্ত্রাসী বা জঙ্গীবাদে বিশ্বাসী না

আমি আতিয়ার রহমান বলছি

ইতিহাস কথা বলে,আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে,আমি গণজাগরণের পক্ষে,আমি গণ-মানুষের পক্ষে ।

আমি আতিয়ার রহমান বলছি › বিস্তারিত পোস্টঃ

আবার খুন , কাশিমপুর কারাগারের সামনেই কারারক্ষী খুন,কে কাকে পাহারা দিবে ?

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৭

গাজীপুরের কাশিমপুর কারাগারে দুর্বৃত্তের গুলিতে রুস্তম আলী নামে সার্জেন্ট ইন্সপেক্টরের (কারারক্ষী) মৃত্যু হয়েছে।

আজ সোমবার বেলা ১১টার পর কারাগারে ২৫০ গজ দূরে তিনজন মোটরসাইকেল আরোহী রুস্তম আলীকে গুলি করে। এতে ঘটনাস্থলেই রুস্তম আলীর মৃত্যু হয়। গুলি করে পালানোর সময় মোটরসাইকেলের একজন আরোহীকে আটক করা হয়েছে।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন- তা এখনও জানা যায়নি। তবে গুলি ছুড়ে পালানোর সময় একজনকে আটক করা সম্ভব হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাশিমপুর কারাগারের সুপার প্রশান্ত কুমার জানান, মহিলা কারাগারের সার্জেন্ট ইন্সপেক্টর রুস্তম আলী কারাগার থেকে বের হয়ে ২৫০ গজ দূরে ওষুধ কিনতে গিয়েছিলেন। এসময় মোটরসাইকেল নিয়ে তিন দুর্বৃত্ত তাকে গুলি করে। পুলিশকে জানানো পর তার মরদেহ শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ওই হামলাকারীদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। অন্য দুইজন পালিয়েছে।

প্রশান্ত কুমার বলেন, কারাগারের বাইরে কারারক্ষী রুস্তম আলীকে খুন করা হয়েছে। তাই পুলিশই এর তদন্ত করবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.