নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুসলমান কিন্তু কোন সন্ত্রাসী বা জঙ্গীবাদে বিশ্বাসী না

আমি আতিয়ার রহমান বলছি

ইতিহাস কথা বলে,আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে,আমি গণজাগরণের পক্ষে,আমি গণ-মানুষের পক্ষে ।

আমি আতিয়ার রহমান বলছি › বিস্তারিত পোস্টঃ

একদা এক সময়ই বাংলাদেশ এ নিরপেক্ষ নির্বাচন হইত(once upon a time )

০৮ ই মে, ২০১৬ বিকাল ৪:১৬


দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক সহিংসতা, ভোট জালিয়াতি, কারচুপি, বিরোধী প্রার্থী ও ভোটারদের ওপর হামলা এবং প্রাণহানিকে নির্বাচনী ব্যবস্থার কফিনে শেষ পেরেক মারা হচ্ছে বলে মন্তব্য করেছে সিপিবি।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এ মন্তব্য করেন।
বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের আগেই আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি। কিন্তু ‘জ্বি হুজুর’ মার্কা অথর্ব নির্বাচন কমিশনের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে কেবল সরকারের দলীয় নির্দেশ পালন করা। প্রথম বারের মতো এবার আর রাতের বেলায় ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটেনি’-এই কথা বলার মধ্য দিয়ে নির্বাচনে কারচুপি ও অনিয়মের বিষয়টি প্রকাশ্যেই সিইসি স্বীকার করে নিয়েছেন। ৫ জানুয়ারির প্রার্থী ও ভোটারবিহীন ‘নির্বাচনের’ মধ্য দিয়ে নির্বাচনী ব্যবস্থা কে কফিনে ঢোকানো হয়েছিল। আর এবারের সহিংসতা আর ভোট ডাকাতির ইউপি নির্বাচনের মধ্য দিয়ে কি সরকার নির্বাচনী ব্যবস্থার কফিনে শেষ পেরেকটি মারতে চাচ্ছে?
জোরজবরদস্তি করে সরকারের ইউনিয়ন পরিষদ দখলের উদ্দেশ্য পূরণ করতে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় ইউপি নির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, ভোটকেন্দ্র দখল, ভোট কারচুপি, জালভোট, ভয়-ভীতি প্রদর্শন, সন্ত্রাস, সহিংসতা, প্রাণহানির ঘটনা ঘটেছে।

এই দাই কে নিবে ...............।।আমি ,আপনি ,বিরোধী দল নাকি সরকারী দল ???

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৫

ব্যাক ট্রেইল বলেছেন: কে কার দায় নেবে? নিলেই বা কি হয়? যেভাবে চলছে সেভাবেই চলুক

২| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ‘জ্বি হুজুর’ মার্কা অথর্ব নির্বাচন কমিশনের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে কেবল সরকারের দলীয় নির্দেশ পালন করা। প্রথম বারের মতো এবার আর রাতের বেলায় ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটেনি’-এই কথা বলার মধ্য দিয়ে নির্বাচনে কারচুপি ও অনিয়মের বিষয়টি প্রকাশ্যেই সিইসি স্বীকার করে নিয়েছেন। ৫ জানুয়ারির প্রার্থী ও ভোটারবিহীন ‘নির্বাচনের’ মধ্য দিয়ে নির্বাচনী ব্যবস্থা কে কফিনে ঢোকানো হয়েছিল।

অনির্বাচিত সরকারের কাছে এরচে বেশী আশা করেন কেন?

সকল ভন্ড সুবিধাবাদী সুশীল সমাজ মিডিয়া মূখে কুলুপ এটে আছে!!!!!!!!!! তারেককে চোর বলতে বলতে ফেনা তোলা মিডিয়ার কোন ..পুতের সাহস হয়না ৩০০ মিলিয়ন ডলার নিয়ে প্রশ্ন তুলতে!!! মাগুরার নির্বাচন নিয়ে কাদে চোখ ভাসানো বুক ভাসানো মিডিয়া, সুশিল সমাজ টকশোর বক্তরা এখন চোখে কুলো আর কানে তুলো দিয়ে উন্নয়নের গী---ত গাইছে!!!!
এই সুমীল গংরা যদি ৭১এ থাকত- দেশ মনে হয় ৪০ বছরেও স্বাধীন হতো না।!!! শেইম অন দেম!

৩| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৮

সোজোন বাদিয়া বলেছেন: এখনও "কফিনে শেষ পেরেক মারা হচ্ছে"! অর্থাৎ ঘটমান বর্তমান, কফিনে পেরেক মারা এতদিনেও শেষ হয় নাই? এইসব নেতাগুলোকে যদি চৌরাস্তায় চাবকানো যেত ...।

৪| ০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

মুসাফির নামা বলেছেন: এখনও কফিনে আছে, আমিতো ভেবেছি দাফন হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.