নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুসলমান কিন্তু কোন সন্ত্রাসী বা জঙ্গীবাদে বিশ্বাসী না

আমি আতিয়ার রহমান বলছি

ইতিহাস কথা বলে,আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে,আমি গণজাগরণের পক্ষে,আমি গণ-মানুষের পক্ষে ।

আমি আতিয়ার রহমান বলছি › বিস্তারিত পোস্টঃ

কায়দা একই ,রাজধানীর কলাবাগানে ২ ব্যক্তিকে কুপিয়ে হত্যা

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৫

রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে ২ ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও ২ ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, আজ সোমবার সন্ধ্যায় লেক সার্কাস রোডে একটি বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে।

এদের মধ্যে একজন মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান। আরেকজন তার বন্ধু তনয়। জুলহাস মান্নান হিজড়া ও সমকামীদের অধিকার সংক্রান্ত ম্যাগাজিন ‘রূপবান’ এর অন্যতম সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

কলাবাগান থানার ডিউটি অফিসার গাজী নুর জানান, খবর পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবালের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছেন।

এ ঘটনায় আহত নিরাপত্তাকর্মী পারভেজকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাঁ চোখের ওপরে কুপিয়ে জখম করা হয়।

আহত পারভেজ বলেন, ‘বিকাল ৫টার দিকে ১০/১২ জন লোক এসে আমাকে বলেন- আমরা জুলহাস সাহেবের বাসায় যাব। আমি তাদের বলি- আপনারা নিচে অপেক্ষা করুন, আমি ওপরে (দোতলায়) গিয়ে অনুমতি নিয়ে আসি।’

তিনি বলেন, ‘আমি ওপরে ওঠার সময় আমার পেছন পেছন তিন-চারজন চলে আসেন। আমি কলিং বেল চাপতেই জুলহাস সাহেব দরজা খোলেন। তখন আমি ওই তিন-চারজনকে বললাম- আপনারা কেন ওপরে আসলেন, আপনাদের তো নিচে অপেক্ষা করার কথা।’

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: কিন্তু তারপর কী হলো ভাই? হত্যাকারী পাপীরা নিপাত যাক।
আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.