নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুসলমান কিন্তু কোন সন্ত্রাসী বা জঙ্গীবাদে বিশ্বাসী না

আমি আতিয়ার রহমান বলছি

ইতিহাস কথা বলে,আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে,আমি গণজাগরণের পক্ষে,আমি গণ-মানুষের পক্ষে ।

আমি আতিয়ার রহমান বলছি › বিস্তারিত পোস্টঃ

‘সুন্দরীরা সবধান\' গরুর ‘সুন্দরী প্রতিযোগিতা’!

০৯ ই মে, ২০১৬ সকাল ৯:৫১


সম্প্রতি ভারতে হয়ে গেল গরুদের সুন্দরী প্রতিযোগিতা! এ সময় কয়েকশ গরু এবং ষাড় র‍্যাম্পে অংশ নেয়। আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গৃহপালিত পশুদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও সচেতনতা বাড়াতে এই আয়োজন করা হয়েছে।
ইয়াহু অড নিউজের খবরে বলা হয়েছে, দেশটির উত্তরাঞ্চলের হরিয়ানা প্রদেশের এক শহরে গত শনিবার এই বিশেষ র‍্যাম্পের আয়োজন করা হয়।

বিচারকরা ওই সময় বিভিন্ন ক্যাটাগরির মোট ১৮টি পশু নির্বাচন করেন। তবে প্রতিযোগিতায় অংশ নেয় মোট ৬৩০টি পশু।

জানা গেছে, গরুর আকার, শিং এর ধরন, লেজের সৌন্দর্য্যের ভিত্তিতে ওই ১৮ পশুকে সেরা নির্বাচিত করা হয়।
এদিকে অভিনব এই পদক্ষেপটি নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে দেখা গেছে ব্যপক উৎসাহ উদ্দীপনা।

প্রদেশটির এক কৃষক রণধীর সিং বলেন, আমি আমার সেরা গরুটা এই প্রতিযোগিতায় নিয়ে এসেছিলাম। সে পুরস্কার জিতেছে।

তিনি জানান, তার গরুটি তিনি লাল রঙের ফিতা দিয়ে সাজিয়ে ছিলেন। তার মাথায় চারপাশে ওই লাল ফিতা দিয়ে জড়ানো ছিল।

রণধীরের ভাষায়, তার গরুটিকে তখন বিয়ের কনের মতোই দেখাচ্ছিলো।

জানা গেছে, রাজ্যের ২১টি জেলার কৃষকরা তাদের গরু নিয়ে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

"না জানি এর পর বানোর এ সুন্দরী প্রতিযোগিতা "

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৬ সকাল ১০:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছাগলদের সুন্দরী প্রতিযোগিতা কবে হবে? হলে একখান পোস্ট দিয়েন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.